সংবাদ শিরোনামঃ

দেশকে চরম সংঘাতের মুখে ঠেলে দেবেন না, নির্বাচন বিষয়ে উচ্চ আদালতের রায় মেনে নিন ** বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস'ার বিস-ৃত নেটওয়ার্ক ** আফগান সমস্যার সমাধানে প্রয়োজন অভ্যন্তরীণ ঐক্য ও শক্তিশালী নেতৃত্ব ** ভারত আ’লীগকে ‘তালাক’ দিচ্ছে ** সরকার ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে অশান- করে তুলেছে ** আন-র্জাতিক মাতৃভাষা দিবস ** লাগে টাকা দেবে গৌরীসেন! ** সংবাদপত্রের পাতা থেকে ** রাসূলই (সা.) আমাদের আদর্শ ** ঝালকাঠিতে ডাক্তার ছাড়পত্র ছাড়াই চলছে ক্লিনিক ব্যবসা ** কাব্যে অলঙ্কারের কারুকাজ ** বিদেশি ভাষা শিখতে গিয়ে মাতৃভাষার প্রতি অবহেলা দুঃখজনক ** ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য-সমিতি’র শতবর্ষ পূর্তি **

ঢাকা শুক্রবার ৫ ফাল্গুন ১৪১৮, ২৪ রবিউল আউয়াল ১৪৩৩, ১৭ ফেব্রুয়ারি ২০১২

মো. কবির হোসেন
ভালোবাসা একটি মানবীয় গুণ যা ধারালো অস্ত্রের সাথে তুলনা করা যায়। অস্ত্রশক্তি দিয়ে শত্রুকে বধ করা যায় কিন' তার মন জয় করা যায় না। অথচ ভালোবাসা দিয়ে চিরশত্রুকেই পরম বন্ধুত্বে পরিণত করা যায়। এর উজ্জ্বল প্রমাণ স'াপন করে গেছেন বিশ্ব মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, মহামানব ও মহান পুরুষ, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি ভালোবাসা দিয়ে মরুভূমিতে ফুল ফুটিয়ে ছিলেন। তিনি দৃষ্টান- স'াপন করেছিলেন শক্তি প্রয়োগের মাধ্যমে নয়, ভালোবাসা দিয়েই মানুষের হৃদয় জয় করতে হয়।

ভালোবাসা তো প্রাণের সম্পদ। যার অন-রে যত বেশি ভালোবাসা, সে আল্লাহর তত বেশি নিকটবর্তী। রাসূল (সা.) বলেছেন, “তোমরা ততক্ষণ পর্যন- জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা হবে মুমিন। তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবে। আমি তোমাদের বলব কি, কিভাবে ভালোবাসা বৃদ্ধি পাবে? তোমরা অধিক পরিমাণে সালাম আদান প্রদান করো।”

আবার বলেছেন- “যেদিন সূর্যটা অধিক নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সেদিন সাত শ্রেণীর মানুষ আরশের ছায়ায় নিচে স'ান পাবে। তার মধ্যে ঐ দুই ব্যক্তি যারা আল্লাহর সন'ষ্টির জন্য পরস্পরকে ভালো বেসেছিল।” হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল (সা.) বলেছেন-“ মুমিন ব্যক্তি ভালোবাসার প্রতীক। ঐ ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই যে কাউকে ভালোবাসে না এবং পরিণামে তাকেও কেউ ভালোবাসে না।”

ভালোবাসা আল্লাহর দেয়া বড় দান। হাদিস থেকে জানা যায় যে, আল্লাহ তায়ালা মায়া-মমতাকে একশতভাগ করে তার মধ্য থেকে মাত্র একভাগকে সমগ্র সৃষ্টিকুলের মাঝে ভাগ করে দেন আর বাকি নিরানব্বই ভাগ তাঁর কাছে রেখে দেন। জগতের সব মানুষ ও প্রাণীকুল আল্লাহ দেয়া একভাগ ভালোবাসা দিয়ে গোটা দুনিয়াকে মায়ার জালে আটকে রেখেছে। সন-ানের জন্য পিতা-মাতার যে অকৃত্রিম ভালোবাসা তা অপূর্বা পশু-পাখি ও বন্যপ্রাণীরা তাদের সন-ানদের মুখে খাবার তুলে দেয়, নিরাপত্তার চাদরে আগলে রাখে এ ভালোবাসার কারণেই। ভালোবাসার মাধ্যমে মহান আল্লাহ সৃষ্টিকুলকে টিকিয়ে রেখেছেন, সতেজ রেখেছেন, রেখেছেন প্রাণবন-।

ভালোবাসা আছে বলেই পরিবার, সংসার ও সমাজ টিকে আছে। ভালোবাসার টানে গর্ভবতী মা গর্ভের সন-ানকে দশমাস দশ দিন কঠিন যন্ত্রণার মাঝেও আগলে রাখেন; নিজের জীবনের বিনিময়ে হলেও নবজাতককে দুনিয়ায় আসার সুযোগ করে দেন। আমরণ নিজের সন-ানকে ভালোবাসার আঁচলে জড়িয়ে রাখেন। পুরুষরা রাত-দিন হাড়ভাঙা পরিশ্রম করেন নিজ স্ত্রী ও সন-ান সন'তিকে একটু আহার ও শানি- দানের নিমিত্তে, স্ত্রীরা মনের মাধুরী দিয়ে ঘর সাজান ও রঙিন স্বপ্নে বিভোর হন ওই একটি ভালোবাসার শক্তিতেই। ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর। ভালোবাসা আল্লাহর দেয়া এক অফুরন- নেয়ামত। এটি সহজাত। ভালোবাসাতে কোনো প্রশিক্ষণ লাগে না।

