সংবাদ শিরোনামঃ

সিটি নির্বাচন হতে যাচ্ছে একতরফা! ** কামারুজ্জামানের কবর জিয়ারতে শেরপুরে হাজারো মানুষের ঢল ** আওয়ামী লীগ মরিয়া ** শহীদী কাফেলায় মুহাম্মদ কামারুজ্জামান ** গণতন্ত্রহীনতায় অরক্ষিত অর্থনীতি ** সরকার সিটি নির্বাচনকে পুরোপুরি রাজনৈতিককরণ করেছে ** অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হোক ** পহেলা বৈশাখের ‘লীলা’ ** আমার সন্তানের কি দোষ ** ফারাক্কা বাঁধের কারণে সাতক্ষীরার ২৭টি নদী এখন মরা খাল ** যাদের কাছে কোনো পুঁজি নেই তারাই সমালোচনা করে জনপ্রিয়তা অর্জন করতে চায়: মনজুর আলম **

ঢাকা, শুক্রবার, ১১ বৈশাখ ১৪২২, ৪ রজব ১৪৩৬, ২৪ এপ্রিল ২০১৫

চট্টগ্রামে পেশাজীবীদের মতবিনিময় সভায় মঞ্চে উপস্থিত ব্যারিস্টার মাহবুব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে মেয়র প্রার্থী মনজুর : ছবি আবুল হাশেম

চট্টগ্রাম সংবাদদাতা : গত সাড়ে ৪ বছরে চট্টগ্রাম শহরের কি উন্নয়ন হয়েছে তা জনগণই মূল্যায়ন করবে। স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে সিটি কর্পোরেশন পরিচালনা করেছি। নগরীর প্রতিটি ওয়ার্ড সমান উন্নয়নের চেষ্টা করেছি। কর্পোরেশনকে সন্ত্রাস, দলবাজি, দুর্নীতির ঊর্ধ্বে রেখে নগরবাসীর দেয়া ভোটের মর্যাদা ও মেয়র পদের সুনাম রক্ষা করেছি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম গত ১৭ এপ্রিল শুক্রবার সকাল থেকে নগরীর ৩৭ নং মুনিরনগর, হালিশহর ওয়ার্ডে গণসংযোগ ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় এলাকার মহল্লা সর্দার, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্তরের লোকজন মনজুর আলমকে স্বাগত জানান এবং স্বতঃস্ফূর্তভাবে তার গণসংযোগে শরীক হন। তিনি নিজ হাতে তার উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ সংবলিত প্রচারপত্র বিলি করে কমলালেবু মার্কার পক্ষে ভোট চান এবং বয়োবৃদ্ধ মুরুব্বিদের সাথে কুশল বিনিময় করেন। তিনি পায়ে হেঁটে হালিশহর পোর্ট কলোনী, ইস্ট কলোনী, পোর্ট কলোনী ১২ নং রোড, ৩ নং রোড, মুন্সিপাড়া, আদর্শ পাড়া, আনন্দীপুর, চৌচালা, পোর্ট মার্কেট এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। পরে তিনি হালিশহর দরবার শরীফের পীর হাফেজ মনির উদ্দিন নুরুল্লাহ ও কাজী সিরাজুল মোস্তফার মাজার জেয়ারত করেন। গণসংযোগকালে শ্রমিক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, বিএনপি নেতা হাসান মুরাদ, কামাল উদ্দিন প্রমুখ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মেয়র প্রার্থী মনজুর আলমের সমর্থনে কোতোয়ালী থানা বিএনপির উদ্যোগে জহুর হকার্স মার্কেট, কোটবিল্ডিং, জেলা পরিষদ মার্কেট, পুরাতন গীর্জা, রয়েলে রোড, সিনেমা প্যালেস এলাকায় গণসংযোগ করা হয়। মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের ‘কমলালেবু’ প্রতীকের সমর্থনে নতুন ব্রিজ চাক্তাই ও বাস্তুহারা এলাকায় সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গণসংযোগ ও প্রচার কার্যক্রম চালানো হয়। গণসংযোগ ও প্রচারণাকালে যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের সাথে সাক্ষাৎ করেছেন হজ্ব এজেন্সি বাংলাদেশ (হাব)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দ। গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাতে তারা মনজুর আলমের কাট্টলীস্থ নিজ বাসভবনে দেখা করতে আসেন। হাব নেতৃবৃন্দ এ সময় বলেন, মনজুর আলমের বিজয় হলে চট্টগ্রামের প্রকৃত উন্নয়ন হবে। সাক্ষাৎকালে হাব নতুন কমিটির সভাপতি মো. আবুল কাসেম, সচিব আজহারুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। এনায়েত বাজার-জামালখান ওয়ার্ডে গণসংযোগকালে মেয়র প্রার্থী মনজুর আলম বলেছেন, জলাবদ্ধতা নিরসনে আগেকার মেয়রদের চেয়ে বেশি কাজ করেছি। পরিকল্পনা গ্রহণ করে প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। বর্তমানে নগরীতে কোনো জলাবদ্ধতা নেই, আছে জলজট।

