রেজি : ডিএ ৫১৭ ॥ ৬৩ বর্ষ : ৪র্থ সংখ্যা ॥ ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ ॥ ৯ শাওয়াল ১৪৪৫ হিজরী ॥ ১৯ এপ্রিল ২০২৪

সব বিরোধীদলের উপজেলা নির্বাচন বয়কট

বৈধতার সংকট তাড়া করছে সরকারকে

এ মেয়াদে দেড় বছর ক্ষমতায় থাকার ইঙ্গিত
॥ ফারাহ মাসুম ॥
একতরফা নির্বাচন করে ক্ষমতায় এসে স্বস্তি পাচ্ছে না ক্ষমতাসীনরা। দেশের ভেতরে-বাইরে বৈধতার সংকট তাদের তাড়া করে ফিরছে। অবৈধভাবে কারসাজি করে ক্ষমতায় আসতে এবং থাকতে গিয়ে এজন্য সহায়তাকারী একটি বিশেষ দেশের নির্দেশনায় কাজ করতে গিয়ে পাহাড়ে ভয়ানক নিরাপত্তা সংকট সৃষ্টি হচ্ছে। দেশের ভেতরে সব ধরনের নির্বাচন বয়কটের মুখে পড়ছে একের পর এক। অরাজনৈতিক ভিত্তিতে হওয়া স্থানীয় সরকার নির্বাচন হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে বিরোধীদলগুলো অংশগ্রহণ করতে পারে বলে শাসকদল প্রত্যাশা করেছিল। এজন্য দলীয় প্রতীক এ নির্বাচনে ব্যবহার না করারও সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু নির্বাচনের প্রস্তুতি পর্বেই স্পষ্ট হয়ে যায় যে, একতরফা সংসদ নির্বাচনের মতোই আরেকটি নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে সরকার। ফলে প্রধান বিরোধীদল বিএনপি, জামায়াতে ইসলামী, সিপিবি, ১২ দলীয় জোট, ইসলামী আন্দোলনসহ সব বিরোধীদল উপজেলা নির্বাচনও বয়কট করছে। এসব দলের প্রার্থী যারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তারা নির্বাচন থেকে সরে এসেছেন। এরপরও যদি কোনো নেতা নির্বাচনে অংশ নেন, তাহলে দল থেকে বহিষ্কারের সম্মুখীন করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীদলগুলো। এতে সরকারের মধ্যে এমন ধারণা সৃষ্টি হয়েছে বৈধতার সংকট যেভাবে চারদিক থেকে ধেয়ে আসছে, তাতে এক-দেড় বছরের মধ্যে আরেকটি নির্বাচনের আয়োজন ছাড়া কোনো উপায় থাকবে না।
পাহাড়ে নিরাপত্তা সংকট : পার্বত্য চট্টগ্রামে একের পর এক রহস্যজনক ঘটনা ঘটে ....বিস্তারিত

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি গত ১৭ এপ্রিল বুধবার সকাল ৭টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় স্বাধীনতার স্থপতি এ মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে তার দলের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম সরকার গঠন উপলক্ষে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়।
পাশাপাশি বনানী কবরস্থানে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও এম মনসুর আলীর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
কর্মসূচির মধ্যে গত ১৭ এপ্রিল বুধবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয় ও বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণসহ সারা দেশের সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবসে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা শুরু হলে ২৬ মার্চ প্রথম প্রহরে বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে ....বিস্তারিত

সাবেক চেয়ারম্যান মাহবুবার রহমানের কবর জিয়ারত

শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে অবিচল থাকতে হবে : ডা. শফিক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, কর্তৃত্ববাদী সরকারকে হটাতে রাজপথে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে কাপুরুষতার পরিচয় দেয়া যাবে না। মানবতার কল্যাণে দেশবাসীকে সাথে নিয়ে জীবনবাজি রেখে আন্দোলন-সংগ্রাম করতে হবে। দুনিয়ার কোনো শক্তিকে পরোয়া করা যাবে না। আখিরাতে আল্লাহর সন্তুষ্টির জন্য জান ও মাল দিয়ে ইসলামী আন্দোলন করতে হবে। শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে অবিচল থাকতে হবে।
গত ১৬ এপ্রিল মঙ্গলবার জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিমের সভাপতিত্বে শিক্ষাশিবিরে বিষয়ভিত্তিক আলোচনা করেন রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম প্রমুখ।
পৃথক আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দুষ্কৃতকারীদের আঘাতে নিহত রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবার রহমানের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন।
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, আল্লাহর জমিনে তাঁরই বিধান কায়েমে চেষ্টা করতে হবে। এ পথে জেল-জুলুম পরোয়া করা যাবে না। মৃত্যুকে ভয় ....বিস্তারিত

