সংবাদ শিরোনামঃ

মুজাহিদ ও সালাউদ্দিনের শাহাদাত ** মুজাহিদের বিরুদ্ধে সরকারের করা মামলার ইতিহাস ** দুই জাতীয় নেতাকে বিতর্কিত করার অপচেষ্টা ** অপরাজিত শহীদ মুজাহিদ পরাজিত সরকার ** শহীদ মুজাহিদের কবরের পাশে অশ্রুভেজা জনতার ঢল ** প্রতিহিংসা চরিতার্থে মুজাহিদকে নির্মমভাবে হত্যা করেছে সরকার ** মুজাহিদ ও সালাউদ্দিন মার্সি পিটিশন করেননি ** মুজাহিদকে হত্যার প্রতিবাদে দেশব্যাপী হরতাল পালিত ** বিরোধী নেতাদের ফাঁসি রাজনৈতিক বিভাজন বাড়াবে ** আওয়ামী লীগকে অবশ্যই জবাবদিহি করতে হবে ** একজন নির্দোষ মানুষকে হত্যার বিচার আল্লাহ করবেন ** দেশকে এগিয়ে নিতে প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে ** ধাওয়া-খাওয়াদের খবর ** নতুন উদ্যোক্তা গড়ায় পিছিয়ে বাংলাদেশ ** শহীদ মুজাহিদের রক্ত এদেশের মাটিকে ইসলামী আন্দোলনের জন্য উর্বর করবে ** প্রতিহিংসা ও ষড়যন্ত্রের শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন মুজাহিদ ** শাহাদাতের মৃত্যু গৌরবের **

ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ন ১৪২২, ১৪ সফর ১৪৩৭, ২৭ নভেম্বর ২০১৫

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের বিনিয়োগচিত্র মোটেও সুখকর নয়। কয়েক বছর ধরেই দেশে বেসরকারি খাতের বিনিয়োগ মোটামুটি এক জায়গায় স্থির হয়ে আছে। সেমিনার-আলোচনা সভায় ব্যবসায়ীরা নিয়মিতই বলে আসছেন নানা সমস্যার কারণে তাঁরা তাঁদের ব্যবসা বাড়াতে পারছেন না, নতুন উদ্যোক্তারাও শিল্প গড়তে আগ্রহ পাচ্ছেন না।

কোনো দেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে হলে উদ্যোক্তা বাড়ানোর কোনো বিকল্প নেই। কিন্তু নতুন উদ্যোক্তা গড়ার েেত্র বাংলাদেশ বেশ পিছিয়ে আছে।

সম্প্রতি ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (জিইডিআই) যে বৈশ্বিক উদ্যোক্তা সূচক-২০১৬ প্রকাশ করেছে তাতে তলানিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। যদিও এই সূচকে বাংলাদেশ গত বছরের চেয়ে পাঁচ ধাপ এগিয়েছে।

উদ্যোক্তা সূচক বলছে, বিশ্বের ১৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৫তম। এই সূচকে বাংলাদেশ ১০০ নম্বরের মধ্যে পেয়েছে ১৫ দশমিক ২। তবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১টি দেশের মধ্যে বাংলাদেশ সর্বশেষ অবস্থানে রয়েছে।

আরও হতাশাজনক হলো উদ্যোক্তা সূচকে বাংলাদেশ আছে উগান্ডা (১২৩তম), বেনিন (১২৪তম), বুরকিনা ফাসো (১২৬তম), মাদাগাস্কার (১২৭তম), সিয়েরা লিয়ন (১২৮তম), মৌরিতানিয়া (১২৯তম), মালাউই (১৩০তম), বুরুণ্ডি (১৩১তম) এবং চাঁদের (১৩২তম) মতো দেশের সঙ্গে একই কাতারে। প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ৯৮তম এবং পাকিস্তান আছে ১০৯-এ।

প্রতিবেদনে বাংলাদেশকে নিয়ে আলাদা থাকলেও কেন এ দেশ এতটা পিছিয়ে সে বিষয়ে কিছু বলা হয়নি। তবে প্রতিবেদনের কয়েক জায়গায় বাংলাদেশের প্রসঙ্গ এসেছে। তাতে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের মতো কয়েকটি দেশে উদ্যোক্তারা উঠতে পারেন না আমলাতান্ত্রিক লালফিতার দৌরাত্ম্যে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যথেষ্ট শক্তিশালী নয় বলেই উদ্যোক্তাও গড়ে উঠছে না।

