সংবাদ শিরোনামঃ

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে মাঠে নামছে জনগণ ** গুরুতর অসুস্থ ড. মাসুদের আবারো ১৪ দিনের রিমান্ড ** সরকার যুক্তি নয় শক্তি দেখাচ্ছে ** গণআন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটানো হবে ** গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি ** অবৈধ সরকার রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করে জুলুম নির্যাতন চালাচ্ছে : ছাত্রশিবির ** সংবিধানের কোথায়ও বলা নেই কোনো ধর্মীয় গোষ্ঠী রাজনীতি করতে পারবে না ** মামলা করে চরম হয়রানি করা হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের ** ধোঁকা খেলেন ইমরান খান? ** ক্যাট স্টিভেন্স থেকে ইউসুফ ইসলাম ** ব্যক্তি ও মুসলিম উম্মাহর উন্নয়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে ** এরদোগান কেন মুসলিম বিশ্বের জন্য মডেল ** শিক্ষা ব্যবস্থার উন্নয়নে জিডিপি থেকে ৫-৬ শতাংশ ব্যয় করা দরকার ** সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করতে হবে ** ধেয়ে আসছে বান ** পদ্মার ভাঙনে কুষ্টিয়ার ৭ শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন ** ড. মাসুদকে নির্যাতনের প্রতিবাদ॥ নিঃশর্ত মুক্তি দাবি ** গৃহবধূকে অমানবিক নির্যাতন, মামলা করায় প্রাণনাশের হুমকি **

ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪২১, ২ জিলক্বদ ১৪৩৫, ২৯ আগস্ট ২০১৪

সাকিব আল হাসান

সৈয়দ আখতার সিরাজী : সাকিব আল হাসান বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। তারপরও সাকিব জাতীয় দল থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেনি সাকিব। সাকিববিহীন বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে। অবশেষে সাকিবের নিষেধাজ্ঞা কমিয়ে ২ মাস করা হয়েছে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে পর্যন্ত চলতি বছরে ১৫টির মধ্যে ১৩টি ম্যাচে হেরেছে বাংলাদেশ। আর এ পরাজয়ের কারণ হিসেবে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ বলছেন, দলের পরাজয়ে একাদশে ঘন ঘন বদল, নতুন কোচের পরীক্ষা-নিরীক্ষা ও অভিজ্ঞ খেলোয়াড়দের অভাব। সাকিব ভক্তরা মনে করছেন, সাকিববিহীন বাংলাদেশ এখন অসহায়। আর একজন সাকিব সৃষ্টি করার আগে তাকে এত বড় শাস্তি দেয়া ঠিক হয়নি।

সার্বিক দিক বিবেচনায় সাকিব আল হাসান ৬ মাসের জন্য নিষিদ্ধ হওয়ার পর গত ২৬ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় তার শাস্তি কমানোর বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ৬ মাসের নিষেধাজ্ঞা কমিয়ে প্রায় ২ মাস করা হয়েছে। ৪ মাসের কম সময়ে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের সাথে অনুশীলনের সুযোগ পাবেন এবং ৭ অক্টোবর থেকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে পারবেন সাকিব।

অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। তাদের বিপক্ষে খেলতে পারবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। খেলতে পারবেন আসন্ন প্রিমিয়ার লিগেও। অংশ নিতে পারবেন প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্যায়ের দলবদলেও। তবে বিদেশী লিগে খেলার ব্যাপারে যে ১৮ মাসের নিষেধাজ্ঞা ছিল সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

আচরণবিধি ভঙ্গের কারণে গত ৭ জুলাই সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল এবং বিদেশের লিগগুলোতে খেলার ব্যাপারে ১৮ মাসের জন্য অনাপত্তিপত্র না দেয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। কিন্তু ২০ জুলাই সাকিব তার শাস্তি কমানোর জন্য বিসিবির কাছে আপিল করেন। তার আপিলের বিষয়টি বিবেচনা করে শাস্তি ৪ প্রায় মাস কমানোর সিদ্ধান্ত নেয়া হয় গত ২৬ আগস্ট মঙ্গলবারের বোর্ড সভায়।

