সংবাদ শিরোনামঃ

আইনের ব্যাপকতা ও বাধ্যবাধকতা নিয়ে নানা প্রশ্ন ** সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চায় ** আওয়ামী লীগে প্রবল সাংগঠনিক বিপর্যয়; শীর্ষ নেতৃত্বে বিভাজন অত্যাসন্ন ** ঢাবি জাবি রাবি চবি’র চার ভিসি অবৈধ! ** নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ** জাসদই তাহলে মুজিব হত্যার ক্ষেত্র তৈরি করেছিল! ** সংবাদপত্রের পাতা থেকে ** ৮০০ রাইস মিলের চালের দুনিয়া এখন খাজানগর গ্রাম ** আইনের শাসন পরিপন্থী অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে : নূরুল ইসলাম বুলবুল ** আদর্শ জননীরূপে একজন নারী **

ঢাকা শুক্রবার ৩০ চৈত্র ১৪১৮, ২০ জমাদিউল আউয়াল ১৪৩৩, ১৩ এপ্রিল ২০১২

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩

আইনের ব্যাপকতা ও বাধ্যবাধকতা নিয়ে নানা প্রশ্ন

॥ আবুল ওয়াফী॥
১৯৭৩ সালের ২০ জুলাই আন্তর্জাতিক আইনের অধীনে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও অন্যান্য অপরাধের বিচার ও শাস্তির জন্য বাংলাদেশের পার্লামেন্টে এই আইনটি পাস হয়। আইসিটি অ্যাক্ট ১৯৭৩ শিরোনামের এই আইনটির অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। এটা রাষ্ট্রপতির আদেশ বলে জারি করা কোনো আইন নয়। ১. এই আইনটি যে সংসদে পাস করা হয় রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বয়ং ছিলেন সেই সংসদের নেতা। সদস্য ছিলেন অভিজ্ঞ আইন প্রণেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন ....বিস্তারিত

‘আমরা জাস্টিস করব না’

বিচারপতির এ উক্তিতে দেশবাসী স্তম্ভিত

॥ জামশেদ মেহ্দী॥ অবশেষে দেশি-বিদেশি আইন বিশেষজ্ঞ এবং রাজনৈতিক মহলের আশঙ্কাই সত্য বলে প্রমাণিত হলো। তারা বহুদিন থেকেই আশঙ্কা করে আসছেন যে বাংলাদেশের ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ আইন মোটেই আন্তর্জাতিক নয়। এই আইন আন্তর্জাতিক মানসম্পন্ন নয় এবং স্বচ্ছও নয়। এই আইনে অভিযুক্তরা ন্যায়বিচার বা ইনসাফ পাবে না। অনুরূপভাবে যে ট্রাইব্যুনালটি হয়েছে সেটি নিরপেক্ষ নয়। এই ট্রাইব্যুনাল প্রধান ঘাতক দালাল নির্মূল কমিটির (ঘাদানিক) সাথে অতীতে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এই ....বিস্তারিত

দুই অপরাধ ট্রাইব্যুনালের বিধি দুই ধরনের!

ন্যায়বিচার প্রহসনে পরিণত হয়েছে॥ অভিযুক্ত ব্যক্তির অধিকারকে আরো খর্ব করবে

॥মতিউর রহমান আকন্দ॥ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালে সংঘটিত যুদ্ধাপরাধ তথা মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে দেশের কয়েক জন শীর্ষস্থানীয় রাজনীতিবিদের বিচার চলছে। ২০১০ সালের ২৫ মার্চ ইন্টারন্যাশনাল ক্রাইমস্ (ট্রাইব্যুনাল) অ্যাক্ট ১৯৭৩ এর ৬ ধারা মোতাবেক গঠিত হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস্ ট্রাইব্যুনাল। এ ট্রাইব্যুনালের বয়স ২ বছর অতিক্রান্ত হলো। বিচার কার্যক্রম দ্রুত শেষ করার উদ্দেশ্যে সরকার ২০১২ সালের ২২ মার্চ আরেকটি ট্রাইব্যুনাল গঠন করে। যার নাম দেয়া হয় ট্রাইব্যুনাল-২। ....বিস্তারিত

ট্রাইব্যুনালের এক বিচারকের মন্তব্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চায়

সোনার বাংলা রিপোর্ট : ‘আমরা ন্যায় বিচার করব না’ মর্মে ট্রাইব্যুনালের একজন বিচারকের মন্তব্যের প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। ঢাকায় অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেছেন, সরকার ৭৩’র কালো আইন দিয়ে কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চায়। প্রথম থেকেই জামায়াতে ইসলামীসহ দেশ-বিদেশের আইন বিশেষজ্ঞগণ ....বিস্তারিত

