সংবাদ শিরোনামঃ

ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে নয়া মোড় ** করোনা মোকাবিলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে : প্রধানমন্ত্রী ** জামায়াতের সাবেক আমীর মকবুল আহমাদের ইন্তেকাল ** ফেনীতে মকবুল আহমাদের দাফন সম্পন্ন ** কেমন আছেন খালেদা জিয়া? ** তাকওয়া অর্জন, গুনাহ মাফ ও কুরআন নাজিলের মাস রমাদান ** লকডাউনকে কেন্দ্র করে ক্র্যাকডাউনে নেমেছে সরকার : মির্জা ফখরুল ** মিয়ানমারে স্বাধীনতাকামী ও অভ্যুত্থানবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সমঝোতা ** রাজনীতি নির্বাচন সবই নির্বাসনে ** মাহে রমজান ও তাকওয়া ** সৎ কর্মশীলদের কাজ আল্লাহ বিনষ্ট করেন না ** মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন **

রেজি: ডিএ ৫১৭।। ৬০ বর্ষ : ৩য় সংখ্যা ॥ ঢাকা শুক্রবার ৩ বৈশাখ ১৪২৮ ॥ ৩ রমজান ১৪৪২ : Friday 16 April 2021

স্টাফ রিপোর্টার : করোনা সংক্রমণ প্রতিরোধে ১৪ থেকে ২১ এপ্রিল সর্বাত্মক লকডাউন ঘোষণা করে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। কঠোর লকডাউনের প্রথম দিন রাজধানীর সব মার্কেট বন্ধ ছিল। খোলা ছিল নিত্যপণ্য ও ওষুধের দোকান। ঢাকার সঙ্গে যুক্ত দেশের বিভিন্ন অঞ্চলের মহাসড়কগুলো ছিল একেবারেই ফাঁকা। রাজধানীর প্রধান সড়কগুলো ছিল খুবই নীরব। কোনো গাড়ির হর্ন বাজেনি। মাঝেমধ্যে রিকশা চলছে। ব্যক্তিগত গাড়ি ও পণ্য পরিবহনের কাভার্ডভ্যানও চলছে। তবে ঢাকাসহ সারা দেশের কোথাও গণপরিবহন চলেনি। খবর নিয়ে জানা গেছে, লকডাউনে ঢাকার প্রধান প্রধান সড়কে মানুষের ভিড় না থাকলেও গলিপথে মানুষের আড্ডা ছিল ঠিক আগের মতোই। কাঁচা বাজারগুলোয় ভিড় ছিল লক্ষণীয়। জানা গেছে, লকডাউনের প্রথম দিনে ঢাকার ফকিরাপুল কাঁচাবাজারে সাধারণ পথচারীকে মানুষের ভিড় ঠেলে যেতে হয়েছে। মগবাজারের আমবাগান, চেয়ারম্যানগলি, শাহসাহেববাড়ির মাজার এলাকায় সারাদিন তো মানুষের ভিড় ছিলই, রাতে কমেনি মানুষের অহেতুক পথ চলা।
খবর নিয়ে জানা গেছে, ঢাকার প্রায় সব গলিপথের অবস্থা ঠিক একই ছিল। পুলিশের পক্ষ থেকে মুভমেন্ট পাস চালু করা হলেও অনেকেই ঘুরেছেন পাস ছাড়াই। আবার সরকারের পক্ষ থেকে প্রথম দিনেই আড়াই লাখ মানুষকে পাস দেওয়ায় লকডাউনের সফলতা কী হবে, এমন প্রশ্নও তুলেছেন অনেক নাগরিক। অবশ্য কারা বাইরে যেতে পারবেন আর কারা পারবেন না এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া এই সময়ে সম্মুখযোদ্ধা হিসেবে চিকিৎসকদের বাইরে বের হতে বাধা নেই এবং মুভমেন্ট (চলাচল) পাস লাগবে না বলে জানিয়েছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। কিন্তু কঠোর বিধিনিষেধের প্রথম দিনেই রাজধানীতে বেশ কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে আটকেছে পুলিশ। এর মধ্যে একজন চিকিৎসককে ৩ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অবশ্য পরে ওই চিকিৎসককে পুলিশ ফোন করে জরিমানার টাকা ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজ-এফডিআরএস জানিয়েছে, রাজধানীজুড়ে এ ধরনের বেশকিছু