সংবাদ শিরোনামঃ

তীব্রতর হচ্ছে আন্দোলন ** পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অবরোধ চলবে ** শক্তি নয় সমাধান সংলাপে ** টানা অবরোধ হরতালে অচল দেশ ** সংলাপে বসতে বহির্বিশ্বের প্রচণ্ড চাপে বেকায়দায় সরকার ** অনুমতি ছাড়াই চাঁপাইনবাবগঞ্জে অভিযান ** আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে সরকার টিকে আছে ** রাজনৈতিক দমন নিপীড়ন বন্ধ করুন ** আবারও দৃশ্যপটে বিদেশী কূটনীতিকরা ** অভিযান নামের নির্যাতন ** গণতন্ত্র মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের অবরোধে অচল দেশ ** আল মাহমুদের কবিতা কার প্রেমে, কার সান্নিধ্যে **

ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪২১, ১ রবিউস সানি ১৪৩৬, ২৩ জানুয়ারি ২০১৫

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সহিংসতা বন্ধ এবং বিরোধী দল ও জনগণের মৌলিক অধিকার রায় জাতিসঙ্ঘ মানবাধিকার কমিশনের বিবৃতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। জোটের দাবি, ক্ষমতাসীনেরা এতটাই দেউলিয়া হয়ে পড়েছে যে এখন রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধানের পথে না গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের মাঠে নামিয়ে দেয়া হয়েছে। গত ১৬ জানুয়ারি শুক্রবার র‌্যাবের ডিজি ও পুলিশের আইজির রংপুরের মিঠাপুকুরে দেয়া বক্তব্যকে রাজনৈতিক বলে মন্তব্য করেছে ২০ দল। গত ১৭ জানুয়ারি মী শনিবার  বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।

জোটের বিবৃতিতে বলা হয়, জাতিসঙ্ঘ মানবাধিকার কমিশন বাংলাদেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ, সহিংসতা বন্ধ এবং বিরোধী দল ও জনগণের মৌলিক মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়ে যে বিবৃতি দিয়েছে তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা এটিকে স্বাগত জানাই। সমস্যাটি যে রাজনৈতিক এবং বিরোধী দলের কর্মসূচি পালনে ক্ষমতাসীনদের বাধা প্রদান ও নির্যাতন থেকে উদ্ভূত তারা তা অনুধাবন করেছেন।

জাতিসঙ্ঘ মানবাধিকার কমিশন বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের প্রতি সহিংস ঘটনাবলীর নিরপেক্ষ ও কার্যকর তদন্তের যে দাবি জানিয়েছে, সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছে ২০ দলীয় জোট। বিবৃতিতে বলা হয়, ভোটারবর্জিত ও প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনী প্রহসনে ক্ষমতা দখলকারীরা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ও তদন্তপ্রক্রিয়াসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে চরম দলীয়করণের মাধ্যমে অবৈধ ক্ষমতা রক্ষার হাতিয়ারে পরিণত করেছে। এদের মাধ্যমে কোনো নিরপেক্ষ, সুষ্ঠু ও কার্যকর তদন্ত সম্ভব নয়। ফলে রিয়াজ রহমানসহ বিএনপির সিনিয়র নেতাদের ওপর গুলি ও বোমা হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরাধীনে চলন্ত যানবাহনে রহস্যজনক হামলায় মানুষ পুড়িয়ে মারার মতো নৃশংস ঘটনাবলীর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।

২০ দলীয় জোটের অভিযোগ, সাম্প্রতিককালে তাদের দলভুক্ত সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হলেও তাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে। আর মিথ্যা মামলায় বাড়িঘরে হানা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের ধরে নিয়ে নির্যাতন, গুম ও হত্যা করা হচ্ছে। যৌথবাহিনীর অভিযানের নামে বিরোধী দলের নেতাকর্মীদের স্থাবর, অস্থাবর সম্পদ ধ্বংস এবং পরিবারের সদস্যদের নির্যাতনের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে এমন সব চরম দলবাজ লোকদের বসানো হয়েছে যে, তারা এখন আইন-কানুন এবং তাদের আওতা, পরিধি ও কর্তব্যের সীমারেখা মেনে চলারও ধার ধারছে না।