ভালোবাসার কোন সুনির্দিষ্ট সংজ্ঞা নেই, ভালো কামনা করা, মনের বিনিময়, ভাবের বিনিময়, মন দেয়া নেয়া, একে অপরকে বুঝতে পারা এসবই ভালোবাসার অন-র্ভুক্ত বলে কেহ কেহ বলে থাকেন। কেউ বলেন, অদৃশ্য সূতার টানই ভালোবাসা। মহাশূন্যের প্রতিটি নক্ষত্র, গ্রহ-উপগ্রহ যেমন একে অপরকে কেন্দ্র করে ঘূর্ণায়মান। আমাদের পৃথিবীর মানবসমাজে সন-ান, মাতাপিতা, ভাইবোন, স্বামী, স্ত্রী, বন্ধু বান্ধব একে অপরের প্রতি যে টান তাকে বলে ভালোবাসা। পরস্পরের প্রতি এই যে আত্মার টান বিজ্ঞানীদের ভাষায় এটাই মধ্যাকর্ষণ শক্তি। অর্থাৎ মহাশূন্যে যা মধ্যাকর্ষণ শক্তি আছে বলেই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবী তথা মহাশূন্যের যাবতীয় সৃষ্টি যথাযথভাবে পরিচালিত হচ্ছে। কোনো কারণে মধ্যাকর্ষণ শক্তি রহিত বা ব্যর্থ হয়ে গেলে মহাশূণ্যের মারাত্মক বিপর্যয় ও ধ্বংস অনিবার্য। অনুরূপভাবে সমাজের একে অপরের প্রতি আত্মার যে টান (ভালোবাসা) রয়েছে এটি ছিন্ন হয়ে গেলে মানবসমাজ বিপর্যস- হয়ে পড়বে কোনো সন্দেহ নেই। অতএব ভালোবাসার গুরুত্ব অনস্বীকার্য।

ভালোবাসা সৃষ্টি করেছেন যিনি, এর প্রয়োগ পদ্ধতি ও বিধান দিয়েছেন স্বয়ং তিনি। তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামীন। তিনি তাঁর সৃষ্টির সকল প্রয়োজন পূরণ করেছেন। পেটের ক্ষুধা মিটানোর  জন্য খাদ্যের ব্যবস'া, জৈবিক চাহিদা পূরণের প্রয়োজনে নারীর জন্য নর এবং নরের জন্য সৃষ্টি করেছেন নারী। নরনারী জৈবিক চাহিদা পূরণের ব্যবস'াকে সৃষ্টিকর্তা ডিসিপ্লিন সৃষ্টি করেছেন। এই চাহিদা পূরণের জন্য ভালোবাসার মাঝে নোংরামি করা যায় না। ভালোবাসা পবিত্র তখনই যখন এটি সীমা লঙ্ঘন না করে। পিতা-মাতার প্রতি সন-ানের ভালোবাসা ও স্বামীর জন্য স্ত্রীর ভালোবাসা পবিত্র কিন' অবিবাহিত যুবক-যুবতীর প্রেম ভালোবাসা ইসলামের দৃষ্টিতে বৈধ এবং পবিত্রও নয়। কিন' অতীব দুঃখের বিষয় বাংলাদেশের কিছু অসুস' মানসিকতার ব্যক্তি ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন’স ডে উদযাপনের নামে আয়োজন করে পাশ্চাত্য ধারার সস-া, অবৈধ, অপবিত্র, যান্ত্রিক, কৃত্রিম ও বাণিজ্যিক ভালোবাসা, যা দেশ ও দেশের মানুষকে কলুষিত করছে।

বিশ্বব্যাপী চলছে সাংস্কৃতিক আগ্রাসনের মহোৎসব। বছরের বিভিন্ন দিন নানান দিবসের ছলনায় যুব সমাজের চরিত্র হননের চেষ্টা চলছে সর্বত্র। সাংস্কৃতিক আগ্রাসনের শিক্ষায় বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সমাজ। এ ধরনের নোংরা অপসংস্কৃতির মধ্যে পাওয়ার কিছুই নেই; হারানোর আছে অনেক। আল্লাহ প্রদত্ত ভালোবাসাকে কোনো দিবসের মাঝে বেঁধে ফেলা যায় না। একে কোনো ফ্রেমে বন্দি করা যায় না। চরিত্রহীন, লম্পট, ভোগবাদী ও বস'বাদিতা দিয়ে কখনও আদর্শ সমাজ গঠন করা যায় না। আদর্শ জাতি ও দেশ গড়তে চাই আদর্শ মানুষ।

আদর্শ মানুষ গড়তে চাই উত্তম চরিত্র। উত্তম চরিত্র ধরে রাখতে হলে উন্নত সংস্কৃতি ও চেতনার লালন ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় পর্যায়ে থাকতে হবে। আদর্শ সমাজ, দেশ গঠন করতে হলে আজ প্রয়োজন ভালোবাসা সঠিক প্রয়োগ। ভালোবাসা যথাযথ প্রয়োগ না হলে বিস-ার লাভ করবে এইডস এর ন্যায় মরণব্যধি ও মহাবিপর্যয়। আসুন প্রকৃত ভালোবাসায় উদ্বুুদ্ধ হয়ে আধুনিক জাহেলিয়াতের যুলুম নির্যাতনের দূরীভূত করি। ভালোবাসা দিয়ে সুন্দর সমাজ ও নতুন পৃথিবী গড়ি। পৃথিবীতে সম্পদের অভাব নেই, অভাব আছে শুধু ভালোবাসায়। আর এই অভাব পূরণের জন্য মানুষের বিশ্বস- বন্ধু, বিশ্বনবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদ (সা.) আদর্শের কোনো বিকল্প নেই।

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।