সংবাদ শিরোনামঃ

নতুন কৌশলে আন্দোলনের মাঠে ২০ দলীয় জোট ** সতর্কতার সাথে এগুচ্ছে বিএনপি ** ভরাডুবির আশঙ্কা আ’লীগে ** নেতানিয়াহুর জয় মধ্যপ্রাচ্য সঙ্কট ঘনীভূত করবে ** গণতন্ত্র ছাড়া জবাবদিহিতা নিশ্চিত করা যায় না ** স্বাধীনতা হোক অর্থবহ ** আমাদের মুক্তিযুদ্ধ ও মার্কিন দলিলপত্র ** আগৈলঝাড়ায় খাল বিল বেদখল ** গ্রেফতার নির্যাতন উপেক্ষা করে সারাদেশে হরতাল অবরোধ অব্যাহত ** রাজনীতি ও সহিষ্ণুতা ** আমাদের স্বাধীনতার ৪৪ বছর **

ঢাকা, শুক্রবার, ১৩ চৈত্র ১৪২১, ৬ জমাদিউস সানি ১৪৩৬, ২৭ মার্চ ২০১৫

হরতালের সমর্থনে বগুড়ার কাহালুতে ২০ দলীয় জোটের বিক্ষোভ মিছিল এবং ২০ দলের ডাকা হরতালের সমর্থনে ময়মনসিংহ শহর জামায়াতের মিছিল

গ্রামবাংলা ডেস্ক : ২০ দলীয় জোটের অবরোধ চলছে। পাশাপাশি চলছে দেশব্যাপী হরতাল। সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাস, হত্যা, অপহরণ, গুম, খুন, জুলুম ও গণগ্রেফতারের প্রতিবাদে এই কর্মসূচিতে সরকারের নানামুখী বাধা, জুলুম নির্যাতনের পরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। অব্যাহত রয়েছে সরকারের গ্রেফতার অভিযান। গত ২৩ মার্চ সোমবার রাজধানীসহ সারা দেশে গ্রেফতার হয়েছে ২০ দলীয় জোটের দুই শতাধিক নেতাকর্মী।

রাজশাহী সংবাদদাতা জানান, গত ২৩ মার্চ সোমবার বিরোধী জোটের অবরোধ ও হরতালে রাজশাহী অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হয়। কর্মসূচি সফল করতে নগরীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। অবরোধ ও হরতালের সমর্থনে সকালে বিভিন্ন স্থানে পিকেটিং করে অবরোধকারীরা।

গত ২৩ মার্চ অবরোধ ও হরতালের কারণে নগরীর অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ ছিলো। এদিকে নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা প্রদান এবং হত্যা, গুম ও রিমান্ডের নামে বর্বর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী মহানগর ছাত্রশিবির। গত ২৩ মার্চ সোমবার নগরীর বন্ধগেট এলাকায় বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। মিছিলটি পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকার অবৈধভাবে ক্ষমতায় আসার পর থেকেই বিরোধী দলের উপর জুলুম-নির্যাতন করে যাচ্ছে। তারা দেশে পুলিশি রাষ্ট্র কায়েম করেছে। ছাত্রশিবিরের অসংখ্য নেতাকর্মীকে নির্বিচারে গ্রেফতার করে রিমান্ডের নামে বর্বর নির্যাতন চালাচ্ছে। বিভিন্ন নাটক সাজিয়ে অসংখ্য নেতাকর্মীকে হত্যা করছে। কিন্তু এভাবে হত্যা, গুম ও নির্যাতন চালিয়ে অতীতে যেমন কোন স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে পারেনি তেমন আওয়ামী স্বৈরাচার সরকারও বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জনগণ আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে ক্ষমতার মসনদ থেকে নামিয়েই ছাড়বে। মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগরীর বায়তুলমাল সম্পাদক, কলেজ কার্যক্রম সম্পাদক, সহকারী সমাজসেবা সম্পাদক প্রমুখ নেতৃবৃন্দ। পুলিশ জানায়, অবরোধ ও হরতালে যে কোনো নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরীতে টহল দিচ্ছে পুলিশ, র‌্যাব ও বিজিবি।

চট্টগ্রাম সংবাদদাতা জানান, সারাদেশের ন্যায় ২৩ মার্চ সোমবার চট্টগ্রামে ৭৭তম দিনের অবরোধ ও টানা হরতালের ২য় দিন পালিত হয়েছে। হরতাল অবরোধের কারণে পুলিশ, এপিবিএন, বিজিবি, র‌্যাব মোতায়েন ছিল চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায়। চট্টগ্রাম জেলার ১৪ উপজেলায় হরতাল অবরোধ পালনের খবর জানিয়েছে সংবাদদাতারা। হরতাল অবরোধে দূরপাল্লার যানবাহন বন্ধ ছিল। বিভিন্ন স্থানে মিছিল হয়েছে।

