সংবাদ শিরোনামঃ

গণআন্দোলনের ডাক ** সরকারের সীমাহীন দুর্নীতি ও ব্যর্থতার কারণে দেশজুড়ে গণঅসন্তোষ সৃষ্টি হয়েছে ** বিচারপতিদের অভিশংসন, সম্প্রচার নীতিমালা গণতন্ত্রের ওপর ডেমোকিসের ছুরি ** ইরাকে পশ্চিমাদের হোলি খেলা ** অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করুন ** সরকার স্বাধীন বিচারব্যবস্থার ভিত্তিমূলে আঘাত করছে ** বন্যাকবলিতদের দুর্দশা লাঘবে সরকারের যথাযথ উদ্যোগ প্রয়োজন ** হীনম্মন্যতাবোধ এবং সেবাদাসদের দৌরাত্ম্য ** সাম্রাজ্যবাদ ও কাজী নজরুল ইসলাম ** পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে উদযাপিত হলো ঈদুল ফিতর ** উপমহাদেশে রেল দুর্ঘটনার শীর্ষে বাংলাদেশ, ক্ষয়ক্ষতিতে ভারত ** বন্যাপরিস্থিতির চরম অবনতি ** মুসলমানদের অনৈক্যের কারণেই ইসরাইল গাজায় নির্বিচার গণহত্যা চালাচ্ছে **

ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪২১, ২৫ শাওয়াল ১৪৩৫, ২২ আগস্ট ২০১৪

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ২০ দলীয় জোট সিলেট জেলা ও মহানগর কালো পতাকা মিছিল বের করে; গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ২০ দলীয় জোটের কর্মসূচি উপলক্ষে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরীর কালো পতাকা মিছিল; গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে কুষ্টিয়া ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিল এবং গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে নোয়াখালী ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিল

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নারকীয় গণহত্যার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ আগস্ট সারাদেশে কালো পতাকা মিছিল করেছে ২০ দলীয় জোট। সারাদেশ থেকে সাপ্তাহিক সোনার বাংলার সাংবাদদাতাদের পাঠানো তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে গ্রাম-বাংলা ডেস্ক।

খুলনা সংবাদদাতা : ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নারকীয় গণহত্যার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী ২০ দলীয় জোট খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ আগস্ট শনিবার সকাল ১১টায় নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে জমায়েত ও সংপ্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে এক বিশাল কালো পতাকা মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদণি করে। সমাবেশে বক্তারা বলেন, মুসলমানদের অনৈক্যের কারণেই অবৈধ ইহুদি রাষ্ট্র, গাজায় নির্বিচার গণ-হত্যা চালাচ্ছে। এবার পবিত্র মাহে রমজানের পুরো মাস জুড়ে তারা হাজার হাজার নিরীহ নিষ্পাপ শিশু, নারী ও পুরুষদের হত্যা করেছে। এ সময় অবাক বিস্ময়ে আমরা প্রত্য করেছি শান্তির নামাবলী গায়ে জড়ানো বিশ্ব মোড়লদের নীরবতা। বক্তারা বলেন, বাংলাদেশেও ৫ জানুয়ারির অবৈধ নির্বাচনের মাধ্যমে মতা দখলকারী সরকার মসনদ চিরস্থায়ী করতে হত্যা, গণহত্যা, খুন, গুম, অপহরণ, মিথ্যা মামলায় হয়রানিসহ ঘাতক ইসরাইলি বাহিনীর মতো নির্যাতনের সকল পন্থা অবলম্বন করছে। এদের পতন ও ধ্বংস নিশ্চিত করতে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি এবং ২০ দলীয় জোটের সমন্বয়ক সাবেক এমপি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় সমাবেশে বিএনপির পে কেসিসির মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, জেলা সাধারণ সম্পাদক এডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম, জামায়াতের পে মহানগরী নায়েবে আমীর মাস্টার শফিকুল আলম ও সহকারী সেক্রেটারি খান গোলাম রসুল, বিজেপির সভাপতি এডভোকেট লতিফুর রহমান লাবু ও সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন সেন্টু, লেবার পার্টির সভাপতি লোকমান হাকিম, পিপলস লীগের সভাপতি ডা. সৈয়দ আফতাব হোসেন, মুসলিম লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আক্তার জাহান রুকু, জাগপার সভাপতি সালাউদ্দিন মিঠু, খেলাফত মজলিসের মাওলানা আলী আহমেদ, জেপি (জাফর) সভাপতি মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন।

