সংবাদ শিরোনামঃ

সমুদ্রে এগিয়ে যাওয়ার পথ বন্ধ ** পরবর্তীতে বলবৎ আইন দিয়ে পূর্বে সংঘটিত অপরাধের বিচার করা যায় না ** সরকার জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যাচার করছে ** উপদেষ্টারা সরকার ও দলসহ দেশকে ডুবাতে বসলেও হাসিনার বোধোদয় হচ্ছে না ** বাংলাদেশের ১৭শ’ একর জমি হাতছাড়া হওয়ার আশঙ্কা ** ভারতের সাথে সমুদ্রসীমা বিরোধ ** ‘কেহ কারে নাহি ছাড়ে...’ ** মধ্যস্বত্বভোগীদের দ্বারা চলছে লুটপাট ** সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ড করতে বিষাক্ত কেমিক্যাল দিয়ে উপকূলীয় গাছ সাবাড় করার অভিযোগ ** সরকার বাংলাদেশে ইসলাম বিরোধী মতবাদ চাপিয়ে দেয়ার চেষ্টা করছে ** চবি সভাপতিসহ ৮ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে দেশব্যাপী শিবিরের বিক্ষোভ ** দেশ সন্ত্রাস রাজনীতি ** ভারতে মুক্তিযুদ্ধের ট্রেনিংশিবির **

ঢাকা শুক্রবার ৯ চৈত্র ১৪১৮, ২৯ রবিউস সানি ১৪৩৩, ২৩ মার্চ ২০১২

নূরুন্নিসা সিদ্দীকা
এক প্রভাবশালী আওয়ামী বুদ্ধিজীবী ও সাবেক উপদেষ্টার মেয়ের বিয়ে থেকে ফিরছিলাম। বাসা খুব দূরে নয়। তাই প্রাইভেট গাড়ির সাহায্য না নিয়ে রিকশায় রওনা হলাম। মাত্র ২০ গজ না এগোতেই রিকশার পথ আগলে দাঁড়ায় দু’পাশে দু’জন চায়নিজ কুড়াল হাতে। ‘যা আছে দিয়ে দাও’ বলে আমার ব্যাগ ধরে টান দেয়। নিজের মান-ইজ্জত ও জীবন রক্ষার তাকিদে ব্যাগটি ছেড়ে দিলাম। সঙ্গী মেয়েটিকে ‘চেইন টেইন যা আছে দিয়ে দে’ বলেই মেয়েটির গলায় হাত ঢুকিয়ে দেয়। চেইন না পেয়ে ওর পায়ে একটি ঘা মারে। টানাটানিতে খাবারের প্যাকেটটি পড়ে বোরকা নষ্ট হয়ে যায়। ছিনতাইকারীরা নীরবে কেটে পড়ে। নিজের প্রিয় মোবাইল ফোন আর ব্যাগটিতো গেল। সঙ্গে ছিল শ্রমজীবী মহিলাদের শ্রমলব্ধ বেশ কিছু টাকা- বিলির জন্য নেয়া হচ্ছিল।

প্রশ্ন হচ্ছে এই ছিনতাইকারী কারা? তারা তো এদেশের সন্তান। তারা কী এতই অভাবী যে, অন্যের টাকা ছিনতাই করে নিজের প্রয়োজন পূরণ করতে হবে? শ্রমজীবী মহিলাদের এই টাকায় হয় তারা মদ গাঁজা হেরোইন সেবন à¦•à¦°à¦¬à§‡Ñ à¦¨à§Ÿà¦¤ ফাস্ট ফুড à¦–à¦¾à¦¬à§‡Ñ à¦¦à§-একদিন মৌজে চলবে। তারপর? আবার ছিনতাই! এদের কী কোনো নৈতিক প্রশিক্ষণ নেই? মানবতাবোধ, আত্মসম্মানবোধ কেন জাগ্রত হচ্ছে না? আর আমাদের সরকার? জনগণের টাকায় পোষা হচ্ছে লাখ লাখ পুলিশ। সে পুলিশ দুষ্টের লালন আর শিষ্টের দমন করছে। গভীর রাতে ঘুমন্ত ব্যক্তিকে ডেকে তুলে তাদের মামলায় ফাঁসিয়ে দেয়া হচ্ছে, আর যারা রাত্রিবেলা গ্রুপ করে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ছিনতাই à¦•à¦°à¦›à§‡Ñ à¦¤à¦¾à¦¦à§‡à¦° ধরা হচ্ছে না। ল্যান্ডফোন অথবা মোবাইল ফোনে হুমকি দিয়ে চাঁদাবাজি, টেন্ডার ছিনতাই, খুন, গুপ্তহত্যা সবকিছুই অবাধে চলছে। শুধু ভূ-লুণ্ঠিত মানবাধিকার। বিরোধী মতকে দলনের মহোৎসব চলছে। কল্পকাহিনী, নাটক তৈরি করে গ্রেফতার, রিমান্ড, à¦¨à¦¿à¦°à§à¦¯à¦¾à¦¤à¦¨Ñ à¦†à¦° সদম্ভ à¦˜à§‹à¦·à¦£à¦¾Ñ ‘উপড়ে ফেলা হবে’।

