সংবাদ শিরোনামঃ

মুজাহিদ ও সালাউদ্দিনের শাহাদাত ** মুজাহিদের বিরুদ্ধে সরকারের করা মামলার ইতিহাস ** দুই জাতীয় নেতাকে বিতর্কিত করার অপচেষ্টা ** অপরাজিত শহীদ মুজাহিদ পরাজিত সরকার ** শহীদ মুজাহিদের কবরের পাশে অশ্রুভেজা জনতার ঢল ** প্রতিহিংসা চরিতার্থে মুজাহিদকে নির্মমভাবে হত্যা করেছে সরকার ** মুজাহিদ ও সালাউদ্দিন মার্সি পিটিশন করেননি ** মুজাহিদকে হত্যার প্রতিবাদে দেশব্যাপী হরতাল পালিত ** বিরোধী নেতাদের ফাঁসি রাজনৈতিক বিভাজন বাড়াবে ** আওয়ামী লীগকে অবশ্যই জবাবদিহি করতে হবে ** একজন নির্দোষ মানুষকে হত্যার বিচার আল্লাহ করবেন ** দেশকে এগিয়ে নিতে প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে ** ধাওয়া-খাওয়াদের খবর ** নতুন উদ্যোক্তা গড়ায় পিছিয়ে বাংলাদেশ ** শহীদ মুজাহিদের রক্ত এদেশের মাটিকে ইসলামী আন্দোলনের জন্য উর্বর করবে ** প্রতিহিংসা ও ষড়যন্ত্রের শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন মুজাহিদ ** শাহাদাতের মৃত্যু গৌরবের **

ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ন ১৪২২, ১৪ সফর ১৪৩৭, ২৭ নভেম্বর ২০১৫

লন্ডন, টোকিও, পর্তুগালে শহীদ মুজাহিদের গায়েবানা জানাজা

একজন নির্দোষ মানুষকে হত্যার বিচার আল্লাহ করবেন

যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সেভ বাংলাদেশ ইউকে’র উদ্যোগে গত ২২ নভেম্বর বাদ জোহর পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের গায়েবানা জানাজা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়

সোনার বাংলা ডেস্ক : বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক সফল মন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে গোয়েবলসিয় কায়দায় সাজানো মামলায় নির্মম হত্যা তথা ফাঁসি কার্যকরের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘সেভ বাংলাদেশ ইউকে’র উদ্যোগে গত ২২ নভেম্বর বাদ জোহর পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের গায়েবানা জানাজা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে রাজনৈতিক প্রতিহিংসায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। একাত্তরে মানবতাবিরোধী কোনো অপরাধে তার সম্পৃক্ততা ছিল না। বুদ্ধিজীবীদের হত্যার অভিযোগে তাকে  যে দণ্ড দেয়া হয়েছে, তিনি এতে জড়িত ছিলেন না। একজন নির্দোষ মানুষকে হত্যা করার জন্য আল্লাহ তাদের বিচার করবেন।

যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘সেভ বাংলাদেশ ইউকে‘র উদ্যোগে গত ২২ নভেম্বর বাদ জোহর পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের গায়েবানা জানাজা শেষে এক সংপ্তি প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। কমিউনিটির বিভিন্নস্তরের মানুষের উপস্থিতিতে গায়েবানা জানাজায় ইমামতি করেন শায়েখ মওদুদ হাসান।

সেভ বাংলাদেশ ইউকে’র চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা বদরে আলম দিদারের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শহীদ মুজাহিদের প্রধান আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ও সেভ বাংলাদেশ ইউকের কোÑঅর্ডিনেটর ব্যারিস্টার আবু বকর মোল্লা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, জমিয়তে উলামা ইউরোপের সভাপতি মুফতি শাহ সদরুদ্দিন প্রমুখ।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন একজন সৎ ও নির্লোভ মানুষ। আমি ছাত্রজীবন থেকেই তার সাথে ঘনিষ্ঠ ছিলাম। তিনি মানবতাবিরোধী কোনো অপরাধে জড়িত থাকতে পারেন না। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, একজন আইনজীবী হিসেবে আমি বলতে চাই নিরপক্ষে বিচার হলে মানবতাবিরোধী অপরাধে তাদের কারোরই ফাঁসি হতো না। এই কঠিন সময়ে তিনি সবাইকে ধৈর্য ধরে মুজাহিদ ও তার শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়ার আহ্বান জানান।

তিনি বলেন, আমরা আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আজকে বাংলাদেশের জন্য একটি কালো দিন। বিশ্বের বিচারিক ইতিহাসে একটি কালো দিন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নতুন কিছু নয়। বিশ্বে বহু দেশে হয়েছে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর নুরেমবার্গে হয়েছে। রুয়ান্ডায় হয়েছে। কিন্তু বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের েেত্র একটি জিনিস স্পষ্ট, বিশ্বের সকল সভ্য সমাজ বলছে আমরা বিচার চাই। এর পাশপাশি তারা বলছে এই যে বিচার হচ্ছে এটি বিচারের নামে অবিচার। এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইউকে বার এসোসিয়েশন, ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশন, ইউনাইটেড ন্যাশনের বিভিন্ন সংস্থা সবাই এক বাক্যে বলেছে এই বিচার বন্ধুর, স্বচ্ছ বিচার করুন।

