সংবাদ শিরোনামঃ

স্থানীয় সরকার ধ্বংসের নীলনকশা ** কেন মানুষ অথৈ সাগর পাড়ি দিচ্ছে, দায় কার? ** দেশকে রাজনীতিহীন করার ষড়যন্ত্র ** গণতন্ত্রহীনতা দেশকে সঙ্কটের দিকে নিয়ে যাবে ** আফগানিস্তানে শান্তির সম্ভাবনা ** গণতন্ত্র পুনঃরুদ্ধারে ভোটাধিকারের সুযোগ দিতে হবে : বিচারপতি আব্দুর রউফ ** নরেন্দ্র মোদির সফর : বাংলাদেশের প্রত্যাশা! ** গণতন্ত্র ছাড়া দেশের উন্নতি কখনই সম্ভব নয় ** নির্বাচন কমিশন পুনর্গঠন প্রয়োজন ** সোনা নয়, সোনালী ফাঁস ** নিখোঁজ আর গুম ** জগতসেরা পর্যটক ইবনে বতুতা ** বোরো ধানের বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই ** কুষ্টিয়ায় পারিবারিক কলহে নৃশংস হত্যাকাণ্ড বাড়ছে **

ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪২২, ৩ শাবান ১৪৩৬, ২২ মে ২০১৫

হাটহাজারী মাদরাসায় খতমে বুখারী ও দোয়া মাহফিলে শাহ আহমদ শফী

ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে

হাটহাজারী মাদরাসার খতমে বুখারী ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করছেন আল্লামা শাহ আহমদ শফী

আবুল বাশার, হাটহাজারী থেকে : হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, আন্তর্জাতিক পর্যায়ে শিয়া-সুন্নী সংঘাত উস্কে দেওয়ার পাশাপাশি আমাদের দেশেও ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র ও আঘাত চালানো হচ্ছে। উলামা-মাশায়েখ ও মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথিত জঙ্গিবাদকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। দাড়ি-টুপী ও হিজাব পরিহিতা মুসলমান নারী-পুরুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। ধর্মনিরপেক্ষতার নামে শিক্ষা, সংস্কৃতি ও আদর্শিকভাবে মানুষকে ধর্মহীনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

গত ১৫ মে জুমাবার দারুল উলূম হাটহাজারী মাদরাসার দাওরায়ে হাদীসের খতমে বুখারী ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার দাওরায়ে হাদীস (স্নাতকোত্তর) সমাপনী বর্ষের হাদীস শাস্ত্রের সর্বনির্ভরযোগ্য গ্রন্থ বোখারী শরীফ এর শেষ ক্লাসের পর আখেরী মুনাজাত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমাপনী ক্লাস ও দোয়া মাহফিল পরিচালনা করেন দেশের শীর্ষ আলেম হেফাজতে ইসলামের আমীর ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও শায়খুল হাদীস পীরে কামেল আল্লামা শাহ আহমদ শফী। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই দ্বীনি সমাবেশে দাওরায়ে হাদীস (টাইটেল)এর সমাপনী দরস সম্পন্ন হয়। বিকেল সাড়ে ৩টায় হাদীস শাস্ত্রের বিশুদ্ধ ও প্রধান কিতাব বুখারী শরীফের আখেরী দরস বা সমাপনী ক্লাস শেষ হয়।

আখেরী দরসের পূর্বে বিদায়ী তরুণ আলেম এবং সমাবেশে উপস্থিত হাজার উলামায়ে কেরাম ও ইসলামী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রখ্যাত মুহাদ্দিস, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মুফতি কিফায়াতুল্লাহ, মুফতি জসীম উদ্দীন, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী প্রমুখ।