২০ দলের বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার রংপুরের মিঠাপুকুরে পুলিশের আইজি ও র‌্যাবের ডিজি জনসভায় রাজনীতিবিদদের ভাষণ দেয়ার মতো করে রীতিমতো রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। তাদের দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করে বলা হয়, প্রশাসনের এই দুই কর্তাব্যক্তি বিরোধী দল ও জনগণকে কঠোর ভাষায় হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে ক্ষমতাসীনদের বিরুদ্ধে আন্দোলনের পরিণাম সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। দেশে জাতীয় নির্বাচন কখন হবে না হবে সে ব্যাপারেও তারা মন্তব্য করেছেন। আন্দোলনকারীদের জীবননাশের হুমকি দিয়ে ক্ষমতাসীনদের পক্ষে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার কথা বলেছেন। বিরোধী দলের শীর্ষপর্যায়ের নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে কটূক্তি করে তারা ক্ষমতাসীনদের রাজনৈতিক এজেন্ডার পক্ষে সাফাই গেয়েছেন। এর আগে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির ডিজিও সংবাদ সম্মেলন করে একইভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে হুমকি দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, এসব ঘটনা অগণতান্ত্রিক ও সভ্য দেশে অকল্পনীয়। জনগণের কষ্টার্জিত অর্থে বেতনভাতা গ্রহণকারী প্রজাতন্ত্রের এসব কর্মচারীর এমন ধৃষ্টতাপূর্ণ ও পক্ষপাতদুষ্ট আচরণের আমরা তীব্র নিন্দা জানাই। দেশে জনপ্রতিনিধিত্বশীল কোনো সরকার থাকলে শৃঙ্খলা ভঙ্গ ও এখতিয়ারবহির্ভূত এমন সব বেআইনি বক্তব্য প্রদানের দায়ে তাদেরকে অবশ্যই চাকরিচ্যুত করে আইনের আওতায় আনা হতো।

২০ দলীয় জোট বিস্ময় প্রকাশ করে বিবৃতিতে বলে, ক্ষমতাসীনরা এতটাই দেউলিয়া হয়ে পড়েছে যে এখন রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধানের পথে না গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের মাঠে নামিয়ে দিয়েছে। নিরাপত্তাবাহিনীর যেসব কর্মচারীর রাজনৈতিক খায়েশ রয়েছে আমরা তাদের উর্দি খুলে প্রজাতন্ত্রের চাকরিতে ইস্তফা দিয়ে মাঠে নামার আহ্বান জানাচ্ছি।

 à¦¸à¦°à¦•à¦¾à¦°à§‡à¦° নির্দেশ না মানতে নিরাপত্তাবাহিনীর সব সদস্যের প্রতি আহ্বান জানিয়ে ২০ দলের বিবৃতিতে আরো বলা হয়, সুবিধাভোগী ও উচ্চাভিলাষের প্রতিযোগিতায় লিপ্ত এসব দলবাজ কর্মকর্তার বেআইনি নির্দেশ মানতে আপনারা বাধ্য নন। আপনারা প্রকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণের পাশে থাকবেন এবং আইনসম্মত পন্থায় কর্তব্য পালন করবেন।

 à¦¬à¦¿à¦¬à§ƒà¦¤à¦¿à¦¤à§‡ বলা হয়, নারায়ণগঞ্জে ১১ হত্যাসহ গুম-খুনের বিভিন্ন ঘটনায় বিতর্কিত র‌্যাব বিলুপ্ত করার দাবি উঠেছে দেশে-বিদেশে। এই কালিমা দূর করে র‌্যাবের ভাবমূর্তি ফিরিয়ে আনার বদলে নতুন ডিজি আরো বিতর্কিত ও গণবিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এই বিতর্কিত কর্মকর্তাদের কারো কারো নিকটাত্মীয়রা পর্যন্ত শীর্ষ সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। কাজেই এ ধরনের দলবাজ কর্মকর্তাদের কাছ থেকে সন্ত্রাস ও নাশকতা রোধে কোনো নিরপেক্ষ ভূমিকা আশা করা যায় না।

 à¦†à¦°à§‹ বলা হয়, আমাদের নিরাপত্তা বাহিনীগুলোর ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। তারা অতীতে সব সময়ই জনগণের পাশে থেকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে আইনসম্মতভাবে দায়িত্ব পালন করেছেন। জনপ্রতিনিধিত্বহীন বর্তমান সরকারের ও দলবাজ কিছু কর্মকর্তার কারণে তা যেন ভূলুণ্ঠিত না হয় সে আহ্বান জানায় ২০ দলীয় জোট।

 à¦ ছাড়া প্রায় একই বিষয়ে ২০ দলের পক্ষে গত শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিটি প্রত্যাহার করে নেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।