ইসরাইলের অপকর্মের কঠোর জবাব ইরানের

॥ মুজতাহিদ ফারুকী ॥
সামাজিক মাধ্যমে সক্রিয় নেটিজেনদের একটি জনপ্রিয় পোস্ট প্রায়ই চোখে পড়ে। সেটি অনেকটা এরকম, “কিছু মানুষ আছে, যাদের ভালোবেসে কলিজা ভুনা করে দিলেও খেয়ে বলবে, ‘নুন কম হইসে’।” এ গল্পের অর্থ কী? সেটি হলো, কিছু মানুষকে কোনোভাবেই সন্তুষ্ট করা যায় না। তার জন্য আপনি সম্ভব, অসম্ভব যা কিছুই করেন না কেন।
কথাটা একটু ভিন্নভাবে আমেরিকা ও পাশ্চাত্যের নিয়ন্ত্রণাধীন বর্তমান বিশ্ব রাজনীতিতে মুসলমানদের অবস্থা প্রসঙ্গে প্রয়োগযোগ্য। আপনি যদি মুসলমান হন, তাহলে আপনি যত ভালোই হন না কেন, লাভ নেই। আপনি যতই শান্তিপ্রিয় হন, শান্তির জন্য যতই সংযত আচরণ করেন, মার খেয়ে হজম করেন, বিশ্বের জন্য তথা মানবজাতির কল্যাণ, মঙ্গল ও উন্নয়নের জন্য যা কিছুই করেন না কেন, আপনার কোনো ইতিবাচক কাজেরই কোনো মূল্যায়ন হবে না। বরং আপনাকে একইভাবে মৌলবাদী, সাম্প্রদায়িক, জঙ্গি এবং মানবতার চিরন্তন শত্রু বলেই চিহ্নিত করা হবে। আপনি নিজের জন্মগত বা সর্বজনীন অধিকারের কথা বলতে গেলে পাত্তা পাবেন না। নিজের সম্প্রদায়ের পক্ষে কথা বলতে গেলে, আক্রান্ত হয়ে প্রতিরোধ করতে গেলে হয়ে যাবেন মৌলবাদী ও সাম্প্রদায়িক, হয়ে যাবেন শান্তি বিনষ্টকারী। যেমনটা হচ্ছে বিশ্বের সর্বত্র। আপনি যদি মুসলমান, পাশ্চাত্যকে আপনি কোনোকিছু দিয়েই খুশি করতে পারবেন না। তার মন পাবেন না।
বিশ্ব রাজনীতিতে বৃহত্তর ভূমিকা পালনে উৎসাহী মুসলিম দেশগুলোর ঘটনাবলি আলোচনায় এমন একটি বৈশ্বিক প্রেক্ষাপট সবসময়ই আমাদের মনে রাখতে হয়। ইরান, ....বিস্তারিত

সাক্ষাৎকারে অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ

ইরান স্পষ্টত বিশ্বকে বার্তা দিল ‘যা ইচ্ছা তা করা যায় না’

