সংবাদ শিরোনামঃ

বিএনপি ও জামায়াতে ইসলামী কখনও সামরিক শাসনের অনুঘটক ছিল না ** ১৯৭২ সালে যুদ্ধাপরাধী তালিকায় এদেশের কারো নাম ছিল না ** বাংলাদেশ এখন একতরফা প্রেমেই মজেছে ** আগাম নির্বাচনের পথে পাকিস্তান ** শিাঙ্গনে শিার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে ** পুঁজিবাজারের উন্নয়নে সরকারের সর্বাত্মক উদ্যোগ ** ‘সৈয়দ’ ও ‘স্বৈরশাসকের’ ভয়ঙ্কর বয়ান ** সংবাদপত্রের পাতা থেকে ** ইসলামের দৃষ্টিতে বর্ষবরণ ** গতিহীন জীবনের নিত্য হাহাকার যেখানে কেঁদে মরে ** টাঙ্গাইলে লাইট হাউস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে লুটপাট ও অগ্নিসংযোগে এলাকাবাসী বিস্মিত ** মুখরোচক কুষ্টিয়ার তিলের খাজা ** বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ **

ঢাকা শুক্রবার ১৪ মাঘ ১৪১৮, ৩ রবিউল আওয়াল ১৪৩৩, ২৭ জানুয়ারি ২০১২

দিনাজপুরের চিরিরবন্দরে উদ্ধারকৃত চোরাই গরুগুলো বর্তমানে থানার গোলঘরে। পাশে প্রত্যাহার হওয়া ওসি মো. রেজাউল করিম

মো. আব্দুস সালাম-চিরিরবন্দর (দিনাজপুর) থেকে
দিনাজপুরের চিরিরবন্দরে গরু চুরিকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, ভাংচুর, সড়ক অবরোধের ফলে জনতার দাবির মুখে প্রশাসন চিরিরবন্দর ওসি রেজাউল করিম কোজ করা হলেও সংঘবদ্ধ চোরদল এখন বহাল তবিয়তে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

জানা গেছে, গত ১৮ জানুয়ারি বুধবার দিবাগত রাতে স্থানীয় জনগণ উপজেলার ঘণ্টাঘর বাজারের পার্শ্বে আব্দুল গনির মিল চাতালে চোরাই গরু উদ্ধার করতে গেলে মিল মালিকসহ সংঘবদ্ধ চোরেরা জনগণের উপরে চড়াও হয়। এতে উভয় পরে মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে চিরিরবন্দর ওসি রেজাউল করিম ঘটনাস্থলে পৌছে মোটা অঙ্কের টাকায় ম্যানেজ হয়ে চোরদের প নিয়ে জনগণকে গালমন্দ শুরু করেন। স্থানীয় লোকজন পিছু সরে গেলেও মিলটি পাহারা দিয়ে রাখে। মিল মালিকসহ সংঘবদ্ধ চোরররা গভীর রাতে গরুগুলি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দিলে চেয়ারম্যান ৩টি গরুকে উদ্ধার করে খোয়াড়ে দেন।

পরদিন সন্ধ্যায় স্থানীয় লোকজন পুনরায় মিলটি ঘেরাও করে গরুর মূলমালিকদের গরু ফিরিয়ে দেয়ার দাবি জানালে সংঘবদ্ধ চোররা মিলের গেট বন্ধ করে পালিয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে এবং মিলের সীমানা প্রাচীর ভেঙে ফেলে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.আমিরুল ইসলাম, এ এস পি সদর সার্কেল মো.ফারুক হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌছে ঘটনার সত্যতা পাওয়ায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়। পরে জনতা থানার অফিসার ইনচার্জকে ঘটনা স্থলে পৌঁছার এবং তার অপসারণের দাবি জানান। এলাকাবাসীর দাবির মুখে ঊর্ধ্বতন কর্তৃপ স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও জেলা পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে তাৎণিক সংঘবদ্ধ চোরের সহযোগী ওসি মো. রেজাউল করিমকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়। প্রশাসন চুরি করা গরুগুলো আব্দুল গনির মিল গোডাউন থেকে উদ্ধার করে চিরিরবন্দর থানায় নিয়ে আসে। অফিসার ইনচার্জ কোজ হলেও সংঘবদ্ধ চোরদলের গডফাদার ওবায়দুর চৌকিদার (দফাদার) তার সঙ্গীয় লোকজন নিয়ে এখনও এলাকায় বহাল তবিয়তে থেকে প্রকাশ্যে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। এলাকাবাসী জরুরি ভিত্তিতে উক্ত চৌকিদারকে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন। এ ব্যাপারে উক্ত এলাকার ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান ওবায়দুর চৌকিদার দীর্ঘদিন যাবৎ অসৎ কাজের সঙ্গে লিপ্ত থেকে বিশাল বিত্ত বৈভবের মালিক হয়েছেন। সে চৌকিদার হলেও তার রয়েছে দোতলা বাড়ি ও নিজস্ব মাইক্রোবাস। জানা যায়, চলতি মাসের প্রথম সপ্তাহে দিনাজপুর সদর উপজেলার জয়দেবপুর গ্রামের মৃত আছির উদ্দীনের ছেলে মো.মোজাম্মেল হকের বাড়ি থেকে ৩টি গরু ও পার্শ্ববর্তী বাড়ি থেকে আরও ৬টি গরু চুরি করে সাতনালা ইউপির দফাদার ওবায়দুর রহমান, তার সহযোগী ইছা, হাসান, কার্তিকসহ মিল মালিক আব্দুল গনির যোগসাজশে গরুগুলোকে গোডাউন ঘরে লুকিয়ে রাখে।

উল্লেখ্য ওসি চিরিরবন্দর থানায় যোগদানের পর থেকেই সংঘবদ্ধ চোররা ওসির সঙ্গে আঁতাত করে তার ছত্রছায়ায় দীর্ঘদিন যাবৎ দিনাজপুর জেলায় চুরি যাওয়া গরুগুলিকে চিরিরবন্দরের আব্দুল গনির মিলে লুকিয়ে রাখেন। আব্দুল গনির বিরুদ্ধে এলাকাবাসী সোচ্চার থাকলেও ওসির কারণে জনগণ তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।