এ কথা অনস্বীকার্য যে ধার্মিকতাই নৈতিকতার বীজ বপন করে। যে কোনো ধর্মের নিষ্ঠাবান ব্যক্তি নৈতিকতাবোধসম্পন্ন। মানুষের নৈতিকতার একটি সাধারণ মান আছে। কোনো ভালো লোক হঠাৎ খারাপ হয়ে গেছে আবার পরমুহূর্তে ভালো হয়ে à¦—à§‡à¦›à§‡Ñ à¦à¦Ÿà¦¾ অসম্ভব। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বিরুদ্ধে অভিযোগের ঝড় শুরু হয়েছে ইদানীং। কিন্তু সবই কাগুজে অভিযোগ। তারা নিজেরা নৈতিকতার চর্চা করেন এবং অন্যকেও এদিকে আহ্বান করেন। এ জন্যই কিনা তারা কিছু কিছু অনৈতিক লোকের চক্ষুশুল। তাই তাদের বিরুদ্ধে কল্পকাহিনীর ফানুস ওড়ানো হচ্ছে। ক্ষমতার নিকৃষ্টতম অপব্যবহার করে তাদের ওপর সন্ত্রাসী ও পুলিশি নির্যাতন চালানো হচ্ছে। আজ যাদের বিরুদ্ধে অভিযোগ কোনো পূর্ব ধারণা ছাড়াই তাদের নিকটতম à¦²à§‹à¦•Ñ à¦¯à¦¾à¦¦à§‡à¦° সাথে লেনদেন, উঠা-বসা এবং à¦¸à¦®à§à¦ªà¦°à§à¦•Ñ à¦¤à¦¥à¦¾ প্রতিবেশী, বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজন এলাকাবাসীর রিপোর্ট নেয়া  à¦¹à§‹à¦•Ñ à¦¤à¦¾à¦°à¦¾ কেমন লোক। বিগত চল্লিশ বছরে যাদের নামে কেউ সামান্যতম অভিযোগও দায়ের করেনি - তারা হঠাৎ মহাদোষী সাব্যস্ত হয়ে গেল! সম্মানিত ভাই বোনেরা। নিজেদের মগজকে অন্যের হাতে বন্দি করবেন না। একান্ত নিজের মতো করেই ভাবুন। আপনি যা করেননি সে অভিযোগে অভিযুক্ত হলে আপনি কী করবেন? হয় রেগে মেগে উল্টা অ্যাকশন নেবেন। না হয় এর বিচারের ভার আল্লাহর ওপর সোপর্দ করবেন। যদি আপনি মিথ্যা অভিযোগে নির্যাতিত হন তবে আপনার আর স্রষ্টার মাঝে কোনো আড়াল থাকবে না এবং স্রষ্টাই অ্যাকশন নেবেন। তা হবে সর্বগ্রাসী। আমরা কী সে দিকেই এগোচ্ছি?

অধ্যাপক গোলাম আযম! একজন অশীতিপর à¦¬à§ƒà¦¦à§à¦§Ñ à¦¯à¦¿à¦¨à¦¿ নব্বই বছরে পদার্পণ করছেন। নিখুঁত নৈতিক ও সুশৃঙ্খল জীবনযাপন করায় এ বয়সেও তিনি হাঁটাচলা ও কথাবার্তায় বেশ মজবুত। মাত্র কিছুদিন আগেও যার এ অবস্থা à¦›à¦¿à¦²Ñ à¦†à¦œ তিনি কেমন আছেন? তাকে হুইল চেয়ারেও আদালতে হাজির করতে পারেনি সরকার। কারা হাসপাতালে থাকার নাম করে সরকার তাকে বন্দির ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত করেছেÑ