তিনি বলেন, দুনিয়ার ইতিহাসে এমন বিচার কোথাও দেখিনি। সারা দুনিয়ার মানুষ বলছে এটি বিচারের নামে অবিচার হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন। এটি যে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে তা আমাদের জানা নেই। আজকে যারা জিদে এই বিচার করছে তাদের উদ্দেশ্যে বলেন, ইতিহাসের চাকা  ঘোরে। সব কিছু পার পাবেন, এটি মনে করবেন না। আমরা এই হত্যার প্রতিবাদ জানাচ্ছি, এর পরিণতি সমস্ত জাতিকে বহন করতে হবে। তিনি বলেন, যে চারজনকে হত্যা করা হয়েছে তাদের আইনজীবী হয়ে লড়েছি। বিশ্বাস করুন সঠিক বিচার হলে তারা সকলেই মুক্তি পেতেন। তিনি বলেন, মুজাহিদ সাহেব ও সালাউদ্দিন সাহেব রাষ্ট্রপতির কাছে মা চান নি, বরং তারা রাষ্ট্রপতির কাছে বিচারের অনিয়ম তুলে ধরতে চেয়েছিলেন। আজ মিডিয়ার মাধ্যমে মিথ্যাচার করা হচ্ছে। তিনি এর প্রতিবাদ জানান।

সভাপতির বক্তব্যে ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন বলে জীবন-মৃত্যুর সন্ধিণে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সাথে তামাশা করা হয়েছে। সাবেক মন্ত্রী মুজাহিদের বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, তা রাষ্ট্রপ প্রমাণ করতে পারেনি। তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। ব্যারিস্টার নজরুল বলেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন বলে যে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে তাতে দেশ বিদেশের সবাই ক্ষুব্ধ। মুজাহিদের সাথে তার পরিবারের সদস্যরা শেষ সাক্ষাৎ করে কারাগার থেকে বেরিয়ে এসে সুস্পষ্টভাবে বলেছেন যে, তিনি রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করেননি, মা প্রার্থনা করেননি এবং প্রাণভিক্ষাও চাননি।

মরহুম মুজাহিদের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে ইসলামী আন্দোলনের অকুতোভয় কর্মীদের একবিন্দু পরিমাণ বিচলিত করতে পারবে না  স্বৈরাচারী সরকার। শহীদ মুজাহিদের রক্ত বাংলাদেশের ইসলামী আন্দোলনকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিবে ইনশাল্লাহ। শহীদের স্বপ্নের সমাজ বিনির্মাণের মাধ্যমে হত্যাকাণ্ডের এই নির্মম ষড়যন্ত্রের সময়োচিত জবাব দেয়া হবে। পরিকল্পিত এই হত্যাকাণ্ডের জন্য জালেম সরকারকে জনতার আদালতে একদিন জবাবদিহি করতে হবে।

ব্যারিস্টার আবু বকর মোল্লা বলেন, সমাজকল্যাণমন্ত্রী হিসেবে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ যে দতা ও সততার পরিচয় দিয়েছেন তা বাংলাদেশের জনগণ কখনো ভুলবে না। তিনি ইসলামী আন্দোলনের একজন অকুতোভয় সৈনিক ছিলেন। বর্তমান স্বৈরাচারী জালেম সরকার এ রকম একজন সৎ, খোদাভীরু ও যোগ্য জাতীয় নেতাকে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যা করায় জাতি গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। তিনি বলেন, মুজাহিদের প্রতিফোঁটা রক্ত এ দেশের ইসলামী ও গণতন্ত্রমনা জনগণকে উজ্জীবিত করবে। আল্লাহপাক মুজাহিদকে শহিদ হিসেবে কবুল করুন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং সমগ্র বিশ্বের আপত্তির পর মিথ্যা অভিযোগে ও প্রহসনের বিচারের মাধ্যমে রং হেডেড শেখ হাসিনা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দিয়েছে। অন্যায় অবিচারের কাছে মাথা নত না করে আর রাষ্ট্রপতির কাছে মা প্রার্থনা না করে তারা তার শক্ত ঈমানের পরিচয় দিয়েছেন। তিনি বলেন, শুধুমাত্র রাজনৈতিক কারণে যারা হত্যাকাণ্ড চালাচ্ছে এজন্য একদিন তাদের বিচারের মুখোমুখি করা হবে।