 à¦à¦¦à¦¿à¦•à§‡ পুলিশ জানিয়েছে, চট্টগ্রামের সীতাকুণ্ড, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্নস্থানে রোববার রাতভর অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে বিএনপির ২, জামায়াত ৬ ও শিবিরের ১৬ নেতাকর্মী রয়েছে।

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয় রোববার দিবাগত রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত অভিযানে দু’জন সন্ত্রাসীকে দুইটি অস্ত্রসহ আটক করা হয়। জেলা প্রশাসন এর ম্যাজিস্ট্রেট আমিরুল কায়সার এবং রাজীব উল আহসান এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর এ অভিযানে এ অস্ত্র উদ্ধার হয়্। বিজিবি এর পক্ষে মেজর তানভির উপস্থিত থাকেন। ঝাউতলা- টাইগারপাস এলাকার শাহজামাল ওরফে বোমা মিজানকে নিজ বাসা থেকে ১টি দেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ আটক করা হয়। একই এলাকা থেকে সন্ত্রাসী রনিকে দেশী পিস্তল ও ধারালো চাপাতিসহ আটক করা হয়। এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল কায়সার বলেন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। আটককৃত দুজনে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলো। একাধিক মামলা রয়েছ তাদের বিরুদ্ধে।

নগর জামায়াতের সমাবেশ ও মিছিল-বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখার নেতৃবৃন্দ বলেছেন, রাষ্ট্রীয় সন্ত্রাস,খুন, গুম, অপহরণ ও গ্রেফতার বন্ধের দাবিতে এবং বিএনপির যুগ্ম-সম্পাদক সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদসহ ছাত্রশিবির ও ছাত্র দলের সকল অপহৃত নেতা-কর্মীদের উদ্ধার, গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে ২০ দলীয় জোট ঘোষিত অবরোধে ও হরতাল সফল করতে হবে। নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ সরকারের  নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে প্রতিদিন জামায়াত-শিবির ও বিএনপি-ছাত্রদলসহ বিরোধী দলের নেতা-কর্মীদের অপহরণ ও গ্রেফতার করছে। অনেককে গুম করা হচ্ছে। মুক্তিপণ দাবি করছে। মিথ্যা নাটক সাজিয়ে কথিত বন্দুক যুদ্ধের নামে অনেককে হত্যা করা হচ্ছে। গ্রেফতার করে আটক অবস্থায় গুলি করে পঙ্গু করা হচ্ছে। যেখানে সেখানে লাশ আর লাশ পাওয়া যাচ্ছে। নিরীহ শিশু অপহরণ করে চাঁদাবাজি করছে। টেন্ডারবাজি, দখলবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে সরকার। সাধারণ মানুষ উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে। দেশে অবৈধ সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করেছে। দেশে সুস্থ রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশ নেই। এই অবৈধ সরকারের পতন ছাড়া মানুষের মুক্তির কোনো পথ নেই। নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর মুক্তি এবং খুন, গুম, অপহরণ ও গ্রেফতার বন্ধের দাবি জানান। জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী দক্ষিণ, বাকলিয়া, চকবাজার, পাঁচলাইশ, চান্দগাঁও ও বায়েজিদ থানার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। জামায়াত নেতা আশিকুল হামিদ, এম এ আলী, এম কে আজিম, এম.হাসান, আবু জাওয়াদ, আবু ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আবুল ফজল, খান জাহান, কামরুল আলম, জামাল, কামাল, দিদার ও ফারুক প্রমুখ। সমাবেশ শেষে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ছাত্রশিবির : ২০ দলীয় জোটের ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনের সমর্থনে মিছিল করেছে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ শাখা। সোমবার সকাল সাড়ে আটটায় নগরীর পাহাড়তলী বাজার এলাকায় মহানগরী দক্ষিণ শিবিরের হালিশহর থানা সভাপতি মো. জাবের হোসাইনের  নেতৃত্বে মিছিল করেছে মহানগরী দক্ষিণ। অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবির নেতা শাহীন আলম, জামাল হোসেন, মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।

