সংবাদ শিরোনামঃ

জাতীয় ঐক্য! ** ন্যায়ের পক্ষে তুরস্ক সাথে আছে মজলুমের দোয়া : জাতির উদ্দেশ্যে এরদোগান ** সন্ত্রাস ও হতাশাগ্রস্ত যুব সমাজ ** জাতীয় দায়িত্ববোধ থেকে ঐক্যের ডাক দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল ** জঙ্গিবাদী কার্ড ও ক্ষমতাসীনদের রাজত্বের মেয়াদ ** সুন্দরবন বাঁচিয়ে বিদ্যুৎ চায় জনগণ ** দলীয় সরকারের অধীনেই আগাম নির্বাচন! ** যারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত তারা ইসলাম ও মানবতার দুশমন ** টার্গেট না থাকায় কর্মসূচিতে স্থবিরতা ** পার্শ্ববর্তী দেশ পানি দিলে আমাদের নদীগুলো ভেসে যায়, না দিলে শুকিয়ে যায় ** জঙ্গিবাদ : মুসলমানরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার ** দল মত নির্বিশেষে বন্যার্তদের পাশে দাঁড়ান ** বন্যায় ভাসছে দেশ, খবর নেই তেনাদের ** ইসলাম শান্তি ও নিরাপত্তার ধর্ম ** আইবিসিএফ এর সভা ** বন্যায় ভাসছে শাহজাদপুর॥ পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ ** কুষ্টিয়ায় আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কার্যক্রম ** হরিপুরে গ্রামীণ রাস্তার বেহাল দশা ** সত্যের সৈনিক মুজাদ্দিদে আলফেসানী **

ঢাকা, শুক্রবার, ২১ শ্রাবণ ১৪২৩, ১ জিলকদ ১৪৩৭, ৫ আগস্ট ২০১৬

সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে মানববন্ধন

যারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত তারা ইসলাম ও মানবতার দুশমন

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গত ১ আগস্ট সোমবার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার মানববন্ধন ও প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার : সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সারাদেশে একযোগে সব বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত ১ আগস্ট সোমবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদরাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন। হাতে হাত রেখে সকলে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যারা জঙ্গিবাদের সাথে সম্পর্কিত তারা ইসলাম, মানবতা, দেশ ও স্বাধীনতা-সার্বভৌমত্বের দুশমন। কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে জঙ্গি তৎপরতা পেলেই আমরা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবো।গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার মাসপূর্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। ইউজিসির নির্দেশনা অনুসারে, সারা দেশের ১৩১ সরকারি- বেসরকারি বিশ্ববিদ্যালয়, ২০৫ ফাজিল-কামিল মাদরাসা, ২২ শতাধিক বিভিন্ন পর্যায়ের কলেজে একযোগে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে শিক্ষামন্ত্রী বলেন, দেশের কোনও শিক্ষা প্রতিষ্ঠানকে জঙ্গিবাদ ইস্যুতে ছাড় দেওয়া হবে না। এই ইস্যুতে আমরা জিরো টলারেন্স ভূমিকায় রয়েছি। কেউ পার পাবে না। বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর উদ্দেশে তিনি বলেন, যারা আইন মানবে না তারা টিকেও থাকবে না। আইন না মানলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেব। দারুল ইহসান আইন মানেনি, বন্ধ করে দিয়েছি। দেশের সব অবৈধ আউটার ক্যাম্পাসও বন্ধ করে দিয়েছি। শিক্ষক অভিভাবকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আপনার সন্তান কোথায় কখন যাচ্ছে খেয়াল করুন। তারা যেন বিপথে না যায় সেটা দেখার দায়িত্ব আপনার। à¦¢à¦¾à¦¬à¦¿à¦¤à§‡ জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন : বিশ্ববিদ্যালয় রিপোর্টার জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ঘোষণা অনুযায়ী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারী সমিতির সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আয়োজিত এই মানববন্ধন ছড়িয়ে পড়েছিল ক্যাম্পাসের নীলক্ষেত, অপরাজেয় বাংলা এবং রাজু ভাস্কর্য হয়ে দোয়েল চত্বর পর্যন্ত। এর আগেও গত ২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ক্যাম্পাসে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। à¦—ত ১ আগস্ট সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমেদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. আখতারুজ্জামান, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্যসহ সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী ছাত্র-ছাত্রীরা। à¦¤à¦¾’মীরুল মিল্লাত কামিল মাদরাসা : তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের সভাপতিত্বে মাদরাসার টঙ্গী ক্যাম্পাসে সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন গাজীপুরের সহকারী পুলিশ সুপার মো. সোনহার আলী, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সফিক উল্যাহ আল মাদানী, মুহাদ্দিস মাওলানা মিজানুর রহমান। ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন মো. আসাদুল্লাহ, মনির হোসাইন।  à¦¸à¦­à¦¾à¦ªà¦¤à¦¿à¦° বক্তব্যে মাওলানা যাইনুল আবেদীন বলেন, জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। যারা জঙ্গিবাদের সাথে সর্ম্পকিত তারা ইসলাম, মানবতা, দেশ ও স্বাধীনতা-সার্বভৌমত্বের দুশমন। দলমত নির্বিশেষে সকল স্তরের জনমানুষকে ঐক্যবদ্ধভাবে এর মোকাবেলা করে ঈমান, ইসলাম ও স্বাধীনতার হেফাজত করার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, আজকে যারা জঙ্গিবাদের সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা ইহুদিবাদী চক্রান্তের শিকার। এদের কবল থেকে জাতিকে উদ্ধার করা সকলের ঈমানী দায়িত্ব। আলোচনা সভা শেষে ঢাকা-ময়মনসিংহ সড়কে সকাল ১১টায় অধ্যক্ষের নেতৃত্বে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়। à¦ দিকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও মাদরাসা বোর্ডের আহ্বানে সারাদেশে একযোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের দাবিতে মানববন্ধন পালনের অংশ হিসেবে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকার উদ্যোগে মিরহাজীরবাগ প্রধান সড়কে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন ফেস্টুন, প্লা-কার্ড ও ব্যানার নিয়ে হাজার হাজার ছাত্র ও শিক্ষকের উপস্থিতিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। à¦¤à¦¾à¦¨à¦¯à§€à¦®à§à¦² উম্মাহ ক্যাডেট মাদরাসা : তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদরাসার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন পালিত হয়েছে। গত ১ আগস্ট বেলা ১১টায় রাজধানীর উত্তরায় মাদরাসার সর্বস্তরের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে এ মানববন্ধন পালিত হয়। এতে বক্তব্য রাখেন মাদরাসার প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের সঠিক শিক্ষা ও নির্দেশনা সকলের মাঝে ছড়িয়ে দেয়ার প্রতি গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজের সকল শ্রেণির মানুষকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীরাও নিজেদেরকে ও সমাজকে জঙ্গিবাদ থেকে মুক্ত রাখার শপথ গ্রহণ করে। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন এইচ এম আব্দুল্লাহ মামুন, লোকমান হোসাইনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।