‘হামাস, হিজবুল্লাহ, হুথি গোষ্ঠীর পাশাপাশি মধ্যপ্রাচ্যের জনগণ এখন ইরানের পক্ষে। ইসরাইল এ হিসাব কষেই যুদ্ধে যাবে না আপাতত,’ বলছিলেন আন্তর্জাতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। ইসরাইলে ইরানের হামলা এবং হামলা-পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে জাগোনিউজের পক্ষ থেকে মতামত নেওয়া হয় এ বিশ্লেষকের।
ইরানকে ধৈর্যসীমা অতিক্রম করতে বাধ্য করা হয়েছে উল্লেখ করে ড. ইমতিয়াজ বলেন, ‘ইরানের ওপর বেশ কয়েকবার হামলা হয়েছে। ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানিকে মেরে ফেললো যুক্তরাষ্ট্র। দামেস্কে ইরানের কনস্যুলেটে যেভাবে হামলা করে বেশ কয়েকজনকে হত্যা করেছে ইসরাইল, তা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
ইসরাইল ইরানের ছয়জন বিজ্ঞানীকে হত্যা করেছে বিভিন্ন সময়। আসলে ইরানের ধৈর্যসীমা ভেঙে দিয়েছিল ইসরাইল। বাধ্য হয়েই ইরান এ হামলা চালিয়েছে। ইরান স্পষ্টত বিশ্বকে বার্তা দিল, ‘যা ইচ্ছা তা করা যায় না। তোমরা যা ইচ্ছা তাই করবা আর আমরা মেনে নেব, এটি আর চলতে পারে না। আবার দীর্ঘদিন থেকেই সামরিক শক্তির একটি জানান দিয়ে আসছিল। বলছিল, আমার এই আছে, ওই আছে। ইসরাইলে হামলার মধ্য দিয়ে তার প্রকাশ ঘটালো ইরান।’
ইরান স্পষ্ট করে বলে দিল, আমি আর থেমে থাকবো না। জর্ডানের মধ্যেও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের কয়েকজন সেনা মারা যায়। যাতে ইরানের ওপর দোষ চাপায় যুক্তরাষ্ট্র। তার মানে খেয়াল রাখতে হবে ইরান সেই অবস্থায় গেছে। বিভিন্ন দেশে হামলা করার ক্ষমতা সে ....বিস্তারিত

উপজেলা নির্বাচন কেন গুরুত্বহীন

॥ হারুন ইবনে শাহাদাত ॥
চলমান উপজেলা নির্বাচনেও আস্থা নেই মূলধারার বিরোধীদল বিএনপি ও জামায়াতে ইসলামীর। কেন আস্থা নেই, তা ব্যাখ্যা না করলেও বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। দেশের নির্বাচনব্যবস্থা নির্বাসনে। এ নিয়ে পর্যবেক্ষকমহল, নাগরিক সমাজ ও সাধারণ ভোটার কারো মধ্যে কোনো বিতর্ক নেই। বিগত ৭ জানুয়ারির ডামি নির্বাচন সম্পর্কে অনেকের অভিমত, বিরোধীদল ছাড়া এ নির্বাচনকে জাতীয়ভাবে স্বীকৃতি না দেয়া গেলেও, দলীয় জাতীয় কাউন্সিলের স্বীকৃত দেয়া যেত, কিন্তু ভোটার অনুপস্থিতির রেকর্ডের কারণে তাও দেয়া যায়নি। আসলে আওয়ামী লীগ সরকারের অধীনে এদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব- এ কথা আর কেউ বিশ্বাস করে না। তাই দলীয় প্রতীক ও মনোনয়ন ছাড়া স্থানীয় সরকার নির্বাচন আয়োজনেও কারো আস্থা নেই। আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করতে ইতোপূর্বে স্থানীয় সরকার দখলের সহজ প্রক্রিয়ার অংশ হিসেবে অতীতের ঐতিহ্যের তোয়াক্কা না করে দলীয় প্রতীকে মনোনয়নের ব্যবস্থা করেছিল। কী সেই কূটকৌশল, তা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়, অর্থাৎ পুলিশ, প্রশাসন নির্বাচন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্টরা যেন খুব সহজেই বুঝতে পারে কার পক্ষে তাদের কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকারের মনোনীত প্রার্থী কারা। নির্বাচনব্যবস্থা ধ্বংসের পর এখন আর মূলধারার বিরোধীদল বিএনপি, জামায়াতে ইসলামী, কমিউনিস্ট পার্টির মতো দলের নেতারা নিজের মান-সম্মান বাঁচাতে সরকারের পাতানো নির্বাচন নামের ফাঁদে পা দিতে রাজি নন। তাই তারা সরকারের পদত্যাগ ও ....বিস্তারিত

