সংবাদ শিরোনামঃ

সমুদ্রে বাংলাদেশ পরাজিত হয়েছে ** গ্যুন্টার গ্রাসের কবিতা বিশ্বকে নাড়া দিয়েছে ** বিচারের নামে নির্যাতনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ** সব কালো বিড়াল খুঁজে বের করতে হবে ** ১৭ এপ্রিল : স্বাধীন দেশের প্রথম সরকার গঠনের দিন ** সংবাদপত্রের পাতা থেকে ** উখিয়ায় ৩ শতাধিক চিংড়ি ঘের ভয়াবহ মড়কে আক্রান্ত ** আওয়ামী সন্ত্রাসীদের হাতে শিবির কর্মী মঞ্জু হত্যার প্রতিবাদে দেশব্যাপী বিােভ ** বড়াইগ্রামে রসুনের বিপুল ফলন ** শিবির কর্মী মঞ্জু হত্যার প্রতিবাদে বিােভ **

৭ বৈশাখ ১৪১৯, ২৭ জমাদিউল আউয়াল ১৪৩৩, ২০ এপ্রিল ২০১২

গত ১৫ এপ্রিল জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে বিচারপতির বক্তব্যের প্রতিবাদে বিােভ মিছিল বের করে

তথাকথিত যুদ্ধাপরাধের বিচারের নামে সরকারের জুলুম-নির্যাতন ও প্রহসনের প্রতিবাদে এবং জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারি মো. সেলিম উদ্দিন বলেছেন, সরকার কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে মুক্তিযুদ্ধের মূল চেতনাকে কলঙ্কিত করেছে। ’৭৩-এর কালো আইনে বিচারের নামে প্রহসনের আয়োজন করে সরকার ইতিহাসে এক কালো অধ্যায়ের জন্ম দিয়েছে। একটা কথা মনে রাখতে হবে, এ দেশের জনগণও বিচারের নামে কোনো প্রহসন মেনে নিবে না। তিনি বলেন, জনগণ জীবন দেবে, কিন্তু সরকারের কোনো ষড়যন্ত্রই বাংলার মাটিতে বাস্তবায়ন হতে দিবে না। রাষ্ট্রের সংবিধান পরিপন্থী এই বিতর্কিত ট্রাইব্যুনাল বন্ধ করে অবিলম্বে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

গত ১৫ এপ্রিল রোববার বিকাল ৫টায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে বিােভ মিছিল শেষে এক সমাবেশে তিনি এ কথা বলেন। মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রমনা থানা আমীর ড. রেজাউল করিম, পল্টন থানা আমীর অধ্যাপক মোকাররম হোসাইন খান, মতিঝিল থানা সেক্রেটারি আলমগীর হাসান রাজু ও ছাত্রশিবির মহানগরী দণি সভাপতি শাহীন আহমেদ খান প্রমুখ। মিছিলটি মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে দৈনিক বাংলা গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রধান অতিথি বলেন, ’৭১-এর মুক্তিযুদ্ধের সময় জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ কোনোভাবেই হত্যা, লুণ্ঠন আর ধর্ষণের মতো অপকর্মের সাথে জড়িত ছিলেন না। বিগত চল্লিশ বছরে দেশের কোথাও তাদের বিরুদ্ধে একটি জিডিও করা হয়নি। স্বাধীনতার পর মরহুম শেখ মুজিবুর রহমানও জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে যুদ্ধাপরাধের কোনো অভিযোগ তোলেননি। বিগত দিনগুলোতে স্বৈরাচারবিরোধী ও কেয়ারটেকার সরকারের দাবিতে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা যখন জামায়াত নেতৃবৃন্দের সাথে মিটিং-মিছিল করেছিল তখনও জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ যুদ্ধাপরাধী ছিলেন না। ২০০১ সালের সংসদ নির্বাচনে চরম ভরাডুবির পরই আওয়ামী লীগের নেতারা  জামায়াত নেতৃবৃন্দকে স্বাধীনতাবিরোধী আর যুদ্ধাপরাধী বলে গালি দিতে শুরু করে। বর্তমান সরকার মতায় এসে ২০০১ সালের পরাজয়ের প্রতিশোধ নিতেই কথিত যুদ্ধাপরাধের ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। জামায়াত নেতৃবৃন্দ মানবতাবিরোধী কোনো অপরাধ করেননি। দেশ পরিচালনায় তাদের সফল নেতৃত্ব এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশের জনগণের পে বলিষ্ঠ ভূমিকা পালনই আসল অপরাধ। সরকার জামায়াত নেতৃবৃন্দকে কারাগারে আটক রেখে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিকিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিগত ৩ বছরে খুন, হত্যা, ধর্ষণ আর রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ছাড়া জাতিকে কিছুই দিতে পারেনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে জনগণ নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে। পানি, গ্যাস, দ্রি্যুৎ সংকটসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়ছে। সরকার শাসনের নামে জনগণকে শোষণ করছে। সরকার তার এ সকল ব্যর্থতা ঢাকতেই এখন বিরোধীদলের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। জামায়াতে ইসলামীকে ধ্বংস করে নিজেদের মতা স্থায়ী করতেই কথিত যুদ্ধাপরাধের ইস্যুর মাধ্যমে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা করছে। কিন্তু জনগণ জীবন দিয়ে হলেও সরকারের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।

অপরদিকে একই দাবিতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে রাজধানীর মিরপুর এলাকায় একটি বিােভ মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য মোবারক হোসাই ও লস্কর মো. তসলীম, শাহআলী থানা আমীর মিজানুল হক, দারুস সালাম থানা আমীর বেলাল হোসাইন, পল্লবী থানা আমীর আব্দুস সালাম, মিরপুর পশ্চিম আমীর মাহফুজুর রহমান, আদাবর থানা আমীর দেলোয়ার হোসাইন, শেরে বাংলা নগর আমীর আ জ ম কামাল উদ্দিন ও ক্যান্টনমেন্ট থানা আমীর নাজিম উদ্দিন মোল্লা প্রমুখ। মিছিলটি মিরপুর ১০নং গোলচত্বর থেকে শুরু হয়ে ১৪ নাম্বারে গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।