জমিয়তে উলামা ইউরোপের সভাপতি মুফতি শাহ সদরুদ্দিন বলেন, আলী আহসান মুজাহিদকে ফাঁসি দেয়া বিচারিক হত্যাকাণ্ড। তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেননি। সরকার তার প্রাণভিক্ষা আবেদনের নাটক করেছে। দেখাতে চেয়েছে যে তিনি অপরাধ স্বীকার করেছেন, সুতরাং রায় সঠিক হয়েছে। কিন্তু ইসলামী আন্দোলনের লড়াকু সৈনিকেরা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে প্রাণভিক্ষা চাইতে পারে না।

মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকরে জাপানে প্রতিবাদ সভা ও গায়েবানা জানাজা

টোকিও থেকে আতিকুর রহমান জানান, বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক সফল মন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে গোয়েবলসিয় কায়দায় সাজানো মামলায় নির্মম হত্যা তথা ফাঁসি কার্যকরের প্রতিবাদে সেভ হিউম্যানিটি ইন বাংলাদেশ, জাপানের উদ্যোগে “প্রতিবাদ সভা ও গায়েবানা জানাজা” গত ২২ নভেম্বর রোববার, সময় সকাল ১১টায় জাপানের কশিগায়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।

সেভ হিউম্যানিটি ইন বাংলাদেশ, জাপানের আহ্বায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা ও আবৃত্তিকার আজিজুর রহমান শিমুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাপান কমিউনিটির শীর্ষ নেতা হাফেজ আলাউদ্দিন, বিশিষ্ট গাড়ি ব্যবসায়ী ও কমিউনিটি লিডার এটিএম মিছবাহুল কবির, ইসলামিক মিশন জাপানের সেক্রেটারি জেনারেল আব্দুল মোমেন, ইসলামিক কালচারাল ফাউন্ডেশন জাপানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সিদ্দিকী সোহাগ, মনির হোসেন, প্রবাসে বাংলাদেশ ডটকম সম্পাদক আতিকুর রহমান, কমিউনিটি লিডার সিরাজুল হক, এমডি মাঈনুদ্দীন, ডা. মহিউদ্দিন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে সরকারি বাহিনীর অব্যাহত খুন, গুম, মিডিয়া ক্যু করে সরকারের সাজানো মামলায় নির্মম হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, যার সর্বশেষ সংযোজন হলো জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল, সাবেক সফল মন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও প্রখ্যাত পার্লামেন্টারিয়ান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে বাংলাদেশের স্বাধীনতা আজ বিপন্ন। বিডিআর ধ্বংস করে সীমান্ত অরতি রেখে বিজিবি ও র‌্যাব-পুলিশ দিয়ে নিরীহ জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ ও খুন, গুম চলছে।

আওয়ামী লীগ সরকার কতিপয় মিডিয়া ও বুদ্ধিজীবীকে দিয়ে সিন্ডিকেট করে ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপিয়ে মিথ্যাচার করে যাচ্ছে সর্বত্র।

বক্তাগণ সাজানো মামলায় মৃত্যুদণ্ড কার্যকরের তীব্র নিন্দা জানিয়ে দেশপ্রেমিক শীর্ষ নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

প্রতিবাদ সমাবেশ শেষে গায়েবানা জানাজা বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়, এতে ইমামতি করেন প্রিন্সিপাল হাফেজ ছাবের আহমেদ।

পর্তুগালে সালাউদ্দিন-মুজাহিদের গায়েবানা জানাজা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে পর্তুগালের লিসবনে।

গত ২২ নভেম্বর রোববার স্থানীয় সময় রাত ৯টায় লিসবনের মারতিম মনিজ বাংলাদেশী অধ্যুষিত এলাকার রুয়াদো বেনফরমোসোর মারতিম মনিজ জামে মসজিদে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফোরাম ইউরোপ পর্তুগাল এ গায়েবানা জানাজার নামাজের আয়োজন করে। প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি আফ্রিকান প্রবাসীরাও এই জানাজায় উপস্থিত হয়।  নামাজের ইমামতি করেন মারতিম মনিজ জামে মসজিদের প্রধান খতিব মোহাম্মাদ ইব্রাহিম মোল্লা।

গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন ইসলামিক ফোরাম ইউরোপ পর্তুগালের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি মোহাম্মাদ জুবায়ের মিয়া, মারতিম মনিজ জামে মসজিদেরসহ সভাপতি কামাল হোসেন, ইসলামিক ফোরাম ইউরোপ পর্তুগালের সাবেক সভাপতি আব্দুস সামাদ, বাংলাদেশ কমিউনিটি অপ পর্তুগালের সাংগঠনিক সম্পাদক তাহের আহম্মদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সামছুল ইসলাম, মাহবুব সৌয়েদ, রাকিবুল ইসলাম, কামাল হোসেন, মিজানুর রহমান, মোশারফ হোসেন ও নুরে আলম প্রমুখ।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।