সংবাদ শিরোনামঃ

‘কেষ্টা বেটাই চোর’ ** ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রসার ছাড়া অবক্ষয় রোধ সম্ভব নয় ** হুমকির মুখে আবাসন শিল্প ** ৫ শ’ প্রভাবশালী মুসলিমের তালিকায় হাসিনা, নিজামী, সাঈদী ও ইউনূস ** রিভিউ পিটিশন করবেন মুজাহিদ : প্রস্তুতির নির্দেশ ** সিরিয়া সঙ্কটের আশু সমাধান হচ্ছে কি? ** দলীয় সন্ত্রাসে বেসামাল সরকার ** প্রধানমন্ত্রীর বক্তব্যে মনে হচ্ছে দেশে তদন্তকারী সংস্থা ও কোনো তদন্তের প্রয়োজন নেই : বিএনপি ** খুন, গুম ও গণধর্ষণ সামাজিক বিপর্যয়ে দেশ ** দেশে রাজনীতির পরিবর্তে চলছে রাজচালাকি ** বৃহত্তর স্বার্থেই দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন ** অন্তর্ভুক্তিমূলক রাজনীতি : টেকসই গণতন্ত্রের পূর্বশর্ত ** মানবদেহে বায়ু ও রক্ত সঞ্চালনের ব্যবস্থার আবিষ্কারক বিজ্ঞানী ইবনুন নাফিস ** আদর্শ স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য ** শহর রক্ষা বাঁধের ব্লক সরে গিয়ে ভাঙন শুরু হয়েছে ** রংপুরে জাপানি নাগরিককে গুলি করে হত্যা ** মহাজোট সরকারের এমপির গুলিতে আহত শিশু সৌরভ **

ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪২২, ২৪ জিলহজ ১৪৩৬, ৯ অক্টোবর ২০১৫

আওয়ামী লীগ এমপি লিটনের গুলিতে আহত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু সৌরভ

রংপুর সংবাদদাতা : গত ৩ অক্টোবর শনিবার সুন্দরগঞ্জে সরকারদলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন পিস্তল দিয়ে গুলি করলেন চতুর্থ শ্রেণির ছাত্র সৌরভকে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত শিশুটি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এমপি লিটনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যানসহ সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষ। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

জানা গেছে, গত ২ অক্টোবর শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন গাড়ি নিয়ে সুন্দরগঞ্জ এসে বামনডাঙ্গা যাওয়ার পথে পৌরসভার ২নং ওয়ার্ডের কালাইয়ের ব্রিজ সংলগ্ন স্থানে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের পথচাীি গোপাল চরণ মহল্লার সাজু মিয়ার ছেলে হুড়াভায়াখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সৌরভ মিয়া (৮) ও মকবুল মুন্সির ছেলে তাজরুল ইসলামকে দেখা মাত্রই গাড়ি থামিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে সৌরভ মিয়ার ২ পা গুলিবিদ্ধ হয় এবং তাজরুল ইসলাম অল্পের জন্য রা পায়। গুরুতর আহত অবস্থায় সৌরভকে সকাল ৬টা ১০ মিনিটে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সৌরভের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আবদুল হাই মিলটন ও থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত জিন্নাত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এরই এক পর্যায়ে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করে। পরে গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপস্থিত সাংবাদিকদের জেলা প্রশাসক জানান, আমরা এলাকাবাসীর নিকট থেকে জেনেছি এমপির ছোড়া গুলিতে সৌরভ গুলিবিদ্ধ হয়েছে। তদন্ত সাপেে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গাইবান্ধার পুলিশ সুপার জানান, বিষয়টি সঠিকভাবে তদন্ত করত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এলাকাবাসী ও প্রত্যদর্শী এমপি গুলি করার বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী অফিসার আবদুল হাই মিলটন গুলিবিদ্ধের ঘটনাটি স্বীকার করে জানান, এমপির গাড়ি থেকে কে গুলি করেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত জিন্নাত আলী জানান, শিশু সৌরভ গুলিবিদ্ধ হয়েছে এটি সত্য, তবে কে তাকে গুলি করেছে সেটি আমরা খতিয়ে দেখছি।

জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে রংপুর নিয়ে যাওয়ার পথে এমপি লিটনের লোকজন বামনডাঙ্গায় অ্যাম্বুলেন্স আটক করে ড্রাইভারকে নামিয়ে নেয়। পরে সেখানে এলাকাবাসী প্রতিবাদ গড়ে তুললে নিজস্ব ড্রাইভার দিয়ে অ্যাম্বুলেন্সটি পার করে দেয়া হয়। পরে ড্রাইভার এসে অ্যাম্বুলেন্সটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার পায়ে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়। সৌরভ স্থানীয় হুড়াভাড়ায়খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। সে গরিব হাঁড়িপাতিল ব্যবসায়ী সাজু মিয়ার ছেলে।

সৌরভের চাচা শাহজাহান বলেন, প্রতিদিনের মতো সকালে উঠে ভাতিজাসহ আমরা সড়কে হাঁটতে থাকি। এ সময় এমপির গাড়ি এলোমেলোভাবে চলতে থাকে। আমাদের সামনে আসামাত্রই এমপি লিটন আমাদের ল্য করে গুলি ছোড়েন। আমি দৌড়ে পালিয়ে যাই। গাড়ি চলে যাওয়ার পর এসে দেখি আমার ভাতিজার পায়ে গুলি লেগেছে। রক্ত ঝরছে। তখন আমরা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ মেডিকেলে ভর্তি করি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. মাহফুজুর রহমান জানান, সৌরভের দুই পায়ে তিনটি গুলি লেগেছিল। আমরা অস্ত্রোপচার করে শিশুটির পা থেকে গুলি বের করেছি। হাসপাতালে গুলিবিদ্ধ সৌরভের পিতা সাজু মিয়া জানান, আমার নিরপরাধ ছেলেকে এমপি লিটন কেন গুলি করলেন তা আমি বুঝতে পারছি না। আমি আমার ছেলের ওপর যে গুলি চালিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

হাসপাতালে সৌরভের মা সেলিনা কাঁদতে কাঁদতে জানান, আমার বাচ্চা কারো কোনো দিন কোনো তি করেনি। স্কুল যায়। পড়াশোনা করে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সড়কে যায়। কিন্তু কেন এমপি সাহেব আমার ছেলের ওপর গুলি চালালেন। এর আমি জবাব চাই।

উপজেলা নির্বাহী অফিসার আবদুল হাই মিলটন জানান, শিশুটিকে বহনকারী গাড়ি আটক করার কথা শুনে তিনি ঘটনাস্থলে যান। তবে কিভাবে শিশুর পায়ে গুলি লেগেছে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তিনি।

