রেজি:ডিএ ৫১৭, অনলইন ভার্সন,শুক্রবার ২৪ এপ্রিল, অনিবার্য কারণে প্রিন্ট ভার্সন বন্ধ আছে

গরিবের চাল চুরি করছে চেয়ারম্যান-মেম্বার

কর্মহীনদের খাবার জোগাতে এগিয়ে আসছেন ভিক্ষুক

স্টাফ রিপোর্টার : সরকারি ও বেসরকারি দফতর থেকে শুরু করে দেশের সব প্রতিষ্ঠান বন্ধ এক মাস ধরে। সব ধরনের পরিবহন বন্ধ প্রায় এক মাস হলো। ছোট-বড় প্রায় সব ধরনের ব্যবসা (নিত্যপণ্য ছাড়া) বন্ধ। পুরো দেশ করোনা পরিস্থিতির কারণে অচলপ্রায়। এই পরিস্থিতিতে কর্মহীন দরিদ্র মানুষের জন্য সরকার ত্রাণ ও ১০ টাকা কেজিদরের চাল বরাদ্দ করে তা বিতরণের নির্দেশ নিয়েছে। কিন্তু গরিবের সেই চাল গরিবের পেটে না গিয়ে স্থানীয় আওয়ামী লীগের কথিত নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ঘরে ঢুকেছে। ইতোমধ্যে কথিত নির্বাচনে নির্বাচিত কয়েকজন জনপ্রতিনিধিকে চাল চুরির অভিযোগে গ্রেপ্তার ও বিভিন্ন গোডাউন থেকে গরিবের চাল উদ্ধারও করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় আওয়ামী লীগের চাল চোররা যে পরিমাণে চাল চুরি করেছেন, উদ্ধার হওয়া চাল তার সিকি পরিমাণও নয়। ফলে একদিকে আওয়ামী লীগের নেতা ও চেয়ারম্যান-মেম্বাররা গরিবের চাল খেয়ে শরীরর ফোলাচ্ছেন, অন্যদিকে কর্মহীন গরিব মানুষ অনাহারে কষ্ট করে যাচ্ছেন। কাজ নেই তাই ঘরে খাদ্য নেই, শিশুর জন্য দুধ নেই, কোনো ধরনের সাহায্য-সহযোগিতা না পেয়ে নিজের চুল বিক্রি করে ‘মা’ যখন শিশুর খাদ্যের জোগাড় করছেন, তখন চাল চুরিতে ব্যস্ত একশ্রেণির কথিত জনপ্রতিনিধি। অথচ ভিক্ষা করে টাকা জমিয়ে কর্মহীনদের জন্য দান করলেন দেশের এক ভিক্ষুক। নাগরিক সমাজ মনে করেন, চাল চোরদের সম্ভাব্য গোডাউনে আরও বেশি অভিযান চালাতে হবে এবং জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে। তা না হলে সরকার বরাদ্দ দিলেও গরিবে ঘরে তা পৌঁছাবে না।

 à¦•à¦°à§à¦®à¦¹à§€à¦¨à¦¦à§‡à¦° খাদ্য সহায়তায় ১০ হাজার টাকা দিলেন ভিক্ষুক!

