সংবাদ শিরোনামঃ

গণআন্দোলনের ডাক ** সরকারের সীমাহীন দুর্নীতি ও ব্যর্থতার কারণে দেশজুড়ে গণঅসন্তোষ সৃষ্টি হয়েছে ** বিচারপতিদের অভিশংসন, সম্প্রচার নীতিমালা গণতন্ত্রের ওপর ডেমোকিসের ছুরি ** ইরাকে পশ্চিমাদের হোলি খেলা ** অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করুন ** সরকার স্বাধীন বিচারব্যবস্থার ভিত্তিমূলে আঘাত করছে ** বন্যাকবলিতদের দুর্দশা লাঘবে সরকারের যথাযথ উদ্যোগ প্রয়োজন ** হীনম্মন্যতাবোধ এবং সেবাদাসদের দৌরাত্ম্য ** সাম্রাজ্যবাদ ও কাজী নজরুল ইসলাম ** পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে উদযাপিত হলো ঈদুল ফিতর ** উপমহাদেশে রেল দুর্ঘটনার শীর্ষে বাংলাদেশ, ক্ষয়ক্ষতিতে ভারত ** বন্যাপরিস্থিতির চরম অবনতি ** মুসলমানদের অনৈক্যের কারণেই ইসরাইল গাজায় নির্বিচার গণহত্যা চালাচ্ছে **

ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪২১, ২৫ শাওয়াল ১৪৩৫, ২২ আগস্ট ২০১৪

২০ দলীয় জোটের বিশাল কালো পতাকা মিছিলে মির্জা ফখরুল

অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করুন

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে গত ১৬ আগস্ট শনিবার ২০ দলীয় জোট বিক্ষোভ মিছিল বের করে : সোনার বাংলা

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গাজায় নিরীহ নারী ও শিশুসহ প্রায় দুই হাজার মুসলমানকে নির্বিচারে হত্যা করেছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল। আজ আমরা আহ্বান জানাই, অবিলম্বে ওই হত্যাযজ্ঞ আপনারা বন্ধ করুন। দখল করা জমি ও বাড়ি ফিরিয়ে দিন। আমরা ওই নৃশংস হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘোষণা করছি, আগ্রাসনের শিকার ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের পাশে আমরা আছি এবং থাকব ইনশাআল্লাহ। মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পে রয়েছে। এটা আমরা বিশ্বকে জানাতে চাই।

তিনি গত ১৬ আগস্ট গাজায় ইসরাইলি বর্বর গণহত্যার প্রতিবাদে ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন।

হাজার হাজার জনতা হাতে হাতে কালো পতাকা, ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে রাজধানী ঢাকার রাজ পথে বুলন্দ আওয়াজ তুলে ‘রুখো ইসরাইল, বাঁচাও গাজাবাসীদের’। দীর্ঘদিন পর রাজধানী ঢাকার বুকে আয়োজিত এই বিশাল জনস্রোত থেকে বর্বর ইসরাইলিদের প্রতি জানানো হয় ধিক্কার। সেই সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সব বেষ্টনীকে ভেদ করা এই জনস্রোত আরো একবার প্রমাণ করলো জনগণের কাছে মানব সৃষ্ট সব বাধাই মুখ্য। উল্লেখ্য রাজধানী ঢাকা, সকল বিভাগীয় মহানগরী, জেলা উপজেলায় ২০ দলীয় জোট এই কর্মসূচি পালন করেছে।

গাজায় ইসরাইলি বর্বর গণহত্যার প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পূর্বঘোষিত এই কালো পতাকা মিছিলটি গত ১৬ আগস্ট শনিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। পরে বিশাল এই মিছিলটি বিজয়নগর মোড়, কাকরাইল, মৌচাক-মালিবাগ মোড় হয়ে মগবাজারে গিয়ে শেষ হয়। মিছিল শুরুর আগে নয়াপল্টনে সংপ্তি এক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে গাজায় ইসরাইলের বর্বর হামলা বন্ধ ও অধিকৃত ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার আহ্বান জানান।

এর আগে পূর্ব ঘোষিত এই কর্মসূচির সফল করতে শনিবার দুপুরের আগ থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করে ২০ দলের নেতাকর্মীরা। দুপুর গড়িয়ে বিকাল হতে না হতেই নয়া পল্টনে জনতার ঢল নামে। নির্ধারিত সময়ের মধ্যে জনসমুদ্রে পরিণত হয় পুরো পল্টন এলাকা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিজয়নগর থেকে নয়াপল্টন, ফকিরাপুলসহ পুরো এলাকা। এসময় নেতাকর্মীদের নিয়ে আসা কালো পতাকায় পুরো এলাকা ছেয়ে যায়। ইসরাইলি বর্বরতা অসহায় ফিলিস্তিনিদের জন্য সব কালো পতাকা একখণ্ড প্রশান্তির মেঘ হয়ে ছায়ার রূপ ধারণ করে।