ক) বৃদ্ধ মানুষের উপযোগী খাদ্য, পানীয় ও পথ্য দেয়া হচ্ছে না।

খ) একজন উচ্চ মানের সুশিক্ষিত à¦®à¦¾à¦¨à§à¦·Ñ à¦¯à¦¾à¦° শেষ জীবনটা অধিকাংশই পড়াশোনায় à¦•à¦¾à¦Ÿà§‡Ñ à¦¤à¦¾à¦à¦•à§‡ সব পড়াশোনা থেকে বঞ্চিত রাখা হচ্ছে।

গ) যার উঠে দাঁড়ানো, হাঁটা, যে কোনো কাজেই সাহায্যকারী অপরিহার্য তাকে সম্পূর্ণ একাকী প্রিজন সেলে রাখা à¦¹à§Ÿà§‡à¦›à§‡Ñ à¦¯à¦¾ চরম অমানবিকতা।

ঘ) বৃদ্ধ বয়সে নিঃসঙ্গ একাকীত্ব সবচেয়ে à¦¬à§‡à¦¦à¦¨à¦¾à¦¦à¦¾à§Ÿà¦•Ñ à¦à¦° জন্য দায়ী ট্রাইব্যুনাল ও গণবিরোধী সরকার।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকার তাঁকে ফজলুল কাদের চৌধুরীর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। কারণ বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ হাতের মুঠোয় নিয়েও সরকার নিশ্চিত হতে পারছে না তার কথিত যুদ্ধাপরাধীকে শাস্তি দেয়া যাবে কি না। স্বাধীন মুক্তকণ্ঠ অধ্যাপক গোলাম আযম কিছুদিন আগেই চ্যালেঞ্জ দিয়েছিলেন তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে। চ্যালেঞ্জ গ্রহণ করতে কি সরকার ভয় পাচ্ছে? বন্দি জীবনে ধুঁকে ধুঁকে মরতে দিয়ে সরকারের দু’কূলই রক্ষা হবে অবশ্য।

বর্তমানে বিরোধী রাজনীতিকের শীর্ষ নেতা যারা বন্দি তাঁদের সবার বয়স ষাটোর্ধ্ব। অনেকে সত্তরোর্ধ্ব। এরা সবাই মুক্তকণ্ঠ এবং দেশের স্বাধীনতা সার্বভৗমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। দেশ পরিচালনায় বিরোধী নেতৃবৃন্দের সহযোগিতা নেয়ার পরিবর্তে সরকার তাদের কণ্ঠরোধ করছেন। মিথ্যা দোষারোপের ঝুলি তাদের গলায় ঝুলিয়ে রেখেছেন। হয়ত ঝুলির ভারেই এটা ছিঁড়ে যাবে। নয়ত দীর্ঘ দিনে রশির মেয়াদই ফুরিয়ে যাবে। একদিন তারা সমস্ত অপবাদ থেকে মুক্ত হবেন। কিন্তু জাতীয় জীবনে যে ক্ষতি হলো তা পোষাবে কী দিয়ে? তাদের সেবা ও সহযোগিতা থেকে জাতি বঞ্চিত হলো। সরকারের গঠনমূলক সমালোচনায় কোনো অকল্যাণ নেই। কিন্তু সরকার কী সে সমালোচনা গ্রহণ করতে রাজী? পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ঘউও এর আয়োজিত প্রোগ্রামে এক সময় বলেছিলেন ‘আমাদের সবার (সকলের) রাজনীতি জনগণের কল্যাণের জন্য’। সেদিন তাঁর কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছিলাম। তবে আজ কেন এই অসহিষ্ণুতা? বিরোধী রাজনীতি দলনের এই অপচেষ্টা? আপনারা কী মনে করেন জনগণ ঘুমাচ্ছে? এ দেশের মানুষ অশিক্ষিত হতে পারে, অসচেতন নয়। কার কী কর্ম আর আচরণ তা তারা দেখছে। তারা সময়মত জবাব দেবে।

পরিশেষে বলতে চাই, দেশ, জনগণ ও দল স্থায়ী। কিন্তু ক্ষমতা অস্থায়ী। ক্ষমতার হাত বদল হলে জনগণের কাছেই ধর্ণা দিতে হবে। দেশের অস্তিত্ব বিপন্ন হলে দল করব কার জন্য? কাজেই দেশের স্বার্থ বিরোধী চুক্তি, অপতৎপরতা থেকে ফিরে এসে জনগণের মৌলিক চাহিদা পূরণে সবাইকে নিয়ে কাজ করুন। সন্ত্রাস দমনে নিরপেক্ষ হোন। ন্যায়বিচার করুন। জনগণের এ প্রত্যাশা কী খুব বেশি?

লেখক : শিক্ষাবিদ

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।