দাদাগিরি বন্ধের মোক্ষম দাওয়াই ‘ইন্ডিয়া আউট’ কর্মসূচি

॥ জামশেদ মেহ্দী॥
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন কতটুকু সফল হয়েছে বা কতটুকু অসফল হয়েছে, সে ব্যাপারে মন্তব্যের আগে আমাদের দেখতে হবেÑ এ আহ্বান বা আন্দোলন কি সম্পূর্ণ সফল হয়েছে নাকি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে? এ সফলতা বা অসফলতার কারণ আমরা পরে খুঁজব। তার আগে আমাদের জানা দরকারÑ কেন এ ধরনের আহ্বান এলো? বর্তমান গ্লোবালাইজেশনের যুগে কোনো দেশ একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো একা একা চলতে পারে না। তাকে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে হয়। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে কোনো দেশ থেকে কিছু পণ্য আমদানি করতে হবে এবং কোনো দেশে কিছু পণ্য রপ্তানি করতে হবে। আমেরিকা আজকে বিশে^ অর্থনৈতিক, সামরিক ও প্রযুক্তিÑ সবদিক দিয়েই শ্রেষ্ঠ এবং এক নম্বর দেশ। তাকেও ভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। অনুরূপভাবে অর্থনৈতিকভাবে দ্বিতীয় শ্রেষ্ঠ শক্তি চীনকেও বিদেশ থেকে আমদানি করতে হয়। বিদেশে আমেরিকা বা চীনের রপ্তানির কথা বাদই দিলাম।
অনুরূপভাবে ভারত থেকেও আমাদের কিছু পণ্য আমদানি করতে হবে এবং কিছু পণ্য রপ্তানি করতে হবে। হচ্ছেও তাই। কিন্তু আমদানি এবং রপ্তানির ফারাকটা এত বিশাল যে, সেটি এভাবে চলতে পারে না। এটি একটি ভিন্ন বিষয়। আমাদের প্রশ্ন হলোÑ আন্তর্জাতিকভাবে যেখানে এক দেশের সাথে অন্য দেশের আমদানি-রপ্তানি একটি নৈমিত্তিক এবং রুটিন বিষয়, সেখানে ভারতীয় পণ্য বর্জনের দাবি উঠলো কেন? শুধু ভারতীয় পণ্য বর্জন ....বিস্তারিত

ঈদ-পরবর্তী কর্মস্থলে ফেরা

বাড়তি ভাড়ায় অতিষ্ঠ যাত্রীরা

স্টাফ রিপোর্টার : ঈদযাত্রায় বিড়ম্বনার অন্ত নেই। এবারের ঈদে বাড়ি থেকে কর্মস্থলে ফেরার ক্ষেত্রে যানজটের চাইতে বেশি ভোগান্তি হয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে। পরিবহন মালিকদের সমিতিগুলো ঈদের আগে গণমাধ্যমকে জানিয়েছিল, তারা এবার কোনো অতিরিক্ত ভাড়া নেবে না। স্বাভাবিক সময়ে যে ভাড়া নেওয়া হয়েছিল, এবার ঈদে সেই ভাড়ায়ই যাতায়াত করতে পারবেন যাত্রীরা। কিন্তু মালিক সমিতি সেই কথার সঙ্গে বাস্তবতার কোনো মিল পাওয়া যায়নি। বলা যায় সড়ক, আকাশ ও নৌপথে বাড়তি ভাড়া আদায় হয়েছে, যে যার ইচ্ছামতো ভাড়া আদায় করে নিয়েছেন। মালিক শ্রমিকদের ব্যাখ্যা যাত্রী রেখে খালি আসতে হয়, বাড়তি ভাড়া নেওয়া না হলে লোকসানে পড়বেন তারা।    
ঈদুল ফিতরের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি শেষ হয়েছে গত ১৪ এপ্রিল, ১৫ এপ্রিল থেকে সবাই কর্মস্থলে ফিরেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়তি ছুটি থাকায় তারা এখনো শহরে এসে পৌঁছাননি। ফলে ঢাকাসহ বিভাগীয় শহরগুলো স্বরূপে আসতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে।  
খবর নিয়ে জানা গেছে, দেশের সব প্রান্তের বাসগুলোই যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নিয়েছে। সর্বনিম্ন ১০০ থেকে ২০০ টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। ঢাকা থেকে কুষ্টিয়ায় আসতে কোচগুলো ভাড়া নিয়ে থাকে ৬৫০ টাকা। ঈদের ছুটিতে ঢাকা থেকে আসার পথে টিকিটের দাম বাড়িয়ে করা হয়েছিল ৭৫০ টাকা। একই গাড়িতে ঢাকায় ফেরার পথে ভাড়া আরও বাড়িয়ে গাড়িভেদে ৯০০ থেকে ১০০০ টাকা করা হয়েছে। ....বিস্তারিত