এদিকে ২০ দলীয় জোটের সমাবেশ ঘিরে ব্যাপক তত্পর ছিল আইন শৃঙ্খলা রাকারী বাহিনী। পুরো এলাকা পুলিশি বেষ্টনীতে ঘিরে রাখা হয়। প্রস্তুত রাখা হয়, সাজোয়া যান ও জল কামানসহ প্রিজন ভ্যান। তবে দলীয় নেতাকর্মীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সমাবেশে অংশ নেন বলে জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও অস্থায়ী মঞ্চে কালো পতাকা মিছিল পূর্ব সংপ্তি এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি ও ২০ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতারা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ইনাম আহম্মেদ চোধুরী, যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, সালাহ উদ্দীন আহমেদ, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, সদস্য সচিব হাবীব উন নবী খান সোহেল, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।

এ ছাড়া ২০ দলীয় জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, আমিনুল ইসলাম, মুহাম্মদ সেলিম উদ্দিন, মহানগরের সহকারী সেক্রেটারি মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ডা. রেদওয়ানুল্লাহ শাহেদী, ড. রেজাউল করিম, শেরে বাংলা নগর থানা আমীর আজম কামাল হোসেন, খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, যুগ্ম-মহাসচিব ড. জহির, ঢাকা মহানগরের সভাপতি এম এম খালেদ সাইফুল্লা, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক খাজা আতিকুর রহমান মনি, গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মাহবুব ও সাধারণ সম্পাদক মাহবুব আলম দুলু, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফুর রহমান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, এনডিপি সভাপতি গোলাম মর্ত্তুজা, ইসলামিক পার্টির এডভোকেট আব্দুল মোবিন, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান জেবেল রহমান গাণি, সেক্রেটারি গোলাম মোস্তফা, জোট নেতা সাইফুদ্দিন আহমেদ মনি, মোস্তফা জামাল হায়দার, আজহারুল ইসলাম, এমএম আমিনুর রহমান, শেখ জুলফিকার আহমেদসহ অন্যান্য নেতারা।

সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, আমাদের এই মিছিল সরকারের বিরুদ্ধে নয়। এখানে কোনো স্লোগান হবে না। মিছিল হবে শান্তিপূর্ণ। মিছিল এখান থেকে শুরু হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে। গাজায় হামলার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, আজকের এ সমাবেশের মধ্য দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে, বাংলাদেশের মানুষ গাজাসহ বিশ্বের সব নির্যাতিত নিগৃহীত মানুষের প।ে তিনি অবিলম্বে গাজায় হামলা বন্ধের দাবি জানান। একই সঙ্গে গাজার অধিকৃত এলাকা ছেড়ে দিতে ইসরাইলেল প্রতি আহ্বান জানান।

৫ জানুয়ারি অবৈধ নির্বাচনের পর এই প্রথম বিএনপির সমাবেশে এতো লোক সমাগম হয়েছে যে, পতাকা মিছিলের মাথা মালিবাগ পৌঁছালেও শেষ অংশ তখনও নয়া পল্টন থেকে যাত্রা শুরু করতে পারেনি। মানুষের জমায়েতে পল্টন থেকে মালিবাগ এলাকার রাস্তা পূর্ণ হয়ে গেছে। মিছিলের জন্য নেতাকর্মীদের মিছিল নিয়ে হাঁটতে হয়নি।

কালো পতাকা মিছিলে যে সব দল অংশ নিয়েছে তার মধ্যে রয়েছে- ঢাকা মহানগর বিএনপি, জাতীয়তাবাদী, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল, কৃষক দল, জাতীয় পার্টি (কাজী জাফর), জামায়াত ইসলামী, ইসলামী ছাত্রশিবির, জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী ঐক্যজোট, এলডিপি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, কল্যাণ পার্টি, পিপলস পার্টি, বাংলাদেশ ন্যাপ, মুক্তিযোদ্ধা দল, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, লেবার পার্টি, ন্যাপ ভাসানী, ইসলামিক পার্টি, জাসাস, ডেমোক্রেটিক লীগ, জমিয়াতে ওলামা, পিপলস লীগ এবং সাম্যবাদী দল।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।