সংবাদ শিরোনামঃ

‘কেষ্টা বেটাই চোর’ ** ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রসার ছাড়া অবক্ষয় রোধ সম্ভব নয় ** হুমকির মুখে আবাসন শিল্প ** ৫ শ’ প্রভাবশালী মুসলিমের তালিকায় হাসিনা, নিজামী, সাঈদী ও ইউনূস ** রিভিউ পিটিশন করবেন মুজাহিদ : প্রস্তুতির নির্দেশ ** সিরিয়া সঙ্কটের আশু সমাধান হচ্ছে কি? ** দলীয় সন্ত্রাসে বেসামাল সরকার ** প্রধানমন্ত্রীর বক্তব্যে মনে হচ্ছে দেশে তদন্তকারী সংস্থা ও কোনো তদন্তের প্রয়োজন নেই : বিএনপি ** খুন, গুম ও গণধর্ষণ সামাজিক বিপর্যয়ে দেশ ** দেশে রাজনীতির পরিবর্তে চলছে রাজচালাকি ** বৃহত্তর স্বার্থেই দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন ** অন্তর্ভুক্তিমূলক রাজনীতি : টেকসই গণতন্ত্রের পূর্বশর্ত ** মানবদেহে বায়ু ও রক্ত সঞ্চালনের ব্যবস্থার আবিষ্কারক বিজ্ঞানী ইবনুন নাফিস ** আদর্শ স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য ** শহর রক্ষা বাঁধের ব্লক সরে গিয়ে ভাঙন শুরু হয়েছে ** রংপুরে জাপানি নাগরিককে গুলি করে হত্যা ** মহাজোট সরকারের এমপির গুলিতে আহত শিশু সৌরভ **

ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪২২, ২৪ জিলহজ ১৪৩৬, ৯ অক্টোবর ২০১৫

ফেসবুকের প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করা যাবে ভিডিও

ফেসবুক প্রোফাইলের জন্য নতুন কিছু ফিচারের ঘোষণা দিয়েছে ফেসবুক। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রোফাইল পিকচারের পরিবর্তে এবার ব্যবহার করা যাবে প্রোফাইল ভিডিও। এর পাশাপাশি সেট করা যাবে নির্দিষ্ট সময়ের প্রোফাইল ছবি যা ওই সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে যাবে। টেম্পোরারি প্রোফাইল পিকচার নামের এ ফিচারটি সম্প্রতি প্রকাশিত হয়েছিল। ফেসবুকে প্রোফাইল ভিডিওর কথা বলা হলেও আদতে এটি হবে জিআইএফ ফরমেটের একটি ছবি। ভিডিও থেকে সহজেই এই লুপিং কিপ তৈরি করে নেয়া যাবে। এর পাশাপাশি সাময়িক সময়ের জন্য প্রোফাইল ছবি যুক্ত করার সুবিধা চালু হচ্ছে। এর ফলে কোনো বিশেষ উপলকে সামনে রেখে প্রোফাইল ছবি পরিবর্তনের পর একটি নির্দিষ্ট সময় পার হলেই সেটি পরিবর্তিত হয়ে যাবে। ফেসবুকের স্মার্টফোন অ্যাপের জন্য কিছু পরিবর্তন আনার কথা জানিয়েছে ফেসবুক। এর মধ্যে রয়েছে প্রোফাইল ছবি বাম দিকের পরিবর্তে মাঝামাঝি স্থানে থাকা। এ ছাড়া এখন প্রোফাইলের একদম উপরের দিকে দেখানোর জন্য আরও বাড়তি তথ্য যুক্ত করা যাবে যার মধ্যে আছে এক লাইনের বায়ো সেকশন, কর্মস্থলের তথ্য এবং পাঁচটি পর্যন্ত ফিচারড ছবি।

 