ওয়েস্ট ইন্ডিজে ৩ ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশের আগে ১০ ম্যাচের সব কটিতেই ছিল সাকিব আল হাসান, মুশফিক ও এনামুল হক বিজয়। ওয়েস্ট ইন্ডিজের ৩ ম্যাচে ছিল না সাকিব। কিন্তু দলে ছিল মুশফিক (অধিনায়ক) ও এনামুল। নতুন কোচ হাতুড়িসিংহের ভুল সিদ্ধান্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৪ ওপেনারকে মাঠে নামিয়েছেন। টসে জয় পেয়ে বাংলাদেশ বোলিং ও ফিল্ডিং বেছে নেয়। ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা ২৪৭ রান সংগ্রহ করে।  লক্ষ্য হিসেবে ২৪৮ এমন বিশাল কিছু নয়। কিন্তু বাংলাদেশ দলের ব্যাটিং দেখে মনে হয়েছিল, এভাবেই পার হতে নেমেছে তারা; সে চেষ্টায় পর্বতের গোড়াতেও পৌঁছাতে পারলো না তারা। ৪ ওপেনার দলের ৩ জন এনামুল হক বিজয়, ইমরুল কায়েস ও শামসুর রহমান শুভ ব্যর্থ হলেন দারুণভাবে। এরপর মুশফিক ও মাহমুদউল্লাহকে  পর পর দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন ক্যারিবিয় স্পিনার সুনীল নারিন। নাসির হোসেন ও সোহাগ গাজীও ড্রেসিং রুমে ফেরার প্রতিযোগিতায় মাতলেন। ৬ষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ওপেনার তামিম ইকবাল ৩৭ করেন। বোলিংয়ে আল আমিন ও মাশরাফি ভালো করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৭৭ রানের বিশাল ব্যবধানে পরাজিত হওয়ায় সিরিজ পরাজয়ও ঘটে বাংলাদেশের। আর শেষ ম্যাচে ৯১ রানে পরাজয়ের ফলে হোয়াইটওয়াশ বা ধবল ধোলাই হয় বাংলাদেশের ক্রিকেটাররা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পরাজয়ের মধ্যদিয়ে সবচেয়ে বেশিবার শতরানের নিচে রানের রেকর্ডও করেছে বাংলাদেশ। আর এর মাধ্যমে দেশকে লজ্জায় ডুবিয়েছে। ১০০ রানের নিচে সর্বাধিক ১৪ বার পরাজিত হয়ে সর্বনিম্ন বিশ্বরেকর্ড করেছে বাংলাদেশ। তারপরের অবস্থানে আছে জিম্বাবুয়ে। তারা শতরানের নিচে অলআউট হয়েছে ১১ বার। বাংলাদেশ ৭০ রানে অলআউট হয়ে, ১৭৭ রানে পরাজিত হয়ে আবারো মনে করিয়ে দিল দলে সাকিবের প্রয়োজন কতখানি।

পরিসংখ্যান বলছে জিম্বাবুয়ে ৪২৮ ম্যাচে ১১ বার ১০০ রানের নিচে অলআউট হয়েছে। শ্রীলংকা ১০ বার পরাজিত হলেও ৭২৮ ম্যাচ খেলেছে। আর বাংলাদেশ মাত্র ২২৮টি ম্যাচে পরাজিত হয়েছে ১৪ বার ১০০ রানের নিচে। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ যথাক্রমে ১০৩ ও ৯০  ম্যাচে ১বার করে ১০০ রানের নিচে পরাজিত হয়েছে।

ওয়ানডে ইতিহাসে, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ৫ বার ১০০ রানের নিচে অলআউট হয় অস্ট্রেলিয়া। তারা গড়ে প্রতি ১৬৬ ম্যাচ পর পর ১০০ রানের নিচে পরাজিত হয়েছে। আর বাংলাদেশ মাত্র ১৬টার কাছাকাছি করে ম্যাচ খেলার পর ১ বার পরাজিত হয়। ২০১১ বিশ্বকাপের আগেই বাংলাদেশ ৯ বার ১০০ রানের নিচে অলআউট হয়েছিল। ২০১১ বিশ্বকাপে সাকিবের নেতৃত্বে দু’দুবার ১০০ রানের নিচে পরাজিত হয়েছিল বাংলাদেশ। আর মুশফিকের নেতৃত্বে ৩ বার।