রাজশাহী সংবাদদাতা : গত ১৬ আগস্ট শনিবার দুপুরে মহানগর বিএনপির উদ্যোগে ফিলিস্তিনে নারী ও শিশুদের উপর ইসরাইলের নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে রাজশাহীতে কালো পতাকা মিছিল ও সমাবেশ করে বিএনপি। নগরীর ভুবনমোহন পার্ক থেকে বিােভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদণি করে। এতে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু। এর আগে ভুবনমহন পার্কে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহিদুন নাহার কাজি হেনা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বোয়ালিয়া থানা সভাপতি সাইদুর রহমান পিন্টু প্রমুখ।

দিনাজপুর সংবাদদাতা : গাজায় ফিলিস্তিনী জনগণের উপর ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ আগস্ট শনিবার দিনাজপুরে ২০ দলীয় জোটের প থেকে কালো পতাকা মিছিল শহর প্রদণি করে। জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টুর নেতৃত্বে ২০ দলীয় জোটের এ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জাামন উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক আকতারুজ্জাামন জুয়েল, প্রচার সম্পাদক ও জেলা তাঁতী দলের আহ্বায়ক মো. রেজাউল ইসলাম, জেলা যুব বিষয় সম্পাদক ও জেলা যুব দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, যুব দলের যুগ্ম-আহ্বায়ক মাসুদুল ইসলাম মাসুদ, সদস্য খায়রুল, শাহিন, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক সামসুজ্জামান চৌধুরী খোকা, জেলা জাগপার সভাপতি মুন্না চৌধুরী, সাধারণ সম্পাদক শাহজাহান খোকন, পৌর মহিলা দলের আহ্বায়িকা শাহিন সুলতানা বিউটি, শহর জামায়াত নেতা আকবর আলী, শিবিরের সহ-সেক্রেটারি আব্দুল কাইয়ুম প্রমুখ।

সাতীরা সংবাদদাতা : গাজায় ইসরাইলের বর্বোরচিত হামলার প্রতিবাদে সাতীরায় বিােভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতীরা জেলা বিএনপি’র উদ্যোগে কালো পতাকা হাতে নিয়ে শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে গত ১৬ আগস্ট শনিবার সকাল সাড়ে ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সভাপতিত্বে বিােভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা, কৃষক দলের সভাপতি আবু জাহিদ ডাবলু, যুবদল নেতা মুন্না প্রমুখ। বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের দালাল ইসরাইল কোনো কারণ ছাড়াই গাজায় বসবাসরত ফিলিস্তিনীদের উপর হামলা চালাচ্ছে। অবিলম্বে এ হামলা বন্ধ করা না হলে বিএনপি বৃহত্তর আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে। এর আগে শহরের মোজাহার পেট্রোল পাম্প থেকে কালো পতাকা হাতে একটি বিােভ মিছিল বের হয়ে শহরের আলাউদ্দিন চত্বরে এসে শেষ হয়।

গাইবান্ধা সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গাইবান্ধা জেলা ২০ দলীয় জোটের উদ্যোগে গত ১৬ আগস্ট শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি কালো পতাকা মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদণি করে। পরে জেলা বিএনপি কার্যালয় চত্বরে ২০ দলীয় জোটের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এডভোকেট মিজানুর রহমান মিজান, মমতাজুল ইসলাম খামারী, আব্দুল কাফি মণ্ডল, শাকিল ইসলাম পাপুল, আলমগীর সাদুল্যা দুদু, ডা. আব্দুল হামিদ, রফিকুল ইসলাম নয়া, এডভোকেট হানিফ বেলাল, আবুল কালাম আজাদ, শাহীন মাহমুদ, রফিকুল ইসলাম, সাজেদুর রহমান সাজু, বেলাল হোসেন ইউসুফ, বিপুল কুমার দাস, এডভোকেট শাহনেওয়াজ খান, এডভোকেট সোহেল, খান মো. কাওসার সুজন প্রমুখ।

নীলফামারী সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপি। গত ১৬ আগস্ট শনিবার দুপুরে জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সদস্য সচিব শামসুজ্জামান জামানের নেতৃত্বে শুরু করে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদণি করে ট্রাফিক মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব শামসুজ্জামান জামান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মীর সেলিম ফারুক, জাসাস কেন্দ্রীয় সদস্য মোস্তফা হক প্রধান বাচ্চু, ছাত্রদলের এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য প্রবীর গুহ রিন্টু প্রমুখ। জেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মীরা কালো পতাকা হাতে নিয়ে মিছিলে যোগ দেয়।

গাজীপুর সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল ও সামবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ আগস্ট শনিবার সকালে শহরের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদণি শেষে নগরীর শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার। বিএনপি নেতা আহমেদ আলী রুশদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা ডা. মাজহারুল আলম, কাজী মাহবুব-উল হক গোলাপ, সাখাওয়াত হোসেন সবুজ, হান্নান মিয়া হান্নু, জয়নাল আবেদীন তালুকদার প্রমুখ।