প্রতিদিন ডিম খেলে তি নেই

ওজনাধিক্য, রক্তে চর্বির আধিক্য এবং হৃদরোগ আছে এমন রোগীদের ডিম খেতে à¦®à¦¾à¦¨à¦¾Ñ à¦à¦®à¦¨à¦Ÿà¦¾à¦‡ ধারণা প্রচলিত। সম্প্রতি চিকিৎসকরা বলছেন, ডিমে প্রচুর আমিষ, ভিটামিন ডিসহ প্রায় ১১ ধরনের ভিটামিন ও খনিজ রয়েছে। একটি ডিমে আছে ৫ গ্রাম চর্বি, প্রায় পুরোটাই রয়েছে শুধু কুসুমে। এর মধ্যে সম্পৃক্ত বা তিকর চর্বির পরিমাণ দেড় গ্রাম। অপর দিকে ডিম একটি চমৎকার পুষ্টির উৎস, এর আমিষ সহজপাচ্য ও উপকারী, তাছাড়া ডিম ভিটামিন ও খনিজে পরিপূর্ণ। বিজ্ঞানীরা বলছেন, ডিম খাওয়া বাদ না দিয়ে বরং না বলুন উচ্চ ক্যালরিযুক্ত খাবারগুলোকে, যেমন কেক, পেস্ট্রি, চকলেট, ভাজা খাবার বা কোমল পানীয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব অস্ট্রেলিয়ার সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যারা সুষম খাদ্যাভ্যাসে অভ্যস্ত, তাদের সপ্তাহে ছয়টি ডিম খেলেও কোনো তি নেই।

 

পৃথিবীর বৃহত্তম গুহা

পৃথিবীর বৃহত্তম গুহার নাম ‘হাং সন ডুং’। ১৯৯১ সালে আবিষ্কৃত এ গুহাটির অবস্থান ভিয়েতনামে, লাওস ও ভিয়েতনামের সীমান্তে। প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ এ গুহার রয়েছে নিজস্ব নদী ও বন। গুহাটিতে বেশ কয়েকটি প্রকোষ্ঠ রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড়টির দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার, উচ্চতা ২০০ মিটার আর চওড়ায় ১৫০ মিটার। প্রায় ৩৬০ মিলিয়ন বছর আগে কার্বোনিফেরাস যুগে গুহাটি তৈরি হয়েছিল বলে ধারণা করা হয়। গুহাটির দেয়াল লাইমস্টোন বা চুনাপাথরের তৈরি। মেঝে থেকে ছাদ পর্যন্ত স্ট্যালাগমাইট নামক খনিজ জমা হয়ে গুহার ভেতরে অসংখ্য বড় বড় স্তম্ভ তৈরি করেছে। দেখে মনে হয় যেন এ স্তম্ভগুলোর জন্যই গুহাটি দাঁড়িয়ে আছে। এ গুহায় প্রবেশপথ মূলত দুটি। পৃথিবীর সবচেয়ে বড় এ গুহাটি স্বচে দেখতে চাইলে আগে থেকেই অনুমতি নিতে হয়। মূলত ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস ভ্রমণের জন্য নির্ধারিত সময়। কারণ পরে বৃষ্টির মওসুমে পানির পরিমাণ এতই বেড়ে যায়, তখন তা আর মানুষের গমনোপযোগী থাকে না।

 

৬ গিগাবাইট র‌্যামের স্মার্টফোন আসছে

৬ গিগাবাইট র‌্যামের স্মার্টফোন আনছে চীন। দেশটির স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান লিটিভি ‘ম্যাক্স ২’ নামের এই স্মার্টফোনটি বাজারে আনবে। ৬ গিগাবাইট র‌্যামের পাশাপাশি এতে থাকবে ৫ দশমিক ৭ ইঞ্চি ২ কে কোয়াড এইচডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট। এছাড়া এতে থাকবে ২৩ মেগাপিক্সেল ক্যামেরা। ৬ গিগাবাইট র‌্যামের জন্য এতে থাকবে ১ দশমিক ৫ গিগাবাইটের চারটি র‌্যাম মডিউল। ধারণা করা হচ্ছে বছরের শেষ দিকে ফোনটি বাজারে আসতে পারে। তবে স্মার্টফোনটির ব্যাপারে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি লিটিভি।

 

বিশ্বের প্রথম ড্রোনবন্দর তৈরি হচ্ছে রুয়ান্ডায়

বিশ্বের প্রথম ড্রোন বন্দর তৈরি হচ্ছে রুয়ান্ডায়। আফ্রিকান এই দেশটির প্রত্যন্ত পাহাড়ি এলাকায় দ্রুততম সময়ে রক্ত, ওষুধসহ গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি আদান প্রদানের জন্য এ ড্রোন বন্দর তৈরি করা হবে। এ ধরনের একটি ড্রোন বন্দর তৈরির প্রস্তাব দিয়েছেন ব্রিটিশ স্থাপত্যবিদ নরম্যান ফস্টার।