এই প্রতিবেদনের বিষয়ে ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ বলেন, ‘উদ্যোক্তা সূচকে ১৩২টি দেশের মধ্যে বাংলাদেশ যে ১২৫তম সেটা খুবই উদ্বেগজনক। তবে নতুন উদ্যোক্তা যে দেশে একদমই হচ্ছে না সেটাও আমি মানতে পারছি না। কিন্তু যে গতিতে উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে তার গতিটা বাড়াতে হবে। এ জন্য সরকার ও বেসরকারি খাত মিলিয়ে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।’

উদ্যোক্তা সূচকটি তৈরি করা হয়েছে ঝুঁকি মোকাবেলা, পণ্য উদ্ভাবন, নতুন ব্যবসা শুরু করার দতা, মানবসম্পদ, উচ্চ প্রবৃদ্ধি, ঝুঁকি মূলধন (রিস্ক ক্যাপিটাল), নতুন প্রযুক্তি ব্যবহার, প্রতিযোগিতা, সুযোগ কাজে লাগানোর মতো ১৪টি েেত্র সমতা বিবেচনায় নিয়ে। আর এসব সমতাকে তিনটি বিভাগের আওতায় ফেলা হয়েছে। এগুলো হলো, উদ্যোক্তার মনোভাব, উদ্যোক্তার দতা এবং উদ্যোক্তার আকাক্সা। এর মধ্যে বাংলাদেশ উদ্যোক্তার মনোভাবে ১৪ দশমিক ৬, দতায় ২১ এবং আকাক্সায় ১০ নম্বর পেয়েছে (১০০ এর মধ্যে)।

প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর বড় সমস্যা হলো উদ্যোক্তার মনোভাবে। বাকি দুটো েেত্র এ অঞ্চলের দেশগুলোর অবস্থান মোটামুটি কাছাকাছি। এ জন্য এসব দেশের প্রাতিষ্ঠানিক ও নিয়ন্ত্রণ পরিবেশ উদ্যোক্তাবান্ধব করার প্রস্তাব করা হয়েছে।

উদ্যোক্তা সূচকটি তৈরির সময় সাম্প্রতিক কয়েকটি বৈশ্বিক প্রতিবেদনও বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে ডুইং বিজনেস প্রতিবেদন ২০১৪, যেখানে বাংলাদেশ ১৮৯টি দেশের মধ্যে ছিল ১৭৩তম; বৈশ্বিক প্রতিযোগিতা সমতা প্রতিবেদন ২০১৪-১৫, যেখানে ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল ১০৯-এ; আর অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০১৪, যেখানে ১৭৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩১।

প্রতিবেদনে বাংলাদেশ, লাওস ও কম্বোডিয়াকে দুর্বল দেশ উল্লেখ করে এসব দেশে মানবসম্পদ উন্নয়ন ও ভৌত অবকাঠামো জোরদারে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে নতুন উদ্যোক্তা আরও বেরিয়ে আসবে।

উন্নত দেশগুলোই উদ্যোক্তা সূচকে এগিয়ে আছে। ১ নম্বর অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। এরপরে আছে পর্যায়ক্রমে কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সুইডেন, তাইওয়ান, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও ফ্রান্স।

বৈশ্বিক উদ্যোক্তা সূচক

 * ১৩২টি দেশের মধ্যে বাংলাদেশ ১২৫তম। গত বছরের চেয়ে এগিয়েছে ৫ ধাপ। * এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশ সবার নিচে। * বাংলাদেশ অবস্থান করছে উগান্ডা, বুরকিনা ফাসো, মাদাগাস্কার, সিয়েরা লিওনের মতো দেশের কাতারে। * বাংলাদেশে উদ্যোক্তারা উঠতে পারেন না আমলাতান্ত্রিক লাল ফিতার দৌরাত্ম্যে। * মানবসম্পদ ও ভৌত অবকাঠামো উন্নয়নে মনোযোগী হওয়ার পরামর্শ।  * সূচকে শীর্ষে থাকা পাঁচ দেশ হলো যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক ও সুইডেন।

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।