সংবাদ শিরোনামঃ

অন্তর্বর্তী সরকারের প্রস্তাব হাসিনার : খালেদা জিয়ার প্রত্যাখ্যান ** জামায়াত নেতৃবৃন্দসহ রাজবন্দীদের মুক্তি দিন ** হুমায়ূন আহমেদ : মৃত্যু নাকি হত্যা ** শেখ হাসিনার নেতৃত্ব হুমকির মুখে ** ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের অংশ ** সড়ক দুর্ঘটনা হ্রাসে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে ** প্রধানমন্ত্রীর লন্ডন সফর এবং রোহিঙ্গা ও পদ্মা সেতু ** কিশোর কাননে নজরুল ** কেয়ারটেকারের দাবি না মেনে সরকার রাজনীতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে : হামিদ আযাদ এমপি ** কুমিল্লায় ফসলের মাঠ পুড়ছে ইটভাটার আগুনে **

ঢাকা শুক্রবার ১৯ শ্রাবণ ১৪১৯, ১৪ রমজান ১৪৩৩, ৩ আগস্ট ২০১২

নীলাকাশের তারা

(কবি মতিউর রহমান মল্লিক স্মরণে)

মো. আসাদুজ্জামান আসাদ

 

তোমার লেখা মধুমাখা জ্ঞানে গুণে ভরা

কাব্যরসে মুগ্ধ হয়ে গড়ব জীবন মোরা

কবি সাধক হীরক খণ্ড ছড়া কবিতার মালি

মিষ্টি মধুর গানের সুরে বাজে শাবাশ তালি।

 

স্বদেশ প্রেমে মাটির গন্ধে, ছড়া কবিতা গানে

মাটির মাকে মা ডেকে যে রয়েছ সবার প্রাণে

শিল্পী গায়ক আর সুরকার তুমি সবার নেতা

তোমার সুরে শিকল ভেঙে বলব মনের কথা।

 

ইসলামী গান হামদ নাতে শ্রেষ্ঠ অবদান

সাহিত্য পাতায় তোমার সেবা থাকবে অফুরান

চোখের আড়াল হলেও তুমি থাকো আশেপাশে

আঁধার রাতে হৃদয় শুধু তোমায় ভালোবাসে।

 

তোমার বিরহে সবাই কাঁদে চোখের জলে নদী

হাজার স্মৃতি বুকের মাঝে বইছে নিরবধি

মিটমিটিয়ে হাসছ তুমি নীলাকাশের তারা

এত ডাকি তবু কেন দাও না তুমি সাড়া!

 

 

শিশু থাকার কামনা

ডা. শেখ আমিনূল ইসলাম কাইয়ুম

 

আমি শিশু আজ

আনন্দে করছি কতো খেলা।

এ মহীর মাঝ

সমাপ্ত যেন করো না বেলা।

শিশু রেখ আমাকে

ওগো আল্লাহ সারা জীবন

বৃদ্ধ তো দূরে থাক

কখনও দিও না যৌবন।

সব শিশু যেমন

বোঝে না কোন সুখ-দুখ।

সব সময় যেন

তাঁদের হাসিমাখা মুখ।

যুবকরা কতো, অসৎ কাজ করে যে

করে কতো গণ্ডগোল।

আর বৃদ্ধ জীবন যেন মনমরা তাই

শিশু জীবনই আসল

ওহে আল্লাহ ওহে মাওলা

করো না আমায় কখনও যুবক

সারা জীবন শিশু থাকার

দাও ওহে আল্লাহ আমায় ছবক!!

 

 

সেই ছেলেটি

এস ইলিয়াছ বাবর

 

কেউবা পেল গেঞ্জি-জামা

কারও রঙিন ফিতা,

এতিম বলে পায়নি ওসব

নেই ছেলেটির পিতা।

 

বাবার হাতে হাতটি রেখে

ঘুরছে ছেলের দল,

আহা ওসব ফুরিয়ে গেছে

তার চোখে যে জল!