প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, এ বন্দর ব্যবহার করে কার্গো ড্রোন বিশেষ রুট ব্যবহার করে দরকারি সরঞ্জাম নির্দিষ্ট ল্য পৌঁছে দেবে। এ পরিকল্পনার অংশ হিসেবে তিনটি বিশেষ দালান তৈরি করা হবে যার নির্মাণকাজ ২০২০ সাল নাগাদ শেষ হবে। এই বন্দর থেকে রুয়ান্ডার প্রায় অর্ধেকটা জুড়ে প্রয়োজনীয় সরঞ্জাম আদান প্রদান করা যাবে। বন্দর ব্যবহার করে ৬০ মাইলের মধ্যে রক্ত এবং জীবন রাকারী সব উপাদান স্বল্প খরচে বহন করতে সম হবে ড্রোন।

উল্লেখ্য, ১৯৯৪ সালের ভয়াবহ গণহত্যার পর রুয়ান্ডা ধ্বংসাবশেষে পরিণত হয়। পরবর্তীতে প্রযুক্তির দ্রুত প্রসারে সরকার খুব দ্রুত সময়ে এ পরিস্থিতি কাটিয়ে ওঠে। মতাবান প্রেসিডেন্ট পাল কাগামি রাজধানী কিগালিকে বিনিয়োগকারী ও বহুজাতিক কোম্পানিগুলোর বিনিয়োগের কেন্দ্রস্থলে পরিণত করার ল্েয কাজ করে যাচ্ছেন।

 

সেলফি চামচ

বিশ্বজুড়েই চলছে সেলফি তোলার ধুম। ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে কেবল সেলফি আর সেলফি। সকাল থেকে রাত পর্যন্ত সব অবস্থাতেই সেলফি তুলে পোস্ট করতে পারলে তবেই আনন্দ। কিন্তু খাওয়ার সেলফি যদি দিতে চান তাহলে? খেতে খেতে সেলফি তোলা তো সম্ভব নয়! চিন্তার কোনো কারণ নেই। আপনি খাবেন আর সেলফিও উঠবে। আর সেই সেলফি তুলবে চামচ!

‘সিনামন টোস্ট ক্রাঞ্চ’ দিচ্ছে ‘সেলফি স্পুন’। ৩০ ইঞ্চি লম্বা এই চামচই আস্ত একটা সেলফি স্টিক। সেখানে ক্যামেরা লাগালেই খেতে খেতে তুলতে পারবেন সেলফি। স্টিকটি এতোটাই লম্বা যে আপনার খাওয়ায় কোনও বাধা আসবে না।  চামচটা যে কোনও দিকে ঘুরতে পারবে, ফলে যে কোনও অ্যাঙ্গেল থেকে উঠবে সেলফি। স্মার্টফোনে ব্লুটুথ অন করে সেলফি তুলুন এই চামচে। চামচে থাকবে দুটি সুইচ। একটি অন করলে ছবি চলে আসবে অ্যান্ড্রয়েড ফোনে। অপরটি ছবি লোড করবে আইফোনে। selfieSpoon.com এই ওয়েবসাইটে পাওয়া যাবে এই সেলফি চামচ।

 

আরো শক্তিশালী হচ্ছে ‘অপেরা’ ব্রাউজার

ইন্টারনেট দুনিয়ার অন্যতম জনপ্রিয় ‘অপেরা’ সফটওয়্যার নতুনরূপে ফিরছে। নতুন লুকের সঙ্গে পাওয়া যাবে নতুন স্বাদ। অপেরা মূলত যে সেবা দিতে চায়, এবার সেই চিত্রটি সত্যিকার অর্থে পরিষ্কার হয়ে উঠবে। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়, এবার অপেরা ব্র্যান্ডের একটা স্থায়ী চেহারা প্রয়োজন। ব্যবহারকারীরা যেন পরিপূর্ণ অভিজ্ঞতা পান তার ব্যবস্থা করা হয়েছে।