স্বাধীনতা ও সমৃদ্ধি সূচকে পিছিয়েছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার : স্বাধীনতা ও সমৃদ্ধির সূচকে ক্রমেই অবনতি হচ্ছে বাংলাদেশের। সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১৬৪ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪১তম। গত ২২ বছর ধরেই বাংলাদেশের এ অবনতি হচ্ছে। স্বাধীনতা সূচকে অন্তর্ভুক্ত আছে রাজনৈতিক, অর্থনৈতিক এবং আইনি উপাদান। তবে ২০২৩ সালে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানকে সমৃদ্ধির দিক থেকে ছাড়িয়ে গেছে। এ সূচকে বাংলাদেশের অবস্থান ৯৯তম।
গত ১৬ এপ্রিল মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাস, ইউনাইটেড স্টেটস্ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এবং দ্য এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে আটলান্টিক কাউন্সিলের নতুন বৈশ্বিক স্বাধীনতা ও সমৃদ্ধি প্রতিবেদনের (গ্লোবাল ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি রিপোর্ট) ফলাফল জানাতে সমৃদ্ধি ও সুশাসন সম্মেলনের আয়োজন করে। সেখানে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, যেসব দেশ শক্তিশালী আইনি ব্যবস্থাসহ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতাকে উৎসাহিত করে, তারা বিদেশি বিনিয়োগকারীদের আরও বেশি করে স্বাগত জানায়। এসব দেশ কম স্বাধীনতা থাকা দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি বিদেশি বিনিয়োগ পায়। সামগ্রিকভাবে স্বাধীনতা সূচক সুপারিশ করে যে, স্বাধীনতার প্রতি দৃঢ় অঙ্গীকার বিদেশি বিনিয়োগ আকর্ষণের মূল অনুষঙ্গ।
আবার সুশাসন বৃহত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যায়। আটলান্টিক কাউন্সিলের স্বাধীনতা ও সমৃদ্ধি কেন্দ্রের ‘ফ্রিডম ....বিস্তারিত

সংখ্যালঘুদের ভূমিকা কমাতেই সিএএ বাস্তবায়ন : অমর্ত্য সেন

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বিশ্বাস করেন যে, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বাস্তবায়ন দেশের সংখ্যালঘুদের ভূমিকা হ্রাস করতে পারে। দেশের সংখ্যাগরিষ্ঠ শক্তিকে উৎসাহিত করতে পারে। পিটিআইয়ের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী সমাজের সকল শ্রেণির জন্য ‘ন্যায় রাজনীতি এবং জাতীয় পরিচয়ের জন্য কাজ করেছিলেন।’
অমর্ত্য সেন বলেছেন, ‘যতদূর আমি দেখতে পাচ্ছি, বিজেপির অন্যতম উদ্দেশ্য (সিএএ বাস্তবায়নের মাধ্যমে) সংখ্যালঘুদের ভূমিকা হ্রাস করা এবং তাদের কম গুরুত্বপূর্ণ করা। সেই সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভারতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ শক্তির ভূমিকা বৃদ্ধি করা।’ সিএএ যার মাধ্যমে কেন্দ্র বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব দিতে চায়, সেই আইন ১১ ডিসেম্বর ২০১৯-এ সংসদে পাস হয়েছিল এবং পরের দিন প্রেসিডেন্টের অনুমোদনপ্রাপ্ত হয়েছিল। আইনটি এখনো কার্যকর করা হয়নি। কারণ সিএএ-এর অধীনে নিয়মগুলো এখনো তৈরি করা হয়নি। অমর্ত্য সেনের মতে, ‘ভারত একটি ধর্মনিরপেক্ষ সংবিধানসহ একটি ধর্মনিরপেক্ষ দেশ, তবে শুধুমাত্র হিন্দু পরিচয়ের ওপর ফোকাস করা বেশিরভাগ হিন্দুদের পক্ষে সহজ হতে পারে। তবে এটি ভারতের ধর্মনিরপেক্ষ শিকড় এবং বহুসাংস্কৃতিক প্রকৃতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।’
এ প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, ভারতীয় সংবিধান ....বিস্তারিত

ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে তুলে ধরতে হবে : মিয়া গোলাম পরওয়ার

গাজীপুর মহানগর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্রীয়ভাবে ইসলাম চালু না থাকায় মানুষ তা পরিপূর্ণভাবে মানতে পারছে না। তাই ইসলামকে বিজয়ী করার সংগ্রামে নিজেদের সম্পৃক্ত করতে হবে। তিনি সকলকে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয়ভাবে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরার আহ্বান জানান।
গত ১৭ এপ্রিল বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের উদ্যোগে কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষ উপলক্ষে আয়োজিত ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা প্রতি ওয়াক্ত নামাযে আল্লাহ তায়ালার দাসত্ব স্বীকার করছি। কিন্তু বাস্তব জীবনে ব্যবসা-বাণিজ্য, ব্যাংক-বীমা, অর্থনীতি ও রাজনীতিতে ইসলাম মানতে পারছি না। সমাজে রাষ্ট্রে আল্লাহর আইন চালু নেই বলে আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারছি না, সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম হচ্ছে না।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর আমীর অধ্যাপক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা উত্তর অঞ্চল পরিচালক সাবেক এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ্।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দাওয়াতি কাজ করা ফরজ। আল্লাহর দীনের ....বিস্তারিত