 à¦¨à¦œà¦¿à¦®à§à¦¦à§à¦¦à¦¿à¦¨à¥¤ বয়স ৮০ বছর। ভিক্ষা করে সংসার চালান। নিজের বসতঘর মেরামত করার জন্য দুই বছরে ভিক্ষা করে জমিয়েছেন ১০ হাজার টাকা। কিন্তু এ টাকা দিয়ে তার নিজের ঘর মেরামত না করে দান করলেন শেরপুরের ঝিনাইগাতীতে কর্মহীনদের খাদ্য সহায়তার জন্য খোলা তহবিলে। গত ২১ এপ্রিল মঙ্গলবার দুপুর ২টার দিকে মালিঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও এলাকায় ইউএনও রুবেল মাহমুদের হাতে এ টাকা তুলে দেন নজিমুদ্দিন। তিনি উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের ইয়ার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরবন্দি হওয়া কর্মহীন মানুষকে সরকারি ও বেসরকারিভাবে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। গত ১৯ এপ্রিল রোববার ইউএনও রুবেল মামুদের নির্দেশে খাদ্য সহায়তার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘দি প্যাসিফিক’ ক্লাবের সদস্য ও স্থানীয় ইউপি সদস্যরা কর্মহীন অসহায় দরিদ্রদের তালিকা প্রণয়নে গান্ধীগাঁও গ্রামে যান। এ সময় নজিমুদ্দিনের বাড়িতে গিয়ে তাকে ইউএনও’র পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেয়ার কথা বলে তার জাতীয় পরিচয়পত্র দেখতে চান তারা। পরে ওই তালিকায় তার নাম না দেয়ার জন্য অনুরোধ করেন তিনি। একই সঙ্গে নজিমুদ্দিন বলেন, নিজের বসতঘর মেরামত করার জন্য দুই বছরে ভিক্ষা করে ১০ হাজার টাকা জমিয়েছি। এ টাকা স্বেচ্ছায় বর্তমান পরিস্থিতিতে অসহায়দের খাদ্য দেয়ার জন্য দান করবেন তিনি। পরে ২১ এপ্রিল মঙ্গলবার ‘দি প্যাসিফিক’ ক্লাবের সদস্য ও স্থানীয় ইউপি সদস্য ওই ভিক্ষুককে ইউএনও’র কাছে নিয়ে যান। সেখানে তার জমানো ১০ হাজার টাকা ইউএনও’র হাতে তুলে দেন তিনি। এ সময় নজিমুদ্দিন গণমাধ্যম কর্মীদের কাছে বলেন, ‘আমি ভিক্ষা করে খাইয়ে-খুইচরে দুই বছরে এ টেহা জড়ো করছি। আমার ঘরডা ভাঙ্গে গেছে গ্যা। এহন আর ঘর-দরজা দিলাম না। দশে এহন (মানুষ) কষ্ট করতাছে, আমি এ টেহ্যা ইউএনও সাহেবের হাতে দিলাম। দশেরে দিয়ে দেখ, খাইয়ে বাঁচুক।’

 à¦œà¦¾à¦®à¦¾à¦²à¦ªà§à¦°à§‡ চাল জব্দের ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার

জামালপুরের বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে সরকারি চাল জব্দের ঘটনায় বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুল মুন্নাফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, ২০ এপ্রিল সোমবার সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় নতুন বাজার এলাকায় আনিছুর রহমান খরমের ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১২টি বস্তায় ৭১০ কেজি চাল জব্দ করে র‌্যাব-১৪। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুল মুন্নাফ ও বকশীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালামকে আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা করে র‌্যাব। ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে ডিলার আব্দুল মুন্নাফকে গ্রেপ্তার করা হয়।

 à¦—ৌরীপুরে ২৫ বস্তা সরকারি চালসহ ব্যবসায়ী আটক

 à¦®à§Ÿà¦®à¦¨à¦¸à¦¿à¦‚হের গৌরীপুরে ২৫ বস্তা সরকারি চালসহ আজাহারুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ভূটিয়ারকোনা বাজারে আজাহারুল ইসলামে দোকানে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ২৫টি বস্তা পান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় তাকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর। তার সঙ্গে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব সরকার ও গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন।

 

কুষ্টিয়ায় ত্রাণ আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

 

কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি ত্রাণ আত্মসাতের অভিযোগে হাবিবুর রহমান ওরফে হাব্বু (৫২) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২০ এপ্রিল সোমবার দিবাগত রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোবরগাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দৌলতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য। পুলিশ ও স্থানীয়রা জানায়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকার গরিব, অসহায়, দিনমজুর ও দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে। দৌলতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান হাব্বি গত ৯ ও ১০ এপ্রিল তার ওয়ার্ডের গরিব, অসহায়, দিনমজুর ও দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির আশ্রয় নেন। ত্রাণ না পেয়ে ওই ওয়ার্ডের গোবরগাড়া গ্রামের রবিউল ইসলাম, মালেক, ইদ্রিস, সকেনা, জুলেখা, জোসনা, আফু, কোহিনুর, সারুজান, আমিরুল, মোকাব্বর অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ তদন্ত করে সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করে।

