সংবাদ শিরোনামঃ

বৃহত্তর ঐক্যের উদ্যোগ ** দেশকে ২০৪১ সালের আগে উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তুলব : প্রধানমন্ত্রী ** স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে না পারার দায় কার? ** সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামুন : ডা. শফিক ** লুটপাটে উদ্বিগ হাইকোর্ট ** পর্দা নৈতিকতা আভিজাত্য ও মর্যাদার প্রতীক ** নীরব আগ্রাসনের শিকার বাংলা ভাষা ** মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে **

রেজি: ডিএ ৫১৭।। ৫৯ বর্ষ : ৪৬তম সংখ্যা ॥ ঢাকা শুক্রবার ১৩ ফাল্গুন ১৪২৭ ॥ ১৩ রজব ১৪৪২ : Friday 26 February 2021

আবু সালেহ মুহাম্মাদ রফিকুল ইসলাম : শ্রদ্ধেয় কাযী শামসুর রহমান। নামটা বার বার স্মৃতিতে ভেসে আসে। আমি এখনো ভাবতেই পারি না যে, কাযী ভাই আমাদের মাঝে নেই। আমার মনে হয়, কাযী ভাই আছেন এবং স্বভাব সিদ্ধ কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। জীবন চলার পথে কত বিচিত্র মানুষের পরিচয় হয়। এই পরিচয় পরস্পরকে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে। কিন্তু অগণিত মানুষের ভিড়ে কিছু মানুষ আছেন, যাদের আচরণ, ব্যবহার সকল বন্ধনের সীমাকেও হার মানায়। এমনই একজন আল্লাহর পথের সৈনিককে নিয়ে লিখছি, যিনি অগণিত মানুষের চোখ অশ্রুতে ভাসিয়ে চলে গেছেন পরপারে। যিনি আর ফিরে আসবেন না। তিনি আমাদের প্রাণপ্রিয় কাযী শামসুর রহমান ভাই। কাযী ভাইয়ের তুলনা কাযী ভাই নিজেই। কাযী ভাইয়ের মতো আমাদের সকলকে একদিন  আল্লাহর নিকট চলে যেতে হবে। কাযী ভাইয়ের মতো কি আল্লাহর নিকট উপস্থিত হওয়ার জন্য আমরা সকলে প্রস্তুত? আমরা কি আমাদের আমলের মাধ্যমে আল্লাহকে রাজি-খুশি করতে পারব? আমার বিশ্বাস, কাযী ভাই সার্থকভাবেই প্রস্তুতি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছেন।
কাযী ভাই ছিলেন একটি দ্রুতগামী ট্রেন, যিনি জানতেন শুধু তার গন্তব্যপথে যেতে হবে। ক্লান্তি নেই, শ্রান্তি নেই, বিশ্রাম নেই, ক্ষোভ নেই। শুধু চলা আর চলা-ই  ছিল তার বৈশিষ্ট্য। ট্রেন যেমন তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য একই গতিতে বিরামহীনভাবে চলতে থাকে, চেইন না টানলে কোথাও থামে না। তেমনি কাযী ভাইও তাঁর ৬৯ বছরের জীবনের চলন্ত ট্রেনের গতি কোথাও থামাননি। শুধু অসুখ নামের চেইন তার গতিকে কয়েক বছর থামিয়ে দিয়েছিল। অলসতা-দুর্বলতা নামক ব্যাধি তাঁর গতিপথকে রুদ্ধ করতে পারেনি। উল্কার মতো ছুটে বেড়িয়েছেন তিনি সাতক্ষীরার মাটিতে। তিনি শুধু জানতেন কাজ আর কাজ। কাজই মুমিনের জীবনের প্রাণশক্তি। ইসলামী আন্দোলনের কাযী মানেই একটি চলন্ত ট্রেনের নাম। কাযী ভাই ছিলেন আল হাদীসে রাসূলের (সা.) সেই বাণীর জ্বলন্ত উদাহরণ। আল্লাহর রাসূল বলেন, ‘আল মমিনু ইয়ামুতু বিয়ারাকিল যাবিন’ অর্থাৎ ‘মুমিনের মৃত্যু হয় কপালের ঘাম নিয়ে।’ সত্যি কাযী ভাই সুস্থ থাকা পর্যন্ত ইসলামী আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। ইসলামী আন্দোলনের জন্য প্রয়োজন কাযী ভাইয়ের মতো একজন আদর্শ মানুষের, যিনি পরিপূর্ণভাবে আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছিলেন।
সাতক্ষীরার ইসলামী আন্দোলনের স্থপতি হলেন কাযী শামসুর রহমান। তার অক্লান্ত পরিশ্রমের ফলে সাতক্ষীরায় ইসলামী আন্দোলনের কাজ এই পর্যায়ে উপনীত হতে পেরেছে। আমার শ্বশুরজি প্রখ্যাত ওয়ায়েজিন মাওলানা আইয়ুব হোসেন আনসারী কাযী ভাই সম্পর্কে সবসময় বলেন, ‘কাযী শামসুর রহমান একজন আল্লাহর ওলি বান্দা ও মুখলেস ব্যক্তি।’ 
আমি সবসময় কাযী ভাইয়ের অভাব ও শূন্যতা অনুভব করছি। আমি দীর্ঘদিন কাযী ভাইয়ের পাশে থেকে ও একসাথে ইসলামী আন্দোলনের কাজ করেছি। আমাদের বাসায় উনি অনেকবার এসেছেন। আমার শ্রদ্ধেয় আব্বাজান মরহুম মোবারক আলীর সাথে কাযী ভাই একদিন আমাদের বাড়ির মেহমানখানায় দেখা করে বললেন, ‘আপনার ছেলেকে আল্লাহর পথে দিয়ে দেন, আমরা একসাথে ইসলামী আন্দোলনের কাজ করি।’ এরপর থেকে আমি কাযী ভাইয়ের সাথে চলন্ত ট্রেনের মতো ইসলামী আন্দোলনের কাজ শুরু করলাম।
কাযী ভাই খুবই ভালো মানুষ ছিলেন। তিনি ১৫ বছর সাতক্ষীরা-২ (সদর) আসনের এমপি ছিলেন। সকল শ্রেণির মানুষের নিকট প্রিয় থাকার কারণেই এটা কেবল তাঁর জন্য সম্ভব ছিল। যখনই তাঁর কথা মনে পড়ে তখনই আমার হৃদয়ের কাঁটা থমকে দাঁড়ায়। আমি শুধু সাতক্ষীরার ইসলামী আন্দোলনের ময়দানে চারদিকে তারই শূন্যতা অনুভব করছি। তিনি নেই, তবুও সাতক্ষীরার অলি-গলিতে এখনও তাঁর পদচিহ্ন দেখতে পাই। 
জীবনের আলো বিকিরণের জন্য তাকে আর পাবো না কোনোদিন। কিন্তু তাঁর মহান আদর্শ এবং চরিত্র মাধুর্য  বিশ্লেষণ করলে দেখা যাবে, জীবন্ত কাযী ভাইয়ের চেয়ে মৃত কাযী ভাই অনেক শক্তিশালী।
আল্লাহ তায়ালা মরহুম কাযী ভাইয়ের সকল দীনি খেদমত কবুল করুন। তাঁকে জান্নাতুল ফেরদৌসে স্থান দিন। আমরা যারা জীবিত আছি, তারা যেন তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজ অতি দ্রুততার সাথে সমাপ্ত করতে à¦ªà¦¾à¦°à¦¿Ñ à¦à¦‡ দোয়া করছি। আমীন। 
লেখক : সাবেক কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা নায়েবে আমীর।

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।