এ ব্যাপারে পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র আবদুল্লাহ আল মামুন জানান, আওয়ামী লীগের একজন এমপি হয়ে এভাবে মদ্যপান অবস্থায় গাড়ি চালিয়ে নিরপরাধ শিশুর ওপর গুলি চালিয়ে তাকে আহত করার ঘটনায় পুরো উপজেলায় সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তিনি এ ব্যাপারে যথাযথ তদন্ত করে এমপির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম সাজু জানান, এ ঘটনায় বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে আমাদের লজ্জা রাখার জায়গা নেই। অপরাধী যে দলেরই হোক, যত বড় নেতাই à¦¹à§‹à¦•Ñ à¦¤à¦¾à¦° বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নইলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন, সাবেক এমপি আব্দুল আজিজ, উপজেলা জামায়াতের আমীর ইউনুস আলী, সেক্রেটারি শহিদুল ইসলাম মনজু, উপজেলা চেয়ারম্যান মাজেদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবু সোলায়মান সাজা। বিবৃতিতে তারা দাবি করেছেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে মতায় আসা আওয়ামী লীগের এই এমপি এরকম ঘটনা বারবার ঘটাচ্ছেন। যাকে ইচ্ছা তাকে গুলি করছেন। যখন ইচ্ছা তখন মহিলাদের শ্লীলতাহানি ঘটাচ্ছেন। কিন্তু কোনো বিচার হচ্ছে না। তারা অবিলম্বে তাকে এমপি পদ থেকে অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু সৌরভকে দেখতে এসে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম সাজু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদসহ আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন বৃহস্পতিবার রাতে এমপি লিটন বামনডাঙ্গার লিটনের মোড়, খানের দোকানের সামনে, খানবাড়ি ও গোপাল চরণ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আরো ১৩ রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছেন তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ভূলুণ্ঠিত করে আওয়ামী লীগের পরিবর্তে এমপি লীগ নামে একটি বাহিনী তৈরি করেছেন লিটন। তার হাতে সুন্দরগঞ্জের মা-বোন ও শিশু কেউই নিরাপদ নয়। রাস্তাঘাটে মা-বোনদের দেখামাত্র তিনি তাদের ওপর হামলে পড়েন। তারা অবিলম্বে প্রধানমন্ত্রীর কাছে তার অপসারণের দাবি জানাবেন বলে মন্তব্য করেন। গুলিবিদ্ধ শিশু সৌরভ মিয়ার বাড়ি সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামে। তার বাবা সাজু মিয়া। মঞ্জুরুল ইসলাম লিটন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি ও সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ভোরে এ ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টায় এমপির লোকজন শিশুটিকে হাসপাতালে নিতে বাধা দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, এমপি লিটন প্রায় প্রতিদিনই মাতাল অবস্থায় ভোরের দিকে বাড়ি ফেরেন। তবে এ ব্যাপারে এমপি মো. মঞ্জুরুল ইসলাম লিটনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বেশ কয়েকবার কল করেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. মাহফুজুল ইসলাম জানান, অপারেশন করে শিশুটির দুই পায়ের গুলি বের করা হয়েছে। সে ভালো আছে। এদিকে পুলিশ ওই ঘটনার প্রত্যদর্শী তাজুল ইসলাম ও তার স্ত্রী শিউলি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা এড়াতে পুলিশ সুন্দরগঞ্জ থানায় একটি জলকামান নিয়ে গেছে।

দুপুরের দিকে এ খবর গোটা উপজেলায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন বিভিন্ন দলের নেতাকর্মীদের নিয়ে নাগরিক কমিটির ব্যানারে রাস্তায় নেমে বিক্ষোভ করে। ব্র্যাক মোড়ে স্বতঃস্ফূর্ত এক সমাবেশে উপজেলা আ’লীগ যুগ্মসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গোলাম কবির মুকুল, আনিছুর রহমান চঞ্চল, মাসুদুর রহমান মাসুদ, বেলকা ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, দহবন্দ ইউপি চেয়ারম্যান শাহজাহান মণ্ডল, গোলাম মর্তুজা হাসান টুকু, সাইফুল ইসলাম টুকু প্রমুখ বক্তব্য রাখেন। গত ২ অক্টোবর শুক্রবার বিকালে পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম জানান, রংপুরে চিকিৎসাধীন শিশুটিকে তিনি দেখেছেন। এদিকে গুলিবিদ্ধ শিশুটির বাবা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা করেছেন।

এমপি লিটনকে গ্রেফতার দাবিতে মানববন্ধন, সমাবেশ অস্ত্রের লাইসেন্স বাতিল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : মনজুরুল ইসলাম লিটন এমপিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অব্যাহত আছে বিক্ষুব্ধ জনতার। এ অবস্থায় সুন্দরগঞ্জ উপজেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে গুলিবিদ্ধ শিশু সৌরভের পরিবার। থানায় মামলা করার পর থেকে ওই পরিবারটি আতঙ্কে ভুগছে। ও দিকে এমপি লিটনের জমাকৃত দু’টি অস্ত্রের লাইসেন্স বাতিল করেছে প্রশাসন। জেলা প্রশাসক আবদুস সামাদ নিরাপত্তা বিবেচনা অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, ওই দিন শুধু শিশু সৌরভকে গুলি করেই ক্ষান্ত হননি এমপি লিটন। তিনি ব্র্যাক মোড়ে গাড়ি থেকে নেমে গোপাল চরণ গ্রামের অবুজ মিয়ার স্ত্রী আছিয়া বেগমকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করেন। কিন্তু আছিয়া কৌশলে এমপির হাত থেকে রা পান। প্রত্যদর্শীরা জানান, এ ঘটনার পর তিনি দ্রুত চলে যান বামনডাঙ্গাস্থ তার বাড়ির দিকে। পথিমধ্যে নজরুল প্রি-ক্যাডেট স্কুলের কাছে ব্রিজের ওপর থেকে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করেন। একইভাবে গুলি করেন রামভদ্র গ্রামের কানার মোড় নামক স্থানেও। এ ছাড়া সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের মাহবুব ও হাফিজার রহমানের বাড়িও ভাঙচুর করেন এমপি লিটন। সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রবীণ এক রাজনীতিক বলেন, এমপি লিটন বহুবার পত্রিকার শিরোনাম হয়েছেন। সরকারি কর্মকর্তাকে থাপ্পড় মেরেছেন, আগ্নেয়াস্ত্র তাক করে গুলি করেছেন, পুলিশ সুপারকেও গালিগালাজ করেছেন। কিন্তু দু’চারদিন পর সবকিছুই আবারও তার নিয়ন্ত্রণে নেন অর্থশক্তি আর সন্ত্রাসী বাহিনীর দাপটে।