 

ওদের মুখে হাসির ঝিলিক

আনন্দে ভরা ঘর,

দুঃখই তার চির সাথী

আপন সবাই পর।

 

এমনই বুঝি বাপ-মরারা

পায় না ভেবে কূল,

মায়ের হাসি দেখে ছেলের

ভেঙে যায় সব ভুল।

পাতাবাহার

মিম নাহিদ হাছান নাজমুল

টঙ্গী, গাজীপুর

 

পাতাবাহার! পাতাবাহার!

কোথায় পেলে বাহার তোমার?

হাজার তরুণ প্রেমে মজে,

নিত্য তোমায় চিঠি লিখে,

লিখে কবিতা ছড়া চমৎকার।

পাতাবাহার! পাতাবাহার!

 

পাতাবাহারের হাজার পাতা,

গাছ নেই তার, নেই যে লতা,

তবু পাতায় নকশী আছে,

গল্প উপন্যাস হাসি আছে।

পাতায় পাতায় লেখার বাহার।

পাতাবাহার! পাতাবাহার!

 

পাতাবাহারের লেখার মেলা,

পড়তে পড়তে কাটে বেলা।

ভালো হওয়ার পাথেয় আছে,

তাইতো প্রিয় সবার মাঝে।

উন্মুক্ত করো তুমি জ্ঞানভাণ্ডার।

পাতাবাহার! পাতাবাহার!

 

সোনালী সমাজ

মুমতাহিনা তানজীম রেখা

৫ম শ্রেণী ইউরেকা স্কুল, উত্তরা

 

আমরা চাই এক সুখের সমাজ

চাই সুন্দর জীবন,

স্বপ্ন সুখের হাসি-গানে

থাকবে মেতে ভুবন।

 

যেই সমাজে থাকবে নাকো

হিংসা অহংকার,

স্নেহ-মায়া শ্রদ্ধা হবে

সবার অলঙ্কার।

 

শান্তি সুখে থাকবে মানুষ

মিটবে মনের আশা,

দুঃখ-জ্বালা থাকবে না আর

থাকবে ভালোবাসা।

 

সোনালী সেই সমাজটাকে

গড়তে হবে আজই,

তেমন সমাজ গড়ার জন্য

জীবন রাখি বাজি।

 

টিপাই বাঁধ

মো. নাঈম হোসেন

ভোলা সদর

 

আকাশটা আজ গোমড়ামুখী

বাতাস কেন বোবা

শুকিয়ে গেল বাগানবাড়ি

শুকিয়ে গেল ডোবা।

শুকিয়ে হলো মরুভূমি

ধূ ধূ সারা মাঠ,

ঝিম ধরা এই আগুন ডানায়

নেইকো পাখির ডাক।

মাঝির নৌকা সঙ্গী হারা

যায় না সদরঘাট,

খেয়াঘাটে নৌকা আছে

উজানতলির হাট।

বৃষ্টি কোথায় বৃষ্টি সেথায়

আসবে দিবা নিশি,

গ্রীষ্ম দিনে দুপুর বেলায়

খুললো রোদের হাসি।

জীবনটাকে বাজি রেখে

দেশকে ভালোবাসি,

ফারাক্কা বাঁধ লৌহ কপাট

লুকোচুরি দেশের ললাট।

মিশ্রপনায় এই বাহানায়

টিপাই নদীর আঁট।

কী পেয়েছে কী করেছে

এই দেশেরই মাঠ।

বাংলাদেশের দামাল ছেলে

থাকবে না কেউ শান্তির ঘরে।

আকাশ আজ গোমড়ামুখী

বাতাস কেন বোবা

শুকিয়ে যাবে বসত বাড়ি

শুকিয়ে যাবে ডোবা।

 

ইলিশ

মো. আবু বক্কর মিয়া

শিবপাশা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ

সদস্য নং-২০১০২৩

 

কানে কানে ফিস ফিস

ধরবে খোকাখুকি ইলিশ।

নামলো সবাই পুকুরে

ইলিশ নাই সেখানে।

খোকাখুকি ছুটল

নদী পথে তারা চললো।

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।