এ পরিকল্পনার আওতায় নতুন লোগো তৈরি হয়েছে। আগের মতোই ইংরেজি ‘ও’ বর্ণের লাল সংস্করণ করা হয়েছে এতে। এটা একটা পোর্টাল যার মাধ্যমে খুব দ্রুত ইন্টারনেটের সংযোগ পাওয়া যাবে। এবারের লোগোটা ত্রিমাত্রিক বর্ণতে বানানো হয়েছে। নতুন অপেরায় রয়েছে আরো বেশি মজা, আরো বেশি কনটেন্ট, আরো বেশি ডেটা সেভিংস এবং আরো বেশি বেশি অনেক কিছু। নতুন পরিকল্পনার মাধ্যমে অপেরা পরিবার আরো শক্তিশালী এবং বড় হচ্ছে। এর মাধ্যমে অপেরা কেবলমাত্র একটি সফটওয়্যার কম্পানিই থাকছে না।

বর্তমানে প্রতি মাসে ১০০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী অপেরা ব্যবহার করেন। নতুন ব্র্যান্ড অপেরার ইন-হাউজ ক্রিয়েটিভ টিম এবং দুটো স্বাধীন এজেন্সির মাধ্যমে পরিচালিত হবে। গ্লোবাল ব্র্যান্ড হিসেবে একে ছড়িয়ে দিতে যত কৌশলগত উপায় নিয়ে কাজ করবে ব্রিটেন-ভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিক্সনবাকসি’। আর ভিজ্যুয়াল আইডেন্টিটি নিয়ে কাজ করবে নরওয়ের প্রতিষ্ঠান ‘অ্যান্টি’। সূত্র : ইনডিপেনডেন্ট

 

ঘরে বসেই সিম রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ঘরে বসেই যে কেউ মোবাইলের সিম রেজিস্ট্রেশনের জন্য বিনামূল্যে হালনাগাদ করে নিতে পারবেন। প্রাথমিক অবস্থায় শুধু বাংলালিংকের গ্রাহকদের জন্য এ সুবিধা দেয়া হচ্ছে। বাংলালিংক তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তথ্য হাল নাগাদ করতে আবেদন করুন। সম্মানিত গ্রাহক, আপনার সংযোগের সঠিক নিবন্ধন মোবাইলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারে। এখন আপনিই আপনার সংযোগের তথ্যাদি সকল শর্তানুযায়ী সঠিকভাবে হাল নাগাদের জন্য আবেদন করতে পারবেন। তথ্য হাল নাগাদের জন্য আবেদন করতে আপনার মোবাইল নাম্বারটি প্রবেশ করুন এবং নির্দেশনা অনুসরণ করুন। কর্পোরেট ও এসএমই গ্রাহকদের জন্য নতুন করে তথ্য হাল নাগাদের প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন করবেন যেভাবে : প্রথমে http://goo.gl/WqZqeP এই ঠিকানায় গিয়ে নিজের মোবাইল নাম্বারটি লিখুন এবং নিচের নাম্বারটি টাইপ করে Next এ যান। এরপর মোবাইলে একটি কোড আসবে। ওই কোডটি দিয়ে সাবমিট করুন, তারপর নিজের নাম, জন্ম তারিখ, একটি ছবি, ভোটার আইডি কার্ড অথবা যে কোনো আইডি কার্ডের দুটি পার্ট সংযুক্ত করতে হবে। এরপর Save G click করে বেরিয়ে আসুন। সিম রেজিস্ট্রেশন চূড়ান্ত হলে পরে তা জানিয়ে দেওয়া হবে।

 

ভূমিকম্পের পূর্বাভাস দিবে অ্যাপ্স!

যেন ‘দেবতার গ্রাস’! তার সঙ্গে লড়বে কে? তা যে কখন কোথায় হবে, সেটাই তো আগেভাগে জানা যায় না। আধুনিক বিজ্ঞানও তার পূর্বাভাস দিতে পারে না। ফলে মাটি হঠাৎই থরথর করে কেঁপে ওঠে, হুড়মুড়িয়ে ঘর-বাড়ি ভেঙে পড়ে, চাপা পড়ে লাখ লাখ মানুষ। আগেভাগে আঁচ পেয়ে তারা পালাতে পারে না বলে। তাই ভূমিকম্পের অনিবার্য পরিণতি হয়ে দাঁড়ায় মৃত্যুর মিছিল। এবার কি সেই অনিবার্য পরিণতি থেকে কিছুটা রেহাই মেলার হাতিয়ার মানুষের হাতে আসে গেল? অন্তত মিনিটখানেক আগে কি এবার আমরা জানতে পারব, ভূমিকম্পে কখন আমাদের ঘর-বাড়ি থরথর করে কেঁপে উঠতে চলেছে?