সে সময়ে আমরা দাবি করেছি, বাংলাদেশের ক্রিকেট এগোচ্ছে। কমবেশি আমরা দেশের মাঠে ম্যাচেও জয় পেয়েছি। সেই সময়ে এ রেকর্ড হতে থাকা প্রমাণ করে? আমরা এই সময়েই কবার ৩শ’ পার করা ইনিংস খেলেছি? সংখ্যায় খুবই কম। অবশ্য ম্যাচ জয় বা সাফল্য না আসায় নেপথ্যের অন্যতম কারণ ক্রিকেটারদের পারফরমেন্স ভালো না হওয়া।

মাসে মাসে হাজার হাজার ডলার খরচ করে মুশফিক বাহিনীর জন্য হাই প্রোফাইল কোচিং স্টাফ রেখেছে ক্রিকেট বোর্ড। বিসিবি কি না করেছে ক্রিকেটারদের জন্য। মানসিকতা চাঙ্গা করা ও ইতিবাচক মনোবল তৈরি করার জন্য মনোবিদ আলী আজহার খান ও ড. ফিল জেনসিকে দিয়েও ক্লাস করানো হয়েছে। আনা হয়েছে নতুন কোচ শ্রীলংকান চন্ডিকা হাতুড়িসিংহকেও। বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে জিম্বাবুয়ের সাবেক পেসার হিথ স্ট্রিককে। স্পিন কোচ হিসেবে শ্রীলংকার রুয়ান কালপাগেকে নেয়া হয়েছে। ফিল্ডিং কোচের দায়িত্বে গ্র্যান্ড হ্যালসল। কোচিং স্টাফরাও যথেষ্ট কষ্ট করছেন। নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। কিন্তু দলের পারফরমেন্স ভালো হয়নি। ব্যাটসম্যানদের ব্যর্থতা কাটেনি। টাইগার বাহিনী ৪ ওয়ানডে ম্যাচে ১০০ রানের নিচে অলআউট! ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৫৮ ও গ্রেনাডাতে ওয়েস্ট ইন্ডজের বিপক্ষে ৭০ রানে অলআউট। বোলিংয়ে খানিকটা সাফল্য আসলেও ব্যাটিংয়ের অবস্থা খারাপ। তরুণ পেসার আল-আমিন নিয়মিত উইকেট পেলেও রান বেশি দিয়ে আসছেন। প্রথম ওয়ানডেতে ৪ উইকেটের জন্য ৫১ ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২ উইকেটের জন্য ৬০ রান খরচ করেন। স্পিনার সোহাগ গাজী ও আব্দুর রাজ্জাক প্রতিনিয়ত উইকেটের জন্য যুদ্ধ করেছেন। মাঠের পারফরমেন্স ভালো না হওয়ায় দলে খেলোয়াড় বাছাইয়ে হিমশিম খেতে হয় নির্বাচকদের। ব্যর্থতার পরও বার বার দলে সুযোগ পাচ্ছেন তামিম ইকবাল, নাসির ও মাহমুদউল্লাহ। গত ১১ ওয়নডে ম্যাচে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদ উল্লাহর নেই কোনো হাফ সেঞ্চুরি। নাসিরেরও কোনো অর্ধশতক হয়নি।

বাংলাদেশ দল এ বছর ৩ ফরম্যাটে ২৪টি ম্যাচ খেলে জয় পেয়েছে ২টিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান আর নেপালের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে। এছাড়া জয় নেই কোনো ম্যাচেই। এশিয়া কাপে আফগানিস্তান আর টি-টোয়েন্টি বিশ্বকাপে হংকংয়ের কাছে পরাজয়ের লজ্জাও রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের।

গত জানুয়ারিতে শ্রীলংকার কাছে ৩ ম্যাচের ওয়ানডে ম্যাচে পরাজয় দিয়ে শুরু, আর ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ৯১ রানে পরাজিত হয়ে হোয়াইট ওয়াশ বা ধবলধোলাই হয়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা জাতিকে লজ্জায় ভাসিয়েছে।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।