গত ৪ অক্টোবর সুন্দরগঞ্জ পৌর এলাকার বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে উপজেলা নাগরিক সংগ্রাম পরিষদের উদ্যোগে এমপি লিটনকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচি শেষে সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল মামুন, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি টিআইএম মকবুল হোসেন, সুন্দরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. এমদাদুল হক বাবু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, নাগরিক সংগ্রাম পরিষদের সভাপতি বীরেন সরকার মিন্টু, সাধারণ সম্পাদক এটিএম মাসুদুল আলম চঞ্চল, আহসান হাবীব মাসুদসহ অন্য নেতৃবৃন্দ এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এমপির বিরুদ্ধে জরুরিভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সুন্দরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. এমদাদুল হক বাবু বলেন, তার বেআইনি কাজের প্রতিবাদ করায় জাতীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন বিনা কারণে তার বাড়ি ভাঙচুর করেছে। এ ব্যাপারে প্রতিবাদ সভা করে বা থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। তিনি এই সময়ে ওই অন্যায়েরও প্রতিকার দাবি করেন। এ দিকে গত ৩ অক্টোবর শনিবার রাতে জাতীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন এক প্রতিনিধির মাধ্যমে ৩ রাউন্ড গুলিসহ পিস্তল এবং ৫৩ রাউন্ড গুলিসহ শর্টগান সুন্দরগঞ্জ থানায় জমা দেন। পুলিশ সূত্রে জানা গেছে, জমাকৃত গুলির সংখ্যায় হেরফের পাওয়া গেছে। তবে তার সঠিক সংখ্যা জানাতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপ বা দায়িত্বশীল কর্মকর্তা অপারগতা প্রকাশ করেন।

এ দিকে ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও পুলিশ কর্তৃক তাকে গ্রেফতারের উদ্যোগ না নেয়ায় জনমনে নানা প্রশ্ন উঠেছে। উল্লেখ্য সৌরভের পিতা সাজু মিয়া বাদী হয়ে গত ৩ অক্টোবর শনিবার রাত ৮টা ৩৫ মিনিটে মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে থানায় (৩২৬/৩০৭ দ. বি.) মামলা করেন (নং-০২, তাং- ০৩-১০-১৫)। মামলা হলেও লিটনকে গ্রেফতারের বিষয়ে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন বলেন, সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা যথারীতি নিয়ম-কানুন মেনেই গ্রহণ করা হয়েছে। তবে সংসদ সদস্য হওয়ায় প্রয়োজনীয় নিয়ম মেনেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, বর্তমানে সংসদ সদস্য ও তার স্ত্রী সুন্দরগঞ্জে নেই। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংসদ সদস্য লিটনের কোন তথ্য পাওয়া যায়নি। ঘটনার দিন বিকাল থেকে তিনি উধাও হয়েছেন বলে স্থানীয়রা জানান।

এ দিকে সরেজমিন ওই এলাকা পরিদর্শনকালে স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে, তার বিরুদ্ধে কোথাও কোন মিছিল মিটিং না করার জন্য প্রশাসনের লোকজন কর্তৃক প্রচ্ছন্নভাবে নিষেধ করা হচ্ছে এবং ক্যাডাররাও গোপনে ভয়ভীতি প্রদর্শন করছে বলে অনেকের অভিযোগ।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।