সংবাদ শিরোনামঃ

খুনিদের বিচার করতে হবে ** দেশে সঙ্কট আরো বাড়বে ** লাগামহীন লুটপাটের যোগান দিতেই সরকার দাম বাড়াচ্ছে ** ব্যাংকিং খাতে সীমাহীন লুটপাট ** গাজায় গণহত্যার দায়ে ইসরাইলের বিচার দাবিতে বিশ্ব জনমত গঠন করতে হবে ** বাংলাদেশে অদ্ভুত কাণ্ড শুরু হয়েছে ** প্রতি বছর দুর্ঘটনার সংখ্যা এবং এতে ক্ষতির পরিমাণ বাড়ছে ** গণতান্ত্রিক সরকার ছাড়া জনগণের জানমাল নিরাপদ নয় ** এ এক অসহায়ত্বের যুগ ** বাংলাদেশ : সম্ভাবনা ও চ্যালেঞ্জ ** নাটোরে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত ৩৪ ** পুলিশের গুলিতে পা হারাল সাজু ** তেঁতুলিয়ার টুপি কারখানার শ্রমিকরা মহাব্যস্ত ** ২৮ অক্টোবর : ইতিহাসের কালো অধ্যায় ** মানবতার কান্না ** ২৮ অক্টোবর ও তার বেনিফিশিয়ারি ** ২৮ আক্টোবর যেন ফিরে না আসে বার বার ** রক্তের তৃষ্ণা প্রবলতর হয়েছে **

ঢাকা, শুক্রবার, ৯ কার্তিক ১৪২১, ২৮ জিলহজ ১৪৩৫, ২৪ অক্টোবর ২০১৪

তেঁতুলিয়ার গ্রামীণ জনপদে তৈরিকৃত নিত্য নতুন ডিজাইনে উন্নত মানের টুপি

পঞ্চগড় সংবাদদাতা : তেঁতুলিয়ার তৈরি টুপি বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে কারখানার মালিকরা।  দেশের চাহিদা পূরণ করে বর্তমানে টুপি বিদেশে রফতানি হচ্ছে। এ বছর আল খাইয়্যাত ও সুচি শিল্প টুপি কারখানার কারিগররা মহাব্যস্ত হয়ে পড়েছে। বর্তমানে দিনরাত টুপি তৈরি করে যথেষ্ট মুনাফা অর্জন করেছে। 

তেঁতুলিয়ার গ্রামীণ জনপদে তৈরিকৃত নিত্য নতুন ডিজাইনে উন্নত মানের টুপি দেশে ও বিদেশে প্রচুর চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণের নিমিত্তে  পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার আজিজ নগর গ্রামের পাশে ১৯৯১ সালে মাথাফাটা গ্রামে প্রথম টুপি তৈরির একটি কারখানা গড়ে তুলেন অর্থনীতির সহকারী অধ্যাপক আব্দুর হান্নান। তারপর তিনি  ১৯৯৫ সাল থেকে বাণিজ্যিক ভিত্তিতে আল খাইয়্যাত নামে একটি টুপির কারখানায় টুপি তৈরির ব্যবসার কাজ শুরু করেন। তার উৎপাদিত টুপি দেশের সেরা টুপি হিসাবে সবার কাছে গ্রহণ যোগ্যতা লাভ করে। অত্যাধুনিক ডিজাইন ও রকমারী নকসা খচিত টুপি দেখে সবার হৃদয় মন ভরে যায়। শিল্প নৈপুণ্য কারু খচিত উন্নতমানের ও সৌন্দর্যে ভরা তেঁতুলিয়ার টুপির চাহিদা দেশের সর্বত্র বিদ্যমান। দেশের গণ্ডি পেরিয়ে তেতুলিয়ার টুপি এখন রফতানি হচ্ছে সৌদি আরব, মিসর, কুয়েত, ইন্দোনেশিয়া, তাজাকিস্তান, পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে। সর্বপ্রথম আল-খাইয়্যাত নামের একটি কারখানা গড়ে উঠলেও বর্তমানে তেঁতুলিয়া উপজেলায় প্রায় ১০ থেকে ১২টি টুপি কারখানা গড়ে উঠেছে। অবহেলিত একটি গ্রামে ১০/১২টি সুচি শিল্প টুপি কারখানা গড়ে ওঠায় অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এখানকার উৎপাদিত প্রতিটি টুপির মূল্য ভিন্ন রকম রয়েছে। সব চেযে কম দামের টুপির মুল্য ৬০ টাকা। এছাড়া ৮০ টাকা, ১২০ টাকা, ১৫০ টাকা, ২শ’ টাকা, ২শ’ ৫০ টাকা, ৩শ’ টাকা, ৩শ’ ৫০ টাকা এমন কি ৪শ’ ৫০ টাকা মূল্যের টুপিও রয়েছে। 

তাছাড়া টুপি মুসলমানদের জন্য একটি ধর্মীয় পোশাক। এ পোশাকের সম্মান মর্যাদা সবার কাছে সমান রয়েছে। সারা বিশ্বে ধর্মপ্রাণ মুসলমানরা ‘টুপি’কে সুন্নতি পোশাক হিসেবে গ্রহণ করে থাকে। কিন্তু টুপির গুরুত্ব থাকে দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজের সাথে। এমনিভাবে চাহিদা বেড়ে যায় ধর্মীয় উৎসব  শবেবরাত, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময়।

এসব কারখানায় বিভিন্নভাবে কাজ করছে এলাকার শিক্ষিত বেকার যুব-যুবতি ও কর্মহীন মানুষেরা। ফলে এলাকার বেকার সমস্যার সমাধানসহ অবসর সময়ে কাজের মাধ্যমে বাড়তি আয়ের পথ সুগম হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। আকস্মিকভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াসহ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি সরকারের আর্থিক সহায়তার অভাবে এই শিল্পটি বর্তমানে নানামুখী সমস্যায় পড়েছে।

এছাড়াও চায়না টুপির কারণে এ টুপির মান ও সুনাম ঠিক থাকলে তাদের সঙ্গে টিকে থাকা খুবেই কঠিন হয়ে পড়েছে।  গ্রামীণ অর্থনীতির মাইলফলক হিসেবে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তেঁতুলিয়ার প্রত্যন্ত এলাকার প্রান্তিক মানুষের জীবন-জীবিকার গতিপথ বদলে দিয়েছে। আল খাইয়্যাত টুপি কারখানার মালিক সহকারী অধ্যাপক আব্দুল হান্নান বলেন, বর্তমানে সব জিনিসের মুল্য বৃদ্ধি পেয়েছে। এমন কি শ্রমিকের মজুরি বেশি দিতে হচ্ছে। সব সমস্যা মিলে টুপি কারখানা ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি। 

টুপি তৈরির কারখানাগুলো গ্রামের দরিদ্র বেকার মানুষদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। দেশীয় এই শিল্পকে বাঁচিয়ে রাখাসহ এই টুপির ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে ক্ষুদ্র কুটির শিল্প বিকাশে সরকারের পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহযোগিতা সহজীকরণ সবার আগে প্রয়োজন বলে সচেতন মহল মনে করেন। আর এই পদক্ষেপ গ্রহণ করলে আয় হবে বৈদেশিক মুদ্রা এবং গ্রামের মানুষকে কাজের সন্ধানে শহরমুখী হতে হবে না।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।