সংবাদ শিরোনামঃ

অভিযুক্ত কেউই ক্ষমতায় ছিলেন না, যুদ্ধেও অংশগ্রহণ করেননি ** সাজ-গোছ ও মহড়া চলছে, শিগগিরই আসছে আরেক জজ মিয়া ** ইসরাইলি কূটচালে যুক্তরাষ্ট্র আর এক ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়ছে ** ভরাডুবির দিকে যাচ্ছে দেশের অর্থনীতি ** অভাব অনটনে জর্জরিত প্রতিবন্ধী পরিবারগুলো ** আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার ** প্রধানমন্ত্রীর তামাশা এবং একজন সম্ভাব্য ‘মধ্যমণি’ ** সংবাদপত্রের পাতা থেকে ** পিলখানার হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত ** শিশু-কিশোর ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ** দেশব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত **

ঢাকা শুক্রবার ১৯ ফাল্গুন ১৪১৮, ৮ রবিউস সানি ১৪৩৩, ২ মার্চ ২০১২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী মকশ বিলে শিল্পবর্জ্য মিশ্রিত দূষিত পানি

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, জানেরচালাসহ বিভিন্ন স্থানে গড়ে ওঠা শিল্প কারখানা থেকে নির্গত বর্জ্য পানিতে মিশে বিষাক্ত হয়ে পড়েছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী মকশ বিল। শিল্প কারখানাগুলোতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন না করায় তাদের বর্জ পদার্থ রিফাইন না করেই ফ্যাক্টরি এলাকায় নিচু জমিতে ছেড়ে দিচ্ছে। বিষাক্ত পানি সরাসরি মকশ বিলে গিয়ে পড়ছে। এতে বিলের ফসলি জমিসহ আশপাশের পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উপজেলার সফিপুর, চান্দরা শিল্পাঞ্চলে গড়ে উঠা ২টি ট্যানারি ১টি অ্যালুমিনিয়াম ও ২ শতাধিক নিটিং ডাইং মিলের পরিত্যক্ত বিষাক্ত রাসায়নিক বর্জ্য, বিভিন্ন রং এবং কেরোসিন মিশানো কালো পানি এবং চান্দরার এপেক্স ট্যানারির লবণাক্ত পানি এই বিলের উপর দিয়ে সর্বক্ষণ প্রবাহিত হওয়ায় বিলের ফসলি জমির মাটি কালো, ফাঁপা অবস্থায় থাকে এবং এ কারণে জমিতে ফসল উৎপাদন বন্ধের উপক্রম হচ্ছে। লোকমুখে শোনা যেত ‘‘বাংলাদেশের একদিনের খাবার মকশ বিলে জন্মে।” কিন্তু বর্তমানে শিল্প বর্জ্যরে কারণে কোনো ফসলই হচ্ছে না। মকশ বিলে সরেজমিনে গেলে উপজেলার মাঝুখান গ্রামের মো. ইউনুস আলী অভিযোগ করে বলেন, মিলের কেরোসিনের পানিতে সব সময় ফসলের জমি ভিজা থাকে, পানি কাল রং ধারণ করেছে। বর্তমানে পানিতে নামা যায় না। বোরো ধানের ক্ষেত নষ্ট হয়ে গেছে। উপজেলার শোলাহাটি এলাকার হরিপদ ভক্ত (৭৫) জানায়, আগে এ বিলের পানি ডালিমের রসের মতো পরিষ্কার ছিল। এলাকার লোকজন তাদের গোসলসহ পারিবারিক নিত্য প্রয়োজনীয় কাজে এ বিলের পানি ব্যবহার করত। এখন এ দূষিত পানি শরীরে লাগলে খোশপাসরাসহ বিভিন্ন রোগের সৃষ্টি হয়। বিলের পার্শ্ববর্তী আমদাইর গ্রামের মো. ওহাব আলী দুঃখ করে বলেন, এক সময় শবিনার-মঙ্গলবার রাতে এ বিলে মাছ ধরার জন্য দেশের বিভিন্ন জেলা থেকে জেলেরা আসত। জেলেদের হৈচৈ শব্দে আশপাশের ৫-৬ গ্রােেমর মানুষ ঘুমাতে পারতো না। বিকাল হলে বিলের চারদিকে গাছসহ বিভিন্ন স্থানে বসবাসরত সারস, লেন্জা, ডাহুক, পানকুড়ি, বিভিন্ন প্রকারের বকসহ শতশত পাখীর কলকাকলিতে মুখরিত হয়ে উঠত। অথচ এখন এ বিলের মাছ, পাখির শব্দ পাওয়া তো দূরের কথা বিলের পানিতেও নামা যায় না। বিষাক্ত বর্জ্য পদার্থের প্রভাবে মাছের রেণু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে। এ বিলের মাছে শুধু কেরোসিনের গন্ধের জন্য এলাকার মানুষ মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে। ঐতিহ্যবাহী বিলটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার ব্যাপারে এলাকার ভুক্তভোগীরা বহুবার প্রতিবাদ করেও কোন সমাধান পায়নি। এ ব্যাপারে পরিবেশ মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে অদূর ভবিষ্যতে এলাকার পরিবেশ আরও মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন অভিজ্ঞ মহল। গুঞ্জন ওঠেছে মকশ বিলে আর ফসল উৎপাদন আগের মতো না হওয়ার অজুহাত দেখিয়ে একটি গ্রুপ স্বল্পমূল্যে জমি কিনে মাটি ভরাট করার পাঁয়তারা চালাচ্ছেন।

এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা আক্তার জানান, কৃষি কর্মকর্তাদের শুধুমাত্র তথ্য দেয়া ছাড়া আর কিছুই করার থাকে না পরিবেশ অধিদপ্তর ব্যবস্থা নিলে দ্রুত কাজ হবে। বর্জ্যযুক্ত পানি যাতে বিলের পানিতে না মিশতে পারে তার ব্যবস্থা গ্রহণের জন্য মাসিক সমন্বয় সভায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। কিন্তু কোনো প্রতিকার পাইনি। শিল্পকারখানার দূষিত বর্জ্য মিশ্রিত পানি কৃষকের রোপণকৃত বোরো ধানের চারা নষ্ট করে দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যে সমস্ত শিল্প কারখানায় বর্জ্যযুক্ত পানি শোধনাগার (ইটিপি) নেই ওই শিল্প মালিকদের মোটা অংকের জরিমানা ধার্য করে এ সমস্যার সমাধান সম্ভব। এতে শিল্প মালিকরা জরিমানার ভয়ে ভবিষ্যতে আর বর্জ্যযুক্ত পানি ওই বিলে ফেলে ফসলের ক্ষতি করবে না।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।