চুয়াডাঙ্গা (সদর) সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা ২০ দলের পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সামনে থেকে শুরু হয়ে চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে স্থানীয় সানডিয়ান হোটেলের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সানডিয়ান হোটেলের সামনে বিএনপি জেলা আহ্বায়ক ওহিদুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা শাখার আমীর আনোয়ারুল হক মালিক, বিএপি জেলা যুগ্ম-আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু, খন্দকার আব্দুর জব্বার সোনা, জামায়াতের চুয়াডাঙ্গা জেলাসহ সেক্রেটারি রুহুল আমীন, বিএনপি যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক মজু। বক্তাগণ নিরপরাধ ফিলিস্তিনীদের হত্যা বন্ধের জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।

মৌলভীবাজার সংবাদদাতা : ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলি হামলা ও গণহত্যার এবং আওয়ামী লীগের দুঃশাসন ও গণমাধ্যমের কণ্ঠ রোধের প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে কালো পতাকা ও বিােভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ আগস্ট শনিবার দুপুর সাড়ে বারটার দিকে মৌলভীবাজার পৌরসভার সামনে থেকে এ বিােভ মিছিলটি শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদণি করে শাহ মোস্তফা গার্ডেন সিটির সামনে এসে এক সংপ্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর থানা বিএনপির আহ্বায়ক মৌলবী আব্দুল ওয়ালির সভাপতিত্বে সংপ্তি সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এম নাসের রহমান। এডভোকেট মুজিবুর রহমান মুজিব, মো. ইউছুব আলী, এম এ মুকিত, এডভোকেট আনোয়ার আক্তার শিউলি, আতিকুল ওয়াহেদ, এডভোকেট ফারুক আহমেদ প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের উদ্যোগে গত ১৬ আগস্ট শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় বিােভ মিছিল ও সমাবেশ হয়েছে। সকাল সাড়ে ১১টায় শহরের জেলা পরিষদ মার্কেট এলাকা থেকে বিােভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে প্রেস কাবের সামনে সমাবেশ করে। জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান এডভোকেট হারুন আল রশিদ, যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়াকুব আলী, জেলা যুবদল আহ্বায়ক মনির হোসেন প্রমুখ।

 à¦šà¦¾à¦à¦ªà¦¾à¦‡à¦¨à¦¬à¦¾à¦¬à¦—ঞ্জ সংবাদদাতা : গাজা ও ফিলিস্তিনী জনগণের উপর ইসরাইলিদের বর্বর হামলাসহ গণহত্যার প্রতিবাদে গত ১৬ আগস্ট শনিবার চাঁপাইনবাবগঞ্জে থানা ও পৌর বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় পাঠানপাড়ার দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে শহীদ সাটু হল এলাকায় এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মো. শামসুল হক, থানা বিএনপির সভাপতি তসিকুল ইসলাম তসি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ময়েজ উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গাজায় ফিলিস্তিনীদের উপর বর্বরোচিত বিশ্ব মানবতার শত্রু মার্কিন মদদপুষ্ট ইসরাইলিদের হামলা, আগ্রাসন ও গণহত্যা বন্ধ করতে হবে। এছাড়াও ইসরাইলিদের সকল পণ্য বর্জনের ঘোষণা দেন বক্তারা।

নারায়ণগঞ্জ সংবাদদাতা : ২০ দলীয় জোটের দেশব্যাপী কালো পতাকা মিছিলের অংশ হিসেবে গত ১৬ আগস্ট নারায়ণগঞ্জ শহর ও বন্দরে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় ২০ দলীয় জোটের জেলা আহ্বায়ক এডভোকেট তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে মিছিলে অংশ নেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুমিনুল হক, বিএনপির নারায়ণগঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুবদলের শহর শাখা আহ্বায়ক কাউন্সিলর মাকসুদুল আলম মুকাররমসহ আরো অনেকে। পরে মিছিলটি ২নং রেল গেট হয়ে চাষাড়া রেল চত্বর হয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। অপর দিকে একই সময় বন্দর হবীগঞ্জ এলাকা থেকে একটি কালো পতাকা মিছিল শুরু হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। এসময় মিছিলের নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি এডভোকেট আবুল কালাম, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম ভূঁইয়া, কাউন্সিলর আবদুল হান্নান সরকারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

ময়মনসিংহ সংবাদদাতা : গাজায় বর্বর ইসরাইলি হামলা ও নারী-শিশুসহ সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে ময়মনসিংহ শহরে কালো পতাকা মিছিল করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গত ১৬ আগস্ট শনিবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে শহরের হরিকিশোর রায় রোডে দলীয় কার্যালয় থেকে কালো পতাকা মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংপ্তি সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা সেক্রেটারি আব্দুল করিম, নগর বিএনপির সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, যুগ্ম-সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহমেদ বুলু, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহবুবুল আলমসহ যুবদল, শ্রমিক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে গাজায় ইসরাইলি হামলা বন্ধ করার আহ্বান জানান।