ঘটনা ঘটেছে। এফডিআরএসের যুগ্ম মহাসচিব রাহাত আনোয়ার চৌধুরী ১৪ এপ্রিল বুধবার রাতে গণমাধ্যমকে জানিয়েছেন, বুধবার লকডাউনের প্রথম দিন বিভিন্ন স্থানে চিকিৎসকরা হয়রানির শিকার হয়েছেন। তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা সম্মুখ সারিতে থেকে কাজ করছেন। প্রজ্ঞাপনে চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তিদের লকডাউনের আওতামুক্ত রাখা হয়েছে। এ যুগ্ম মহাসচিব বলেন, আমরা তো সাধে রাস্তায় বের হই না। আমরা তো চাকরি করি, হাসপাতালে না গেলে চাকরি থাকবে না। সরকার কি মেনে নেবে আমি হাসপাতালে না গেলে? যদি ঘোরাঘুরি করতে যাই, তাহলে আটকালে ঠিক আছে। কিন্তু আমি কাজ করতে যাচ্ছি। আমার কার্ড দেখাচ্ছি। এরপরও হয়রানি করা হয়, তাহলে তো দুঃখজনক।
জানা গেছে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে কাজ করা নার্সরা বিপাকে পড়েন একদম সকালে। হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) দায়িত্বে থাকা চিকিৎসক শাহজাদ হোসেন মাসুম লিখেছেন, ‘আমার আইসিইউর নার্সদের বহনকারী অধিদফতর থেকে স্টিকারযুক্ত গাড়ি টঙ্গী থেকে আসার সময় আটকে রাখে পুলিশ এবং জানায় মুভমেন্ট পাস ছাড়া যেতে দেবে না। তারা আমাকে কল করলে আমি পরিচালককে জানাই। তারা কোভিড আইসিইউর স্টাফ উল্লেখ করে অনেকবার অনুরোধ করলেও পুলিশ মুভমেন্ট পাস ছাড়া গাড়ি ছাড়বে না বলে জানায়। দুই ঘণ্টা আটকে থাকার পর তারা হাসপাতালে পৌঁছাতে পারেন।’ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অবেদনবিদ্যা (অ্যানেস্থেসিয়া) বিভাগের চিকিৎসক ইফতেখারকে ফার্মগেটে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তিনি রাতের ডিউটি সেরে বাসায় ফিরছিলেন। পরে ওই চিকিৎসক সাত কিলোমিটার হেঁটে রামপুরার বাসায় পৌঁছান।
‘মুভমেন্ট পাস’ ওয়েবে হিট ৮ কোটি, পাস আড়াই লাখ
করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে আট দিন সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। ১৪ এপ্রিল বুধবার থেকে এটি কার্যকর হয়েছে। এই কড়াকড়ি বিধিনিষেধের মধ্যে যাদের জরুরি ভিত্তিতে বাইরে যেতে হবে তাদের জন্য ‘মুভমেন্ট পাস’ চালু করেছে পুলিশ। এই ওয়েবসাইট চালুর পর থেকে ৩৩ ঘণ্টায় মোট সাত কোটি ৮১ লাখ নাগরিক মুভমেন্ট পাস ওয়েবসাইটে ঢুকেছে। ফলে শুরু থেকে এই সাইটি নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
এর আগে ১৩ এপ্রিল মঙ্গলবার বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম রাজারবাগে মুভমেন্ট পাস অ্যাপের শুভ উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ। এদিকে পুলিশ সদর দফতর জানায়, বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ওয়েবসাইটে সাত কোটি ৮১ লাখ হিট হয়েছে। সে হিসাবে, প্রতি মিনিটে হিট হয়েছে ২১ হাজার ৩৩৭টি। তবে তাদের সবাই পাসের জন্য আবেদন করেননি। গত ৩৩ ঘণ্টায় তিন লাখ ১০ হাজার জন মুভমেন্ট পাসের জন্য আবেদন করেছেন। এর মধ্যে ২ লাখ ৫০ হাজার জনের নামে মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।