স্বাধীনতার ৪১ বছরে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি

ব্যর্থতার সুযোগ নিতে পারে অসাংবিধানিক শক্তি

॥ শামস তারেক ॥ গত ২৬ মার্চ স্বাধীনতার ৪১ বছর আমরা পার করেছি। কিন্তু এই ৪১ বছরে আমাদের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলের নেতাকে শ্রদ্ধা জানাতে বাধা দান, কিংবা শহীদ জিয়াউর রহমানের ওপর পাঁচটি গ্রন্থের মোড়ক উন্মোচনে বাধাদান ইত্যাদি প্রমাণ করে যে আদর্শ নিয়ে আমরা মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম, সেই আদর্শ থেকে আমরা অনেক দূরে সরে গেছি। স্বাধীনতার ঘোষণাপত্রে যে ন্যায়বিচারভিত্তিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার কথা বলা হয়েছিল, ক্ষমতাসীন সরকারের আচরণ প্রমাণ করে তারা এই আদর্শ ....বিস্তারিত

মাওলানা সাঈদীর আইনজীবীদের আদালত বর্জন

সোনার বাংলা ডেস্ক : মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীদের কপি সরবরাহ না করেই কিছু বিদেশি পত্রিকায় প্রকাশিত খবরের ৫টি ভলিউম ট্রাইব্যুনালে প্রদর্শন (এক্সিবিট) করেছেন তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন। সরকার পক্ষের সর্বশেষ সাক্ষী-হিসেবে তৃতীয় দিনের মত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধেতিনি গত ১০ এপ্রিল মঙ্গলবার ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। পূর্বে সরবরাহ না করা এসব ডকুমেন্ট আদালতে এক্সিবিট করা আইনসম্মত নয় বলে অভিযোগ করেন মাওলানা সাঈদীর আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ....বিস্তারিত

৭০ লাখ টাকাসহ রেলমন্ত্রীর এপিএস আটক

বার্তা২৪ ডটনেট : ৭০ লাখ টাকাসহ রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক ও রেলওয়ের জিএম ইউসুফ আলী মৃধা ‘আটক’ হওয়ার ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ১০ এপ্রিল মঙ্গলবার দুপুর একটার দিকে রেলভবনে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী এ কথা জানান। তবে মন্ত্রী ও বিজিবি তাদের আটক হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘‘সোমবার গভীর রাতে টাকা নিয়ে বাসায় যাওয়ার সময় ওমর ফারুকের চালক তাকে অপহরণ করার চেষ্টা করছিল। এ সময় ভয়ে জীবন  বাঁচাতে তিনি বিজিবি সদর দপ্তরের ....বিস্তারিত

ডিসিসি নির্বাচন ২৪ মে

সোনার বাংলা রিপোর্ট : মেয়াদ পূর্ণ হওয়ার দীর্ঘ পাঁচ বছর পর আগামী ২৪ মে ঢাকার দুই সিটি কর্পোরেশনে ভোট হতে যাচ্ছে। ভোটের এই দিন ঠিক করে গত ৯ এপ্রিল সোমবার বিস্তারিত তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ জানান, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ১৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। তা যাচাই-বাছাই হবে ২২ ....বিস্তারিত

ন্যায়বিচার নিয়ে আমরা উদ্বিগ্ন : ডা. শফিক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কর্তৃক সাক্ষীর জেরা, রিভিউ আবেদন, সময় ব্যবস্থাপনাসহ বেশ কিছু বিষয়ে ইন্টারন্যাশনাল ক্রাইমস্ (ট্রাইব্যুনাল-২) রুলস্ অব প্রসিডিউর ২০১২ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গত ৬ এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, “ইন্টারন্যাশনাল ক্রাইমস্ (ট্রাইব্যুনাল) অ্যাক্ট ১৯৭৩ এর ২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মাননীয় ট্রাইব্যুনাল-২ রুলস্ অব প্রসিডিউর ২০১২ তে যেসব বিধি প্রণয়ন করেছেন ....বিস্তারিত

মাওলানা আব্দুস সুবহানের বিরুদ্ধের সকল মামলা প্রত্যাহার করুন : মকবুল আহমাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক জাতীয় সংসদ সদস্য মাওলানা মুহাম্মদ আব্দুস সুবহানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ গত ৮ এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক জাতীয় সংসদ সদস্য মাওলানা মুহাম্মদ আব্দুস সুবহানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মাওলানা মুহাম্মদ আব্দুস সুবহান পাবনার ....বিস্তারিত

৯ ‘রাজনৈতিক’ ব্যাংক

সোনার বাংলা রিপোর্ট : দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, মন্ত্রী ও আইএমএফে’র বিরোধিতা এবং ব্যাপক সমালোচনা সত্ত্বেও মহাজোট সরকারের রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ গত ৮ এপ্রিল রোববার বেসরকারি খাতে ৯টি নতুন ব্যাংকের অনুমোদন দিয়েছে। ব্যাংকগুলোর মূল উদ্যোক্তারা হলেন মহাজোট সরকারের প্রভাবশালী রাজনীতিবিদ, এমপি ও সরকারের শীর্ষ পর্যায়ের নিকটাত্মীয়।  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেও এর আগে বলেছিলেন, নতুন ব্যাংক দেয়া সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। ২০১১ সালে তিনি জাতীয় সংসদে এ ....বিস্তারিত

এ বিভাগের সর্বাধিক পঠিত

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।