খুলনা সংবাদদাতা জানান, অনির্দিষ্টকালের অবরোধ কর্মসুচির ৭৭তম দিন সোমবার অচল স্থবির ছিল খুলনা। অবরোধের কারণে খুলনা থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। নগরীর প্রবেশপথ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। এদিকে নগরীর বিভিন্নস্থানে পুলিশ অভিযান চালিয়ে ২০ দলীয় জোটের নেতাকর্মীসহ ৪০ জনকে গ্রেফতার করেছে। এ ছাড়া পুলিশ মহানগরী ও জেলার বিভিন্ন থানায় ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়েছে। এসময় নেতাকর্মীদের না পেয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার করেছে বলে তিনি অভিযোগ করেন।

এদিকে রোববার রাতে নগরীর খানজাহান আলী রোডস্থ পিটিআই মোড়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় অজ্ঞাত দুষ্কৃতকারীরা। বিস্ফোরিত ককটেলের স্পিন্টারে ছাত্রলীগ কর্মী কামরুজ্জামান ইমরান আহত হয়েছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা সদর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, পিটিআই মোড়ের অদূরে দুষ্কৃতকারীদের ছোঁড়া ককটেলে ছাত্রলীগ কর্মী ইমরান আহত হয়।

অপরদিকে অবরোধ ও হরতালের সমর্থনে গত ২৩ মার্চ সোমবার সকালে খুলনা মহানগরী ছাত্রশিবির নগরীতে মিছিল করেছে। নগরীর খালিশপুরে এ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগরী ছাত্রশিবিরের তথ্য ও গবেষণা সম্পাদক এস.এম মামুন, আবু নাঈম, মাজহারুল ইসলাম, মঈন উদ্দিন, আরাফাত, আব্দুল কাদের, হাসনাত আবুল হাসান, হেলাল খান প্রমুখ।

গাজীপুর সংবাদদাতা জানান, টানা অবরোধের ৭৭তম দিন এবং নতুন করে ডাকা হরতালের দ্বিতীয় দিন সোমবার গাজীপুরে মিছিল, পিকেটিংয়ের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল করেছে ছাত্রশিবির গাজীপুর মহানগরী। মিছিলে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, মহানগরী অফিস সম্পাদক ইশমাম আব্দুল্লাহ, অর্থ সম্পাদক তাজদীদ বিন ওয়াদুদ, এইচআরডি সম্পাদক ফজলুল হক নোমান, শিক্ষা সম্পাদক রুপম, প্রচার সম্পাদক হাসান মেহরাব প্রমুখ।

এদিকে এক বিবৃতিতে গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহ, সেক্রেটারি খায়রুল হাসান, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জে আলম ও ভারপ্রাপ্ত সেক্রেটারি সেফাউল হক বলেন, বাংলাদেশের মানুষ রাজপথে নেমে অধিকার আদায় ছাড়া কখনো ঘরে ফিরেনি। এবারও নব্য বাকশালীদের পতন ছাড়া আমরা ঘরে ফিরবো না। আগামী দিনে রাজপথের আন্দোলনকে তীব্র তীব্রতর করার জন্য তারা গাজীপুরবাসীর প্রতি আহ্বান জানান।

সাতক্ষীরা সংবাদদাতা জানান, সাতক্ষীরায় পুলিশের গণগ্রেফতার অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মী ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

২২ মার্চ রোববার রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  সাতক্ষীরা জেলা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

নারায়ণগঞ্জ সংবাদদাতা জানান, জোটের টানা অবরোধ ও ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ ও পথসভার মধ্য দিয়ে কর্মসূচি পালিত হয়েছে।

সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যাপক পুলিশ মোতায়েন ও র‌্যাব-বিজিবি টহল অব্যাহত ছিল। সকাল সাড়ে ৭টায় শহরের জিমখান থেকে হত্যা গুম অপহরণ গ্রেফতারের প্রতিবাদে ২০ দলীয় জোটের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলট নগর ভবন এলাকা প্রদক্ষিণ করে। এদিকে ফতুল্লার কাশীবন্দরের কামতাল, আড়াইহাজারের গোপলদি বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ের বারোদি এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর আমীর ও ২০ দলীয় জোটের সদস্য সচিব মাওলানা মঈনুদ্দিন আহমাদ এক বিবৃতিতে বর্তমান অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বগুড়া সংবাদদাতা জানান, ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে গত ২৩ মার্চ সোমবার সকালে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় বগুড়া-রংপুর মহাসড়কের ঝোপগাড়ী এলাকায় জামায়াত-শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ বেগসহ জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করে। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জালিম সরকার ক্ষমতা ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত অবরোধ ও হরতাল চলবে। এই খুনি সরকারকে পদত্যাগে বাধ্য করে তবেই জামায়াত-শিবির ঘরে ফিরবে।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।