কুষ্টিয়া সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিল হয়েছে। গত ১৬ আগস্ট শনিবার সকালে মিছিলটি কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিণ করে বড় বাজার রেল গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি জেলা ২০ দলীয় জোটের আহ্বায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি জোটের যুগ্ম-আহ্বায়ক অধ্য সোহরাব উদ্দিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি আহসান হাবিব লিংকন, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর ও জোটের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, সিনিয়র যুগ্ম-সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, যুগ্ম-সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, এসএম ওমর ফারুক, সদর উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুমারখালী সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম আনসার প্রামাণিক, সদর থানা জামায়াতের আমীর মোহাম্মাদ আলী প্রমুখ।

ফেনী সংবাদদাতা : কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ আগস্ট শনিবার বিকালে ফেনীতে কালো পতাকা মিছিল বের করে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের ও জেলা জামায়াতে ইসলামীর আমীর একেএম নাজেম ওসমানী। অগ্রভাগে ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি একেএম সামছুদ্দীন, শহর আমীর মুফতি আবদুল হান্নান ও সেক্রেটারি আনম আবদুর রহিম, জেলা ছাত্রদলের সভাপতি নঈম উল্যাহ চৌধুরী বরাত ও সেক্রেটারি এস এম সালাহ উদ্দিন মামুন, ছাত্রশিবিরের শহর সভাপতি তারেক মাহমুদ ও সেক্রেটারি মঈনুল ইসলাম যোবায়ের, ছাত্রশিবিরের জেলা সভাপতি জাহিদ হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েল প্রমুখ। মিছিলটি শহরের এসএসকে রোডের সমবায় সুপার মার্কেটের সামনে থেকে বের হয়ে ট্রাংক রোডের খেজুর চত্বর প্রদণি করে এসএসকে রোডে এসে শেষ হয়।

জয়পুরহাট সংবাদদাতা : ফিলিস্তিনের গাজায় ইসরাইল বাহিনীর বর্বর হামলা ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে গত ১৬ আগস্ট শনিবার জয়পুরহাটে ২০ দলীয় জোট বিােভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে শহরের জিরো পয়েন্ট ট্রাফিক আইল্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি এবং ২০ দলীয় জোটের আহ্বায়ক মোজাহার আলী প্রধান, সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, জেলা জামায়াতের নায়েবের আমীর আতাউর রহমান, জেলা রাজনৈতিক সেক্রেটারি এডভোকেট মামুনুর রশিদ, শহর জামায়াতের আমীর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, বিএনপি নেতা অধ্য আলী হাসান মুক্তা প্রমুখ। বক্তারা অবিলম্বে এই গণহত্যা ও র্ব্বরোচিত হামলা বন্ধের জন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে দাবি জানান।

নোয়াখালী সংবাদদাতা : গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর গণহত্যা হামলার প্রতিবাদে নোয়াখালীতে কালো পতাকা মিছিল করে ২০ দলীয় জোট।

গত ১৬ আগস্ট শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে জেলা শহরের মাইজদী পৌরবাজার থেকে শুরু হয়ে পৌর ভবন ঘুরে আবার পৌর বাজারে গিয়ে শেষ হয়। এসময় ২০ দলীয় নেতাকর্মীরা কালো পতাকা দিয়ে গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর হামলার তীব্র প্রতিবাদ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী পৌর মেয়র ও জেলা বিএনপি সেক্রেটারি হারুনুর রশিদ আজাদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নিজাম উদ্দিন ফারুকী, জামায়াত নেতা এডভোকেট তাজুল ইসলাম, জেলা জাসাস আহ্বায়ক লিয়াকত আলী, বিএনপি নেতা আবু নাছের, জাহাঙ্গীর আলম কালা, দেলোয়ার হোসেন, ভিপি জসিম, শহর শিবির সেক্রেটারি মাহবুবে এলাহিসহ ২০ দলীয় জেটের নেতাকর্মীরা।

রাজবাড়ী সংবাদদাতা : ১৬ আগস্ট বিকেল ৫টার সময় রাজবাড়ী জেলায় কালপতাকা মিছিলের আয়োজন করে ২০ দলীয় জোটের অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এই কালো পতাকা মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির নেতা ও সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম এ খালেক, পৌর বিএনপি নেতা আহসানুল করিম হিটু, সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান ও জামায়াতের সদর আমীর মওলানা সৈয়দ আহম্মেদ।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।