 à¦²à¦¾à¦²à¦®à¦¨à¦¿à¦°à¦¹à¦¾à¦Ÿà§‡ ব্যবসায়ীর গোডাউন থেকে ১২০ বস্তা চাল উদ্ধার

 à¦²à¦¾à¦²à¦®à¦¨à¦¿à¦°à¦¹à¦¾à¦Ÿ জেলার হাতীবান্ধা উপজেলা সিন্দুর্না হাটখোলা বাজার থেকে ১০ টাকা কেজি মূল্যের ১২০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। গত ২০ এপ্রিল সোমবার ভোর ৪টার দিকে ওই চাল উদ্ধার করা হয়েছে বলে হাতীবান্ধা থানা পুলিশ নিশ্চিত করেছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে উপজেলার সিন্দুর্না হাটখোলা বাজারের চাল ব্যবসায়ী আব্দুস সোবাহানের গোডাউনের সামনে একটি ট্রলি এসে দাঁড়ায়। এতে স্থানীয় মানুষের সন্দেহ দেখা দিলে তারা গোডাউনটি ঘিরে রেখে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। খবর পেয়ে ইউএনও হাতীবান্ধা থানা পুলিশকে সাথে নিয়ে গোডাউনের তালা ভেঙে ১২০ বস্তা চাল উদ্ধার করেন। এ ঘটনায় দুখু মিয়া নামের ট্রলি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ঝালকাঠিতে সাবেক ইউপি সদস্যের বাসা থেকে সরকারি চাল উদ্ধার

ঝালকাঠিতে সাবেক ইউপি সদস্যের বাসা থেকে ১০ টাকা কেজিদরের ৩০ কেজি ওজনের ৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ সময় ৭টি কার্ড জব্দ করা হয়। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য হোসেন আলী ও শুক্তাগড় ইউনিয়নের ডিলার মাহাদি হাসানকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত ২০ এপ্রিল সোমবার দুপুরে জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের সাবেক ইউপি সদস্য হোসেন আলীর বাসায় মজুদকৃত অবস্থায় ৬টি বস্তায় ৩০ কেজি করে ১৮০ কেজি সরকারি চাল রয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তি গোপন রাজাপুরের ইউএনও সোহাগ হাওলাদার একদল পুলিশ নিয়ে অভিযান চালান।

 à¦¶à¦¾à¦¹à¦œà¦¾à¦¦à¦ªà§à¦°à§‡ ৩৫৭ কেজি চালসহ ডিলার আটক

 à¦¸à¦¿à¦°à¦¾à¦œà¦—ঞ্জের শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নে ওএমএসের ৩৫৭ কেজি চালসহ ডিলার আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ এপ্রিল রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ শামছুজ্জোহা ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন অভিযান চালিয়ে ডিলার আলাউদ্দিন শেখকে আটক করেন। ত্রাণের দাবিতে কৈজুরী ইউনিয়নে লকডাউন ভেঙে হতদরিদ্ররা ১৪ এপ্রিল বিক্ষোভ করেন। ওই ঘটনায় চেয়ারম্যানের ভাই আব্দুল খালেকের নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো হয়। ওই ঘটনার ৫ দিন পর চাল চুরির ঘটনায় চালসহ ডিলার আলাউদ্দিন ডিলারকে আটক করা হয়।

 à¦šà§‡à§Ÿà¦¾à¦°à¦®à§à¦¯à¦¾à¦¨à§‡à¦° গুদাম থেকে ১১২ বস্তা চাল-আটা উদ্ধার

 à¦¦à¦¿à¦¨à¦¾à¦œà¦ªà§à¦° সদর উপজেলায় সরকারি ৬৪ বস্তা চাল ও ৪৮ বস্তা আটাসহ এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২০ এপ্রিল সোমবার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের গাবুড়া বাজারের গুদামে অভিযান চালিয়ে এসব চাল-আটা উদ্ধার করা হয়। সরকারি চাল-আটা মজুতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শেখপুরা ইউপি চেয়ারম্যান মো. মোমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

 à¦œà¦¾à¦®à¦¾à¦²à¦ªà§à¦°à§‡ ফের আ.লীগ নেতার গুদাম থেকে ৩৮৪ বস্তা চাল উদ্ধার

 à¦œà¦¾à¦®à¦¾à¦²à¦ªà§à¦°à§‡ বন্ধ হচ্ছে না ত্রাণের চাল চুরি। আবারও জামালপুরের ইসলামপুর উপজেলায় দুই ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে ৩৮৪ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গত ২০ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার গুঠাইল বাজারের নন্দু এবং আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেনের গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।