সিএআইআরের তথ্য

যুক্তরাষ্ট্রে রেকর্ড মাত্রায় বেড়েছে মুসলিমবিদ্বেষ

রয়টার্স : যুক্তরাষ্ট্রে গত বছর মুসলিম ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে বৈষম্য এবং আক্রমণ রেকর্ড মাত্রায় বেড়েছে। এর পেছনে ছিল ইসলামভীতি (ইসলামোফোবিয়া) ও বছরের শেষ দিকে গাজায় ইসরাইলি আগ্রাসন ঘিরে সৃষ্ট পক্ষপাত। গত ২ এপ্রিল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে কাজ করা পরামর্শক প্রতিষ্ঠান (অ্যাডভোকেসি গ্রুপ) কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর) এ তথ্য জানায়।
সিএআইআর তিন দশক আগে থেকে যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষ নিয়ে তথ্য সংরক্ষণ করতে শুরু করে। তাদের তথ্যানুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে ৮ হাজার ৬১টি মুসলিমবিদ্বেষী ঘটনার অভিযোগ এসেছে, যা তার আগের বছরের তুলনায় ৫৬ শতাংশ বেশি। প্রতিষ্ঠানটি ৩০ বছর ধরে যে তথ্য রেখেছে, তার মধ্যে গত বছরই সবচেয়ে বেশি মুসলিমবিদ্বেষের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এর মধ্যে গত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই ঘটেছে ৩ হাজার ৬০০ ঘটনা।
সিএআইআরের মতো একই তথ্য পাওয়া গেছে মানবাধিকার নিয়ে কাজ করা অন্য সংগঠনগুলোর প্রতিবেদনেও। এসব প্রতিবেদনে বিশ্বে ইসলামোফোবিয়া, ফিলিস্তিনবিরোধী মনোভাব বেড়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষী ঘটনার মধ্যে রয়েছে গত অক্টোবরে ইলিনয়ে ছয় বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান শিশুকে ছুরিকাঘাতে হত্যা, নভেম্বরে ভারমন্টে ফিলিস্তিনি বংশোদ্ভূত তিন শিক্ষার্থীকে গুলি করা, টেক্সাসে গত ফেব্রুয়ারিতে এক ....বিস্তারিত

দেশের প্রত্যেকটি গুমের পেছনে আ’লীগ সরকার দায়ী : রিজভী

স্টাফ রিপোর্টার : দেশের প্রত্যেকটি গুমের পেছনে আওয়ামী লীগ সরকার দায়ী বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। গত ১৭ এপ্রিল বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, একসময়ের জনপ্রিয় ছাত্রনেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য স্বৈরাচারবিরোধী সাহসী কণ্ঠস্বর এম ইলিয়াস আলীর গুমের আজ ১২ বছর পূর্ণ হলো। তাকে ফিরে পাওয়ার অধীর অপেক্ষায় আজও প্রহর গুনছেন তার স্ত্রী-সন্তান-পরিবারসহ দেশের অগণিত নেতাকর্মী।
রিজভী বলেন, ইলিয়াস আলী আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ইলিয়াস আলীর জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতায় ঈর্ষান্বিত সরকার রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে তাকে গুম করে রেখেছে। ইলিয়াস আলীকে গুম করার পর সরকার বহুবিধ নাটক সাজিয়েছে। ওই সময় তার বিরুদ্ধে অশোভন কথা লিখে দেয়ালে পোস্টার সাঁটিয়েছিল সরকারের এজেন্টরা।
তিনি আরো বলেন, গুমের ঘটনার পর তার স্ত্রীকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খুদে বার্তা পাঠিয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাতের আয়োজন এবং ইলিয়াস আলীকে খুঁজে বের করার আশ্বাস ছিল লোকদেখানো। কারণ ওই সময় বিএনপির পাঁচ দিন হরতাল ছিল। আর বিএনপির সে হরতাল ও আন্দোলনকে ....বিস্তারিত

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।