সংবাদ শিরোনামঃ

নতুন কৌশলে আন্দোলনের মাঠে ২০ দলীয় জোট ** সতর্কতার সাথে এগুচ্ছে বিএনপি ** ভরাডুবির আশঙ্কা আ’লীগে ** নেতানিয়াহুর জয় মধ্যপ্রাচ্য সঙ্কট ঘনীভূত করবে ** গণতন্ত্র ছাড়া জবাবদিহিতা নিশ্চিত করা যায় না ** স্বাধীনতা হোক অর্থবহ ** আমাদের মুক্তিযুদ্ধ ও মার্কিন দলিলপত্র ** আগৈলঝাড়ায় খাল বিল বেদখল ** গ্রেফতার নির্যাতন উপেক্ষা করে সারাদেশে হরতাল অবরোধ অব্যাহত ** রাজনীতি ও সহিষ্ণুতা ** আমাদের স্বাধীনতার ৪৪ বছর **

ঢাকা, শুক্রবার, ১৩ চৈত্র ১৪২১, ৬ জমাদিউস সানি ১৪৩৬, ২৭ মার্চ ২০১৫

কুষ্টিয়া সংবাদদাতা : জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সাবেক সংসদ সদস্য, জননেতা আব্দুল ওয়াহেদকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানালো দলমত নির্বিশেষে এলাকার হাজার হাজার জনতা। গত ২২ মার্চ মরহুমের দু’টি নামাজে জানাজায় হাজার হাজার মানুষের ঢল নেমেছিল।

আব্দুল ওয়াহেদ গত ২২ মার্চ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে  ইন্তিকাল করেন (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল ওয়াহেদ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চলের কেন্দ্রীয় দায়িত্বশীল, কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমীর, কুষ্টিয়া-১ মিরপুর ভেড়ামারা আসনের সাবেক সংসদ সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য, ২০ দলীয় জোটের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

গত ২২ মার্চ রোববার সকালে তার মৃত্যুর সংবাদ শুনে দলমত নির্বিশেষে সর্বস্তরের জন-সাধারণ লাশ দেখতে ভীড় করেন মরহুমের নিজ বাড়ি কুষ্টিয়া শহরের হাউজিংয়ে। দুপুরে গাড়িতে করে লাশ নেওয়া হয় গ্রামের বাড়ি মিরপুর উপজেলার ধলসা-পয়ারীতে। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার লাশ নেয়া হয় মিরপুর উপজেলা ফুটবল মাঠে। সেখানে দলমত নির্বিশেষে হাজার হাজার লোক উপস্থিত হয়। দূর-দুরান্ত থেকে আগত ব্যক্তিদের লাশ দেখানো শেষে সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হাশেম। জানাজার পূর্বে মরহুমের কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নেতা যশোর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল মতিন, মিরপুর ভেড়ামারা আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফীন, কুমারখালী উপজেলা ভাইস চেয়ারম্যান আফজাল হোসেন, জাসদের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান হিরু চৌধুরী, জামায়াতের মিরপুর উপজেলা আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর প্রমুখ।

মিরপুরে জানাজা শেষে লাশ আনা হয় কুষ্টিয়া শহরে। বিকালে কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়। সেখানেও দলমত নির্বিশেষে জানাজায় হাজার হাজার জনতা অংশগ্রহণ করেন। মরহুম আব্দুল ওয়াহেদ ১৯৬৮ সালে এসএসসি, ১৯৭১ সালে এইচএসসি, ১৯৭৫ সালে অর্থনীতিতে অনার্স, ১৯৭৬ সালে এমএ কৃতিত্বের সাথে পাস করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিনেট সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৮৬ সালে কুষ্টিয়ার মিরপুর-ভেড়ামারা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর হিসাবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রাজনীতির সাথে জড়িত ছিলেন। সৎ, চরিত্রবান আদর্শিক হিসাবে তিনি সকলের কাছে শ্রদ্ধাভাজন ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। লেখক হিসাবে তিনি সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিচিত ছিলেন। তাই কয়েকটি প্রকাশিত ইসলামিক বই পাঠক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তিনি দৈনিক সংগ্রামসহ বিভিন্ন দৈনিকে সম-সাময়িক লেখালেখি করতেন। আব্দুল ওয়াহেদ এর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

জামায়াতের শোক : জামায়াত নেতা আব্দুল ওয়াহেদের মৃত্যুতে কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার একেএম আলী মহসীন, সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হাশেম, নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হুসাইন, শাহজাহান আলী মোল্লা, সহকারী সেক্রেটারি দেলোয়ার হুসাইন, হাফেজ রফিক উদ্দিন আহমাদ, সদর আমীর মোহাম্মদ আলী, কুমারখালী আমীর সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আফজাল হুসাইন, খোকসা আমীর আবুবকর সিদ্দিক, ভেড়ামারা আমীর অধ্যাপক নুরুল আমিন জসীম, দৌলতপুর আমীর আরোজ উল্লাহ, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের নেতা টিপু সুলতান, শিবিরের জেলা সভাপতি মু. রেজাউল করিম নয়ন, শহর শিবিরের সভাপতি মুস্তাফিজুর রহমান পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

২০ দলীয় জোটের শোক : আব্দুল ওয়াহেদের মৃত্যুতে কুষ্টিয়া ২০ দলীয় জোটের আহ্বায়ক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, মুক্তিযোদ্ধা দলের সভাপতি খোন্দকার সাজেদুর রহমান বাবলু, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অধ্যাপক সিরাজুল হক, খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি আব্দুল হামিদ, জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন স্তরের ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।