হয়তো পারব। এই আশা জুগিয়েছে মেক্সিকোয় সদ্য-আবিষ্কৃত দু’টি মোবাইল-অ্যাপ্স-‘স্কাইঅ্যালার্ট’ ও ‘অ্যালার্টা সিসমিকা ডিএফ’। এই দু’টি অ্যাপস দেড়-দু’হাজার কিলোমিটারের মধ্যে থাকা সব স্মার্টফোনেই ‘সিগন্যাল’ পাঠিয়ে দেবে ব্রডব্যান্ডের মাধ্যমে। ভূকম্পন যদি প্রথম অনুভূত হয় এমনকি হাজার দু’য়েক কিলোমিটার দূরের কোনো জায়গাতেও, তাহলেও বড়জোর দু’সেকেন্ড সময় লাগবে ওই অ্যাপের। ওই দু’সেকেন্ডের মধ্যেই দু’হাজার কিলোমিটার দূরে বসেও জানা যাবে আর মিনিটখানেকের মধ্যে আমার-আপনার ঘর-বাড়ি ভূকম্পণে দুলে উঠবে কি না।

সেই ‘সিগন্যাল’টা কেমন হবে? আমার-আপনার মোবাইলে আসবে একটি ‘অ্যালার্ট-কল’। যাতে শুনবেন ‘শিগগিরই ভূমিকম্প হতে পারে’। তার পর মোবাইলে আসবে একটি ‘টেক্সট মেসেজ’। তাতে জানিয়ে দেওয়া হবে আসন্ন ভূকম্পণের মাত্রা কতটা। তা দুর্বল না শক্তিশালী। সম্প্রতি এই দু’টি মোবাইল-অ্যাপ্স চালু হয়েছে মেক্সিকোয়। কিন্তু এরই মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে ওই দু’টি অ্যাপ্স। ৩০ লাখেরও বেশি মানুষ ওই দু’টি অ্যাপ্স এখন ব্যবহার করছেন।

 

জিন টেস্টে জানা যাবে সুস্থতার সম্ভাবনা

মানব দেহের বহু সমস্যার মূলে রয়েছে জিনগত সমস্যা। তাই জিন পরীক্ষার মাধ্যমে জানা সম্ভব আপনার বড় কোনো রোগের সম্ভাবনা রয়েছে কি না কিংবা বৃদ্ধ বয়সে আপনার কেমন শারীরিক সমস্যা হতে পারে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আইএএনএস।

জিন টেস্টের মাধ্যমে মানবদেহের ‘ডিএনএ ইনফ্রাস্ট্যাকচার’ স্ক্যান করা হয়। এতে জানা যায়, বংশগতভাবে প্রাপ্ত জেনেটিক সমস্যাগুলোর বিস্তারিত। সম্প্রতি এ বিষয়ে পরীক্ষা শুরু হয়েছে, যা থেকে তরুণরাও তাদের বৃদ্ধ বয়সের সম্ভাব্য সমস্যাগুলো জানতে পারছেন।

জিন টেস্টের মাধ্যমে জেনে নিন আপনার সুস্থতার সম্ভাবনা। জিন পরীক্ষার মাধ্যমে শারীরিক সমস্যাগুলো চিহ্নিত করা স্বাস্থ্য খাতে নতুন দিগন্তের উন্মোচন ঘটাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ভারতের নয়াদিল্লির ম্যাক্স হসপিটালের কনসালট্যান্ট ড. অমিত ভার্মা বলেন, ‘জেনেটিক ইতিবাচক কিংবা নেতিবাচক চিহ্নের জ্ঞান পরবর্তীতে অনাকাক্সিত নানা বিষয়গুলো সামলাতে চিকিৎসকদের সুবিধা করে দেবে।’

জেনেটিক পরীক্ষার বিষয়টি মেডিকেল বিদ্যায় নতুন একটি ধারণা। তবে সম্প্রতি বিষয়টি অনেকদূর অগ্রগতি হয়েছে। এ পরীক্ষার ফলাফল দেখে চিকিৎসকরা রোগীদের বিষয়ে সতর্ক হয়ে যেতে পারেন। এক্ষেত্রে কোন ধরনের ওষুধ প্রয়োগ করা হবে, কোন ধরনের স্বাস্থ্যগত সমস্যা হতে পারে তা আগেভাগেই নিরাময় সম্ভব।