আ জ ম নাছিরের গণসংযোগ : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চট্টগ্রামের মেয়র হিসেবে মনজুর আলম সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তার ব্যর্থতায় এখন প্রবর্তক মোড়ের মতো এলাকায়ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অনেকেই বলছেন ‘নদীর নাম প্রবর্তক মোড়, পানি উঠে এক কোমর।’ মনজুর আলমের ব্যর্থতায় নতুন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। তিনি আবার মেয়র হলে আন্দরকিল্লার মতো উঁচু এলাকায়ও পানি উঠবে। মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দীনের সাথে গণসংযোগকালে এ কথা বলেন। মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দীন গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাথরঘাটা মধুবেপারী জামে মসজিদ কবরস্থান জিয়ারত করে এলাকায় গণসংযোগ শুরু করেন। এরপর তিনি পাথরঘাটা নজুমিয়া লেইন, ব্রিকফিল্ড রোড, আশরাফ আলী রোড, শামসুল হুদা মিয়া লেইন, ওমর আলী মার্কেট, ফিশারি ঘাট, ইকবাল রোড, বংশাল রোড, গঙ্গাবাড়ী, জলিলগঞ্জ, মনোহরখালী, বান্ডেল রোড এলাকায় গণসংযোগ করেন। পরে আ জ ম নাছির উদ্দীন টাইগারপাস কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজের পর তিনি আমবাগান, ঝাউতলা রেলওয়ে কলোনী, ঝাউতলা বাজার, ওয়্যারলেস কলোনী, পশ্চিম খুলশী আবাসিক এলাকা, জালালাবাদ হাউজিং সোসাইটি এলাকায় গণসংযোগ করেন। বিকাল ৪টায় আ জ ম নাছির উদ্দীন খুলশী এলাকায় গণসংযোগ করেন।

কোতোয়ালী থানা নাগরিক কমিটির সভায় মহিউদ্দিন চৌধুরী : এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, চট্টগ্রাম শহরকে জলাবদ্ধতার হাত থেকে মুক্ত রাখতে হাতি মার্কায় আ জ ম নাছিরকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। গত ১৬ এপ্রিল বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে কোতোয়ালী থানা নাগরিক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নঈম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন এমএ রশিদ, শফিক আদনান, হাসান মাহমুদ শমসের, প্রমুখ। মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দীনের সমর্থনে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর উদ্যোগে ১৮ ও ১৯নং ওয়ার্ডে মাস্টারপোল, ছালা কলোনী, হাফিজিয়া রোড, বৌ বাজার, মিয়া খান নগর, ময়দার মিল এলাকায় গণসংযোগ ও প্রচারণা করা হয়।

মেয়র প্রার্থী মুজিবুল হক শুক্কুরের সমর্থনে অনুষ্ঠিত মহিলা সমাবেশ : ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, সিটি কর্পোরেশন এলাকায় প্রায় অর্ধেক নারী ভোটারের আবাসস্থল হলেও এ যাবতকালের কোনো মেয়ররাই নারীদের কল্যাণে তেমন কোনো উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়নি। তিনি মেয়র প্রার্থী এইচ এম মুজিবুল হক শুক্কুরকে ময়ূর মার্কায় ভোট দেয়ার উদাত্ত আহ্বান জানান। মুজিবুল হক শুক্কুরের নির্বাচন পরিচালনা কমিটির সচিব এ এম মঈনুদ্দীন চৌধুরী হালিমের সঞ্চালনায় ও আবদুর রহমান মান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মহিউদ্দীন তাহেরী, আলম চৌধুরী, ওয়াহেদ মুরাদ, দফতর সম্পাদক ডা. হাসমত আলী তাহেরী, ইলিয়াছ খান ইমু প্রমুখ।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।