সংবাদ শিরোনামঃ

নতুন কৌশলে আন্দোলনের মাঠে ২০ দলীয় জোট ** সতর্কতার সাথে এগুচ্ছে বিএনপি ** ভরাডুবির আশঙ্কা আ’লীগে ** নেতানিয়াহুর জয় মধ্যপ্রাচ্য সঙ্কট ঘনীভূত করবে ** গণতন্ত্র ছাড়া জবাবদিহিতা নিশ্চিত করা যায় না ** স্বাধীনতা হোক অর্থবহ ** আমাদের মুক্তিযুদ্ধ ও মার্কিন দলিলপত্র ** আগৈলঝাড়ায় খাল বিল বেদখল ** গ্রেফতার নির্যাতন উপেক্ষা করে সারাদেশে হরতাল অবরোধ অব্যাহত ** রাজনীতি ও সহিষ্ণুতা ** আমাদের স্বাধীনতার ৪৪ বছর **

ঢাকা, শুক্রবার, ১৩ চৈত্র ১৪২১, ৬ জমাদিউস সানি ১৪৩৬, ২৭ মার্চ ২০১৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নে খোলপেটুয়া নদী

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নে খোলপেটুয়া নদীর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের একাধিক স্থানে প্রায় ৭০০ ফুট  ভেঙে গেছে। এতে ২০ গ্রাম জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এছাড়া আটুলিয়া ইউনিয়নের ৮টি গ্রাম প্লাবিত হয়েছে। গত ২৩ মার্চ সোমবার সন্ধ্যা পর্যন্ত শত শত গ্রামবাসী শত চেষ্টা করেও ভাঙ্গন রক্ষা করতে পারেনি। ফলে প্রবল জোয়ারে নতুন নতুন গ্রাম তলিয়ে যাচেছ।  এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গত দুদিন ধরে বয়ে যাওয়া প্রবল জোয়ারের কারণে শতাধিক পরিবার ঘর ছেড়ে অনত্র পাড়ি জমিয়েছে বলে স্থানীয়রা জানান। ভেসে যায় ছোট-বড় প্রায় ৫শ চিংড়ি ঘের। ইতোমধ্যে মাদিয়া গ্রামের সুবীর মণ্ডল, লক্ষ্মীরানী মণ্ডল, দীনবন্ধু মণ্ডলসহ অনেকের পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে। বৃদ্ধ, রোগগ্রস্ত এবং প্রতিবন্ধীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কয়েকটি কাচা ঘরবাড়ি ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে সুপেয় পানি ব্যবস্থা। ফলে এসব এলাকার কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এখনো পর্যন্ত ভাঙ্গন কবলিত এলাকায় কোনো ত্রাণ সহযোগিতা পৌঁছানো সম্ভব হয়নি।

স্থানীয় লোকজন জানান, বুড়িগোয়ালিনি ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া-মাদিয়া এলাকায় খোলপেটুয়া নদীর উপকূল রক্ষা বাঁধের ৭০০-৮০০ ফুট দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। চিংড়িঘেরে লবণপানি ঢোকাতে বাঁধ ছিদ্র করা বা কাটায় এ দশা হয়। রোবববার সকাল সাড়ে ১০টার দিকে নদীতে জোয়ারের সময় পানির চাপ বেড়ে যাওয়ায় হঠাৎ বাঁধের ওই অংশ ভেঙে যায়। নদীর লবণপানি তীব্র বেগে লোকালয়ে ঢুকে পড়ে। অধিকাংশ পরিবারের বাড়ির আঙিনা পানিতে ডুবে যায়। 

বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানিয়েছেন রোববার সকাল থেকে জোয়ারের পানির তোড়ে মাদিয়া এলাকায় পুরনো বেড়িবাঁধে ভাঙ্গন দেখা দেয়। কিছুক্ষণের মধ্যে ভফুন এলাকা বাড়তে থাকে। একপর্যায়ে তার ইউনিয়নের মাদিয়া, ভামিয়া, বীরসিংহ, পোড়াকাটলা, আড়পাঙ্গাশিয়া, দুর্গাবাটি, পশ্চিম দুর্গাবাটি ও কলবাড়ি গ্রামে পানি ঢুকে যায়। এসব গ্রামের বাড়িতে বাড়িতে পানি ঢুকে যাওয়া ছাড়াও কয়েকশ’ চিংড়ি ঘের প্লাবিত হয়েছে। এরই মধ্যে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ভেঙ্গে পড়তে শুরু করেছে বলেও জানান তিনি। এলাকার কিছু বৃদ্ধ, রোগগ্রস্ত এবং প্রতিবন্ধীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে চেয়ারম্যান জানান।

ঘটনাস্থলে শ্যামনগরের ইউএনও আবু সালেহ মঞ্জুরুল আলম এবং পানি উন্নয়ন বোর্ডর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ জানান, ভাঙনের ফলে তার ইউনিয়নের বয়ারসিংহ, হেনচি, মোল্লাপাড়া, বোয়ালিয়া, বাদুড়িয়া, বড়কুপোট ও ছোটকুপোট তলিয়ে গেছে। তিনি জানান, বাড়িঘর ধসে না পড়লেও রাস্তাঘাট এবং বিপুল সংখ্যক চিংড়ি ঘের পানিরে নিচে রয়েছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের সেকশনাল অফিসার (এসও) নিখিল দত্ত জানান, ভাঙ্গন পয়েন্টটি ২০০৯ এর আইলার আঘাতেও টিকে ছিল। ফলে বাঁধটির এই অংশ মেরামত না করায় জোয়ারের পানিতে তা ধসে গেছে। জোয়ারের পানির তোড় না কমলে বাঁধ বাধা যাচ্ছে না বলে জানান তিনি। তিনি আরও বলেন, জোয়ারের নোনা পানিতে এ এলাকার খাবার মিষ্টি পানির একমাত্র উৎস রিজার্ভ পুকুরগুলো তলিয়ে গেছে। ইরি ধানের ক্ষেতও পানির নিচে রয়েছে বলে জানান তিনি ।

শ্যামনগর এলাকার সংসদ সদস্য জগলুল হায়দার জানান, বাঁধ বাধার সব চেষ্টা চলছে। তবে পানির জোর না কমায় তা কঠিন হয়ে পড়েছে। তিনি বিষয়টি পানি সম্পদ মন্ত্রীকে অবহিত করেছেন। মন্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, বাঁধ ঠেকাতে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসক নাজমুল আহসান প্রশাসন, জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের লোকজন নিয়ে প্লাবিত এলাকায় থেকে বাঁধ সংস্কার তদারকি করছেন। তিনি জানান, এলাকাবাসী বাঁধ ঠেকাতে সব সহায়তা ছাড়াও শ্রম দিচ্ছেন ।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।