এ বিষয়ে ভারতের পুনেভিত্তিক জিনি ডায়াগনস্টিকস ফার্ম জিনসাপোর্ট-এর সিইও ড. অ্যামোল রাউট বলেন, ‘ক্যান্সার, বিপাক ক্রিয়া সমস্যা, জন্মগত সমস্যা, জীবনযাপন ও অন্য সমস্যাগুলো জিন পরীক্ষার মাধ্যমে স্ক্যান করা সম্ভব। এতে জিনের হারানো সূত্রগুলো নির্ণয় করা যায় যে, কোন তথ্যগুলো জিনে পর্যাপ্ত নেই।’

একজন ব্যক্তি সাধারণত জন্মগ্রহণ করে বিভিন্ন জিনগত তথ্য নিয়ে। জিন পরীক্ষায় এ তথ্যগুলোই অনুসন্ধান করা হয়। এতে বিভিন্ন স্বাস্থ্যগত ঝুঁকি অনুসন্ধান ও পরবর্তীতে তা অনুযায়ী চিকিৎসা করতে সুবিধা হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

 

শ্বাসকষ্ট প্রতিরোধ করতে পারে ব্যাকটেরিয়া

ব্যাকটেরিয়া যে শুধু জনস্বাস্থ্যের তি করে এমন ধারণা থেকে বের হয়ে আসার সময় এসেছে এবার। সম্প্রতি গবেষকরা ব্যাকটেরিয়া শ্বাসকষ্ট প্রতিরোধ করে এমন ধারণার স্বপে প্রমাণ পেয়েছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।

গবেষকরা জানিয়েছেন, ছোট থাকতেই ভালো ব্যাকটেরিয়ার সংস্পর্শে শিশুর শ্বাসকষ্ট প্রতিরোধ মতা গড়ে উঠতে পারে। এ গবেষণায় মানুষের দেহে বাসা বাধা বহু ধরনের ব্যাকটেরিয়া নিয়ে অনুসন্ধান চালানো হয়। তারা জানান, অ্যালার্জি ও শ্বাসকষ্ট প্রতিরোধে ‘সঠিক সময়ে সঠিক জীবাণু’ সবচেয়ে ভালো উপায়।

মানুষের দেহে বহু ধরনের ব্যাকটেরিয়া থাকে। গবেষকরা জানান, দেহে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ও ভাইরাস থাকে এবং তা দেহের বহু কাজে প্রয়োজন হয়।

গবেষকরা শ্বাসকষ্টের জন্য ঝুঁকিপূর্ণ ৩১৯ শিশুকে পরীক্ষা করে দেখেন, তাদের দেহে চার ধরনের ব্যাকটেরিয়া নেই।

ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া ও ভ্যাঙ্কুভারের চিলড্রেন্স হসপিটালে এ গবেষণাটি করা হয়। এ জন্য শিশুদের দেহের জীবাণু পর্যবেণ করা হয়। পাশাপাশি তাদের শ্বাসকষ্টের প্রবণতাও অনুসন্ধান করা হয়।

এতে দেখা যায়, দেহে চার ধরনের ব্যাকটেরিয়া (Faecalibacterium, Lachnospira, Veillonella, Rothia) অনুপস্থিতি রয়েছে যেসব তিন মাস থেকে এক বছর বয়সী শিশুর, তিন বছর বয়সে তাদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের প্রবণতা দেখা যায়।

এ বিষয়ে গবেষকদের একজন ড. স্টুয়ার্ট টার্ভি বলেন, ‘আমাদের দীর্ঘমেয়াদি ল্য হলো ছোট শিশুদের দেহে অনুপস্থিত এ ব্যাকটেরিয়া প্রয়োগ করে দেখা যে, এটি তাদের দেহে শ্বাসকষ্ট প্রতিরোধ করতে পারে কি না।’

তবে এখনই এ পরীক্ষা চালানো হবে না বলেও জানান তিনি। এ পরীক্ষার আগে ব্যাকটেরিয়াগুলোর বিষয়ে যথাযথ পরীক্ষা-নিরীক্ষাও করা প্রয়োজন।

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।