বিকাল সাড়ে ৩টায় হাদীস শাস্ত্রের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিখ্যাত গ্রন্থ সহীহ বুখারী শরীফের আখেরী দরস আরম্ভ হয়। দরসের শুরুতে আখেরী হাদীসের পুরো সনদসহ মতন পাঠের পর হযরত আল্লামা শাহ্ আহমদ শফী ছাত্রদের উদ্দেশ্যে হাদীসের উপর বিশদ আলোচনা করেন। আলোচনায় হাদীসের বিশুদ্ধ কিতাব বুখারী শরীফ ও এর রচয়িতা ইমাম আবু আব্দিল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী (রাহ.)-এর কিছু বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ইমাম বুখারী (রাহ.) দীর্ঘ ১৬ বছর পর্যন্ত সিয়াম সাধনার মাধ্যমে ১,০৮০ জন উস্তাদ থেকে অর্জনকৃত ৬ লক্ষ হাদীস থেকে বাচাই করে ৭,২৭৫টি হাদীস সংকলন করেছেন। প্রত্যেক হাদীস লেখার পূর্বে গোসল করে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ্ তাআলার দরবারে এই দোয়া করতেন, হে আল্লাহ! হাদীস যদি ভুল হয়, তাহলে শুদ্ধতা অন্তরে ঢেলে দিন। রওজায়ে আক্বদাসের পাশে বসে ৩,৩৮৮টি বাব (অধ্যায়) নির্ধারণ করেছেন। আল্লামা শাহ আহমদ শফী এ ব্যাপারো আরো বিস্তারিত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে হেফাজত আমীর আরো বলেন, যেকোন নেতিবাচক ও অঘটনের সাথে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে উলামা-মাশায়েখ ও ইসলামপন্থীদেরকে জড়ানোর চেষ্টা চলছে। ইসলামের আবশ্যকীয় বিভিন্ন বিধি-বিধানের অপব্যাখ্যা করা হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, এসব ইসলাম বিরোধী কর্মকাণ্ডে ন্যাস্তিক্যবাদী ব্যক্তি সংগঠনের পাশাপাশি সরকারের উচ্চপদস্থ লোকজনকেও প্রকাশ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে উস্কানি দিতে দেখা যায়। দেশের উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা গভীরভাবে বার বার উদ্বেগ জানানো সত্ত্বেও সরকারিভাবে এসবের প্রতিকারে কোনই উদ্যোগ নেওয়া হচ্ছে না। ইসলাম বিদ্বেষী নাস্তিকব্যবাদীদের নানামুখী পদক্ষেপে ঈমান ইসলাম নিয়ে বসবাস করাটাই এখন কঠিন হয়ে পড়ছে। হেফাজত আমীর ঈমান ও ইসলামের হেফাজতের লক্ষ্যে উলামা-মাশায়েখ ও সাধারণ মুসলমানদের ঐক্যবদ্ধ অবস্থানের উপর গুরুত্বারোপ করে তরুণ আলেমদের উদ্দেশ্য করে বলেন, এই কঠিন পরিস্থিতিতে ইসলামের শান্তি, সাম্য ও ঐক্যের বাণী জনগণের দোরগোড়ায় পৌঁছাতে আপনাদেরকে জোরদার ভূমিকা রাখতে হবে। পাশাপাশি নাস্তিক্যবাদের অপতৎপরতা এবং ইসলাম ও নৈতিকতা বিরোধী কর্মকাণ্ডের বিষয়েও ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তরুণ আলেমদেরকে উদ্দেশ্য করে আল্লামা শাহ আহমদ শফী বলেন, বর্তমানে দেশে ইসলাম ও মুসলিম বিরোধী ষড়যন্ত্র ভয়াবহ রূপ নিয়েছে। ধর্মনিরপেক্ষতার নামে মূলতঃ জাতিকে ধর্মহীন ও আদর্শহীনভাবে গড়ে তোলে ভোগবাদিতায় নিমগ্ন করার জোর আয়োজন চলছে। ইসলাম ও মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করা হচ্ছে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে। পাশাপাশি ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও উলামা-মাশায়েখের বিরুদ্ধে বহুমুখী মিথ্যাচার ও ষড়যন্ত্র চলছে। এমন দুর্যোগকালীন সময়ে জাতিকে ধর্মহীনতার হাত থেকে উদ্ধারের জন্য আপনাদেরকে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হয়ে কঠোরভাবে ইসলাম ও দেশের স্বার্থে কাজ করতে হবে। আল্লামা শাহ আহমদ শফী তরুণ আলেমদেরকে উদ্দেশ্য করে বলেন, মৃত্যু আমাদের একদিন অবশ্যই হবে। সুতরাং মুসলমান কখনো মৃত্যুর ভয়ে ভীত হয় না। আর সেই মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয়, তা তো একজন মুসলমানের জন্য অবশ্যই গর্বের বিষয়।

খতমে বুখারী ও দোয়া মাহফিল সমাবেশে হাটহাজারী মাদ্রাসার প্রখ্যাত মুহাদ্দিস ও হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী খতমে বুখারীর দরসে ইলমে হাদীসের ইতিহাস ও তাৎপর্য বর্ণনা করার পর বলেন, শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতার দিক দিয়ে জাতিকে ধর্ম ও আদর্শহীন করে ভোগবাদীতায় লিপ্ত করে ক্ষমতালোভীরা দীর্ঘস্থায়ীভাবে ক্ষমতা দখলে রাখতে চায়। জুলুম-অত্যাচার ও ভোগবাদিতার পথে তারা ইসলাম ও উলামা-মাশায়েখগণকেই বড় বাধা মনে করছেন। সুতরাং তরুণ আলেমদেরকে এমন ভয়াবহ পরিস্থিতির মোকাবেলায় বুদ্ধিমত্তার সাথে জোরদারভাবে কাজ করতে হবে। হেফাজত মহাসচিব আরো বলেন, সম্প্রতি ধর্মমন্ত্রণালয়ের উদ্যোগে পবিত্র কুরআন-হাদীসের ভাষা আরবীকে যত্রতত্র প্র¯à§à¦°à¦¾à¦¬ বন্ধ করার কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এটাও ইসলাম বিরোধী আরেক ষড়যন্ত্র। আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, এদেশের সব মানুষ মুসলমান নয়। অমুসলিমদের কাছে আরবী ভাষার মর্যাদা সমান নয়। তাছাড়া আরবী ভাষার ব্যাপক ব্যাবহারের মাধ্যমে মূলতঃ মুসলমানদের মন থেকে আরবী ভাষার পবিত্রতা ও মর্যাদাবোধ নষ্ট করার এটা ষড়যন্ত্র হতে পারে বলে জোর সন্দেহ হয়।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।